শাকিবের সঙ্গে সিনেমা করার প্রস্তাব পেলে কী করবেন তাসকিন
Published: 16th, March 2025 GMT
তাঁর চেহারায় নায়ক-নায়ক ভাব আছে, তাসকিন আহমেদ এমন কথা হয়তো শুনেছেন বহুবারই। লম্বা, ফরসা, স্টাইলিশ—সব মিলিয়ে তাঁর নায়ক হওয়ার প্রস্তাব পাওয়াটাও হয়তো খুব বিস্ময়ের কিছু হবে না। তাঁর ‘লুক’ নিয়ে আলাদা একটা আগ্রহও দর্শকদের। তবে আপাতত তাসকিনের পরিচয় শুধুই ক্রিকেটার।
জাতীয় দলের এই পেসার আজ হোটেল শেরাটনে হাজির হয়েছিলেন রিমার্ক-হারলেনের এক অনুষ্ঠানে। এই কোম্পানির ডিরেক্টর চিত্রনায়ক শাকিব খান। বিএসটিআইয়ের ‘হালাল’ সার্টিফিকেট পাওয়া উদ্যাপনের এই অনুষ্ঠানে তাসকিনের কাছে ছিল চলচ্চিত্র নিয়েও প্রশ্ন।
এই অফার এখন পেলে শাকিব ভাই-ই আমাকে বলবেন, “তুমি ভালোমতো খেলে অবসর নাও। এরপর আমার সঙ্গে আসো।”তাসকিন আহমেদ, বাংলাদেশের ক্রিকেটারঅনুষ্ঠানের মঞ্চে ওঠার পর তাঁর কাছে উপস্থাপিকা জানতে চান, ‘শাকিব ভাই যদি তাঁর সঙ্গে সিনেমা করার প্রস্তাব দেন। এটা কি আপনি লুফে নেবেন?’ তাসকিনের জন্য প্রশ্নের উত্তরটা অবশ্য ছিল সহজই—ক্রিকেটার পরিচয়টাই যে এখন তাঁর কাছে আগে, তাই যেন মনে করিয়ে দিয়েছেন।
তাসকিন আজ ঢাকার হোটেল শেরাটনে হাজির হয়েছিলেন রিমার্ক-হারলেনের এক অনুষ্ঠানে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএমএল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের প্রতিনিধি দল। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমএলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি নাসিম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব রেজওয়ান মর্তুজা ও যুগ্ম মহাসচিব সাকিব খান।
সাক্ষাতের সময় প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে ডিসেম্বরের মধ্যে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করে। এ সময় দলটির পক্ষ থেকে একটি স্মারকলিপিও দেওয়া হয়।