ছিনতাইকারীদের হাতে খুন হওয়া দুজনের পরিবার দিশাহারা
Published: 1st, April 2025 GMT
জীবিকার তাগিদে পিরোজপুরের তরুণ কাউছার (২০) ঢাকায় এসে একটি কারখানায় কাজ নেন। ভাগ্যের চাকা ঘোরাতে দিনরাত পরিশ্রম করছিলেন তিনি। মাস শেষে যে আয় হতো, সেটার একটি অংশ তিনি গ্রামে মা–বাবার কাছে পাঠাতেন। সেই কাউছার গত ৭ ফেব্রুয়ারি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইকারীদের হাতে খুন হন।
অন্যদিকে পটুয়াখালীর যুবক সুমন কুমার পাল (৪০) স্ত্রী আর দুই সন্তান নিয়ে থাকতেন রাজধানীর দক্ষিণখান এলাকায়। তিনি সেখানে একটি ফার্মেসি (ওষুধের দোকান) চালাতেন। ভালোই চলছিল তাঁর সংসার। গত ১৫ ফেব্রুয়ারি সংঘবদ্ধ ছিনতাইকারী দল তাঁর দোকানে এসে হামলা করে। হাতুড়ি দিয়ে পিটিয়ে সুমনকে হত্যা করে চলে যায়। সুমনের মৃত্যুর পর দিশাহারা হয়ে পড়েছে তাঁর পরিবার।
‘কেন আমার ভাইকে খুন করল?’
পিরোজপুরের হতদরিদ্র পরিবারে জন্ম কাউছারের। তাঁরা দুই ভাই ও দুই বোন। কৃষক বাবাকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য কাউছার ও তাঁর ভাই কাইয়ুম কয়েক বছর আগে ঢাকায় আসেন। কাউছার থাকতেন যাত্রাবাড়ী এলাকায়। তিনি সেখানকার একটি মশার কয়েলের কারখানায় চাকরি করতেন। গত ৭ ফেব্রুয়ারি রাত ৮টা ১৫ মিনিটের দিকে কারখানার কাজ শেষ করে এক সহকর্মীর সঙ্গে বাইরে বের হন। হঠাৎ দুই ছিনতাইকারী তাঁদের গতিরোধ করেন। এক ছিনতাইকারী কাউছারের গলায় ধারালো চাকু ধরে মুঠোফোন দেওয়ার জন্য হুমকি দিতে থাকেন। একপর্যায়ে ছিনতাইকারীরা কাউছারের বুকে ছুরিকাঘাত করেন। তখন ছিনতাইকারীরা তাঁর এবং তাঁর সহকর্মীর মুঠোফোন নিয়ে চলে যান। এ সময় কাউছার লুটিয়ে পড়লে স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৯টার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কাউছারের ভাই কাইয়ুম প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইয়ের কিন্তু কোনো শত্রু ছিল না। একদম খেটে খাওয়া মানুষ আমার ভাই। কেন আমার ভাইকে খুন করল? আমার আব্বা অনেক কষ্ট করে আমাদের বড় করে তুলেছেন। আমরা যখন বড় হই, তখন দুই ভাই প্রতিজ্ঞা করি, আমরা আব্বাকে সহযোগিতা করব। কিন্তু আমার ভাইকে ছিনতাইকারীরা নৃশংসভাবে খুন করল।’
কাইয়ুম জানান, ঢাকায় আসার পর ঈদের সময় তাঁরা দুই ভাই একসঙ্গে বাড়িতে যেতেন। ঈদের আগে যে বেতন-ভাতা পেতেন, তা দিয়ে মা–বাবার জন্য শাড়ি-লুঙ্গি কিনতেন। এবার কেবল ব্যতিক্রম। ভাইকে ছাড়া তাঁকে ঈদের সময় গ্রামের বাড়িতে ফিরতে হলো।
ছোট ভাইয়ের কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন কাইয়ুম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইকে যারা হত্যা করল, তাদের কঠিন শাস্তি দিতে হবে।’
মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, কাউছার হত্যা মামলায় পুলিশ আনিছুর রহমান নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ আদালতকে বলেছে, আনিছুরের নির্দিষ্ট কোনো পেশা নেই। চুরি, ছিনতাই, মাদক ব্যবসা করাই তাঁর একমাত্র পেশা।
একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারে বিপর্যয়
সুমন কুমার পাল স্ত্রী আর দুই ছেলেকে নিয়ে রাজধানীর দক্ষিণখান এলাকায় বসবাস করতেন। সুমনের বড় ছেলের নাম সুজয় কুমার পাল (৯) ও ছোট ছেলের নাম দুর্জয় কুমার পাল (৪)। ফার্মেসিতে যাওয়ার আগে ছোট ছেলে দুর্জয়কে আদর করে বের হতেন সুমন কুমার। আবার দোকান থেকে মধ্যরাতে ফিরে দুই ছেলেকে আদর করে ঘুমাতেন। রোজকার মতো গত ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টার সময় দোকানের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হন তিনি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত তিনি দোকানে কেনাবেচা করেন।
হঠাৎ দুই ব্যক্তি সুমনের দোকানের সামনে আসেন। কোনো কিছু না বলে দোকানের ‘ক্যাশ’ থেকে টাকা লুট শুরু করেন তাঁরা। এতে বাধা দিলে হাতুড়ি দিয়ে সুমনের মাথায় আঘাত করতে থাকেন। উপর্যুপরি হাতুড়ি দিয়ে মাথায় আঘাতের পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে পাশের একটি প্রাইভেট হাসপাতালে পাঠান। শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। রাত ৯টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে সুমনের স্ত্রী সেতু রানী পাল বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেন।
সুমন কুমার পালের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেল, সুমন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সুমনের মৃত্যুর পর দিশাহারা হয়ে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
সুমনের শাশুড়ি চন্দ্রা রানী পাল প্রথম আলোকে বলেন, সুমনের আয়ে সংসার চলত। তাঁর মৃত্যুর পর থেকে দুই ছেলে সুজয় ও দুর্জয় প্রায় সময় বাবার খোঁজ করে। বাবা কোথায় গেছে, কবে ফিরবে জিজ্ঞাসা করে।
মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, সুমন কুমার পাল হত্যা মামলার অন্যতম আসামি আবদুল করিম গ্রেপ্তার হয়েছেন। সুমনের ভাতিজা অর্কজিৎ পাল প্রথম আলোকে বলেন, কাকার মৃত্যুর পর খুব কষ্ট করে তাঁর সংসার চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স মন ক ম র প ল র ম ত য র পর প রথম আল ক আম র ভ ই র পর ব র এল ক য় ছ নত ই স মন র
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫