জাল সনদে চাকরির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
Published: 13th, March 2025 GMT
বগুড়ার ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক জান্নাতুল ফেরদৌস মিমের বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে সোমবার থেকে তদন্ত শুরু করেন জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ।
২০২৩ সালে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিজ উদ্দিন বিজ্ঞান বিভাগে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তি দেখে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের হাবিবা সুলতানা আবেদন করেছিলেন। সকল যোগ্যতা থাকার পরেও তাঁর ভাগ্যে চাকরি জোটেনি।
হাবিবার অভিযোগ, জান্নাতুল ফেরদৌস মিম এইচএসসি পাস। বিএসসির (অনার্স) ভুয়া সনদ জমা দিয়ে চাকরি নিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার থেকে বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ তদন্ত শুরু করেছেন।
শিক্ষক জান্নাতুল ফেরদৌসী মিম বলেন, ‘শত্রুতা করে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, দুই মাস হলো দায়িত্ব নিয়েছি। খণ্ডকালীন শিক্ষক নিয়োগ বিষয়ে কিছুই জানি না। তবে শিক্ষক জান্নাতুল ফেরদৌস মিমের নিয়োগসংক্রান্ত বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা তদন্ত করছেন। তিনি সরেজমিনে বিদ্যালয়ে এসে নিয়োগসংক্রান্ত সমস্ত কাগজপত্র নিয়ে গেছেন।
জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ বলেন, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের নিয়োগসংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই করে প্রতিবেদন গণমাধ্যমের সামনে প্রকাশ করা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: কর মকর ত
এছাড়াও পড়ুন:
৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১২৭ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আরও কম, ১২৫ রানে। কিন্তু রোববার (০২ নভেম্বর) তারা চোখে চোখ রেখে লড়াই করল আফগানিস্তানের বিপক্ষে।
আগে ব্যাট করে ৩ উইকেটে আফগানদের করা ২১০ রানের জবাবে জিম্বাবুয়ে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান করে হার মানে মাত্র ৯ রানে। দুই ইনিংসে রান হয়েছে মোট ৪১১টি। যা আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।
আরো পড়ুন:
কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস
ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
স্বাগতিকরা থেমে থেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্রিয়ান বেনেট, সিকান্দার রাজা, রায়ান বার্ল ও তাশিনগা মুসেকিওয়ার ব্যাটে লড়াই করে শেষ বল পর্যন্ত। বেনেট ৩ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান। অধিনায়ক রাজা ৭টি চার ও ২ ছক্কায় করেন ৫১ রান। বার্ল ১৫ বলে ৫ ছক্কায় খেলেন ৩৭ রানের ঝড়ো ইনিংস। আর মুসেকিওয়া ২ চার ও ১ ছক্কায় করেন ২৮ রান।
বল হাতে আফগানিস্তানের আব্দুল্লাহ আহমদজাই ৪ ওভারে ৪২ রানে ৩টি উইকেট নেন। ফজল হক ফারুকি ৪ ওভারে ২৯ রানে ২টি ও ফরিদ আহমদ ৩ ওভারে ৩৮ রানে নেন ২টি উইকেট।
তার আগে উদ্বোধনী জুটিতে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ১৫.৩ ওভারে ১৫৯ রানের জুটি গড়েন। এই রানে গুরবাজ আউট হন ৪৮ বলে ৮টি চার ও ৫ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ১৬৩ রানের মাথায় ইব্রাহিম আউট হন ৭টি চারে ৬০ রান করে। এরপর সেদিকুল্লাহ অটল ১৫ বলে ২টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ২১০ পর্যন্ত নিয়ে যান।
বল হাতে জিম্বাবুয়ের ব্রাড ইভান্স ৪ ওভারে ৩৩ রানে ২টি উইকেট নেন। অপর উইকেটটি নেন রিচার্ড এনগ্রাভা।
৯২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন গুরবাজ। আর মোট ১৬৯ রান করে সিরিজ সেরা হন ইব্রাহিম জাদরান।
ঢাকা/আমিনুল