তুরস্কের ইস্তাম্বুলে রাতের আকাশে কাঁদানে গ্যাসের ঝাঁজালো গন্ধ। তবু রাজপথ ছাড়ছেন না নগরের মেয়র একরেম ইমামোগলুর সমর্থক আন্দোলনকারীরা। তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে আগেও কয়েকবার আন্দোলন হয়েছে। তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্নই মনে হচ্ছে। তুরস্কের দীর্ঘদিনের নেতার মধ্যে এবার কিছুটা অস্বস্তির আভাসও দেখা যাচ্ছে।

রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতিদ্বন্দ্বীদের অন্যতম ইমামোগলুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এমন পরিণতি শুধু তাঁর ক্ষেত্রে হয়েছে, এমন নয়। এরদোয়ান যাঁদের প্রতিদ্বন্দ্বী মনে করেন, তাঁদের তিনি নানাভাবে কোণঠাসা করার চেষ্টা করেছেন। অতীতে এমনটি নানা সময় দেখা গেছে।

ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়র কারাবন্দী একরেম ইমামোগলু বলেছেন, প্রেসিডেন্ট হতবিহ্বল হয়ে পড়েছেন। এ পরিস্থিতি নিয়ে তিনি আরও অনেক দূর যেতে পারেন।

মেয়রের বিরোধী রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) একরেমের পক্ষ নিয়েছে। তাঁর সমর্থনে দলটি তাদের নেতা-কর্মীদের রাজপথে নামিয়ে এনেছে। তারাও আশা করছে, এবারের পরিস্থিতি ভিন্ন রকম হবে, পরিস্থিতি অনেক দূর গড়াবে।
একরেম ইমামোগলু সব সময় দক্ষতার সঙ্গে যেকোনো ঘটনার রাজনৈতিক ফায়দা বেশ ভালোভাবেই নিয়ে থাকেন। এমনকি তাঁকে গ্রেপ্তারের তোড়জোড় যখন চলছিল, তখনো তিনি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী এরদোয়ানের ওপর পরিস্থিতির ফায়দা বেশ ভালোভাবেই নিয়েছেন।

২০২৮ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে একরেম ইমামোগলু ইতিমধ্যে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিরোধী রাজনৈতিক দলগুলোর অনেকের সমর্থন আদায় করেছেন। মুক্ত হলে তিনি যে এরদোয়ানের বিপক্ষে প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন, তাতে কোনো সন্দেহ নেই।

তবে এ ঘটনা শুধু এখানেই থেমে থাকবে না। ইস্তাম্বুলের মেয়রের ভাগ্যে আরও অনেক কিছু ঘটে যেতে পারে। তিনি ক্যারিশমাটিক নেতা হিসেবে পরিচিত হলেও সবকিছু যে তাঁর অনুকূলে যাবে, সেটা বলা যাচ্ছে না।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এরদ য় ন র পর স থ ত ত রস ক র

এছাড়াও পড়ুন:

খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা-গুলি, শিক্ষক নিহত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন বিএনপি নেতার দলীয় কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ইমদাদুল নামে এক শিক্ষক নিহত হয়েছেন। যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) ও মিজানুর রহমান নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশার।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

নবীনগরে গুলিবিদ্ধ ৩

তিনি বলেন, ‍“ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তার ভেতর ভুসি রাখা ছিল। ধারণা করা হচ্ছে, এর ভেতরেই বোমা নিয়ে আসা হয়েছিল।” পেশাদার কিলারের সম্পৃক্তা থাকতে পারে বলে ধারণা করছেন ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় সন্ত্রাসীরা অফিস লক্ষ্য করে পরপর দুইটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে নেতাকর্মী ও স্বজনরা গুরুতর আহত মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”

যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু বলেন, “ঘটনার সময় আমি ফুলবাড়িগেটে ছিলাম। শুনেছি, আমাদের সাংগঠনিক সম্পাদক মামুনকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ