তেঁতুলিয়া সীমান্ত থেকে ভারতের নাগরিক গ্রেপ্তার
Published: 9th, March 2025 GMT
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে অনুপ্রবেশের অভিযোগে সতীশ রায় (৪২) নামের ভারতের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের ৪৩৬ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব থেকে প্রায় ৩০০ গজ দূরে মাঝিপাড়া-টয়াগছ এলাকার একটি বাড়ি থেকে তাঁকে আটক করে বিজিবি।
পরে গতকাল রাতে সতীশ রায়কে তেঁতুলিয়া মডেল থানার পুলিশে হস্তান্তর করে অনুপ্রবেশের অভিযোগে মামলা করে বিজিবি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার তাঁকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সতীশ রায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার দেবীন রায়ের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, দিনমজুরের কাজ করার জন্য তিনি কয়েক দিন ধরে বাংলাদেশে আছেন।
ওই ঘটনায় গতকাল রাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সতীশ রায় নামের ওই ভারতীয় নাগরিক মাঝিপাড়া-টয়াগছ এলাকায় একটি বাড়িতে অবস্থান করছেন বলে সংবাদ পায় বিজিবি। পরে মাঝিপাড়া বিওপির টহলরত সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, তিনি ১৫ থেকে ২০ দিন আগে দিনমজুর হিসেবে কাজ করতে বাংলাদেশে আসেন। এর আগেও তিনি বাংলাদেশে দিনমজুর হিসেবে কাজ করে আবার ভারতে ফিরেছিলেন। পরে সতীশ রায়কে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
আজ সকালে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির মুঠোফোন প্রথম আলোকে বলেন, গতকাল রাতে বিজিবির হস্তান্তর করা ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করেছে বিজিবি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গতক ল
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।