‘যত বেশি সংবাদ প্রকাশিত হবে, গণতন্ত্র তত উন্নত হবে’
Published: 13th, March 2025 GMT
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেছেন, “বর্তমান ইলেকট্রনিক মিডিয়ার অবদান অনেক বেশি। আপনারা নিয়মিত অনেক সংবাদ প্রকাশ করছেন। যত বেশি সংবাদ প্রকাশিত হবে, তত গণতন্ত্র উন্নত হবে। আমাদের দেশ এগিয়ে যাবে।”
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর পুরান ঢাকার এক হোটেলে কোর্ট রিপোর্টার ইউনিটির (সিআরইউ) ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
ওমর ফারুক বলেন, “ইসলামের তিনটি জিনিস আমার কাছে আশ্চর্য লাগে। হজ, ঈদগাহ মাঠের জামাত ও ইফতার। হজ্জ ও ঈদগাহে অন্য ধর্মালম্বীরা যেতে পারে না। কিন্তু ইফতারে সব ধর্মের মানুষ মিলে আমরা ইফতার করতে পারি। তাদের সঙ্গেও একটা সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে। এ তিনটির মাধ্যমে মুহাম্মদ (সা.
আরো পড়ুন:
বাংলাদেশ নিয়ে গণমাধ্যমের ভিত্তিহীন বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ
জাতিসংঘ টিমের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের ঘটনা পুরোনো ভিডিও: বাংলা ফ্যাক্ট
ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি খুরশীদ মিয়া আলম বলেন, “রোজার মাস আমাদের জন্য খুশির ও আনন্দের। শারীরিক মানসিক ও চারিত্রিক সবদিক বিবেচনায় রোজা আমাদের একটা নিয়মানুবর্তিতার মধ্যে রাখে। মানুষের ত্রুটি বিচ্যুতি ক্ষমার মাস রমজান। রমজানের প্রতিদান আল্লাহ নিজের হাতে দিবেন। সেজন্য মুসলমান হিসেবে এটার গুরুত্ব অনেক বেশি। এছাড়া এ মাসে কুরআনও অবতীর্ণ হয়েছে।”
ইফতার মাহফিলে সংগঠনটির সভাপতি লিটন মাহমুদের সভাপতিত্বে উপদেষ্টা অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার, সাবেক সভাপতি হাসিব বিন শহিদ ও বর্তমান সাধারণ সম্পাদক মামুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, অর্থ সম্পাদক নাইমুর রহমান, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন খান রিফাত, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রকি আহমেদ ও কার্যনির্বাহী সদস্য তসলিম হোসেন (রনি) উপস্থিত ছিলেন।
ঢাকা/মামুন/এসবি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কোনও মহামানবকে দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন করেনি: আমির খসরু
কোনও মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য দেশের মানুষ আন্দোলন-সংগ্রাম করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, কোনও মহামানব কোনও দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য দেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কারণ নেই।
এদিন বিকেল সাড়ে ৩টায় ন্যাপ ভাসানীর সঙ্গে বৈঠক করে বিএনপি। ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক উপস্থিত উপস্থিত ছিলেন।
পরে বিকাল ৪টা ২০ মিনিটে আমজনতার দলের সঙ্গে বৈঠকে করে বিএনপির লিয়াজোঁ কমিটি। আমজনতার দলের আহ্বায়ক কর্নেল অব. মিয়া মশিউজ্জামানের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক উপস্থিত ছিলেন। এছাড়া বিকেল ৫টা ১০ মিনিটে বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা।
বিএনপির পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, মানুষ বলতে কারা? আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে। বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল বিএনপি, যারা জনগণকে প্রতিনিধিত্ব করছে। যারা রাজনৈতিক দল হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছে, আমাদের সঙ্গে যারা রাস্তায় ছিল, ইতোমধ্যে প্রায় ৫০টি দল, পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য।
তিনি আরও বলেন, সংস্কারের জন্য যে কথাগুলো বলা হয়, সংস্কারের ব্যাপারে যেখানে ঐকমত্য হবে- সেই সংস্কারগুলো দ্রুত করে নির্বাচন কমিশনকে বলা হোক, নির্বাচনের দিনক্ষণ ঠিক করে রোডম্যাপ দিয়ে ভোটের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো জনগণ বলতে কারা?
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এখন জনগণ বলতে যদি কোনও একটি বিশেষ গোষ্ঠী, সুবিধাভোগী- যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে! এটা তো কারও বুঝতে অসুবিধা হওয়ার কারণ নেই। ১৬ বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে, তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সেটা যে সরকারই হোক।