নিয়ামতপুরে ‘গাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে’ দুই চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা
Published: 10th, April 2025 GMT
নওগাঁর নিয়ামতপুরে ‘বিরোধপূর্ণ জমিতে গাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে’ দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁরা দুজন সম্পর্কে চাচাতো ভাই। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন শরিফুল ইসলাম (৪০) ও তাঁর চাচাতো ভাই আইজুল ইসলাম (৩৫)। তাঁদের মধ্যে শরিফুল ঘটনাস্থলেই আজ বেলা ১১টার দিকে মারা গেছেন। আর আহত অবস্থায় রাজশাহী নেওয়ার পথে বেলা ২টার দিকে আইজুলের মৃত্যু হয়।
আহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন শরিফুলের ছোট ভাই ময়নুল হক (২৫), চাচা রেজাউল ইসলাম (৭০), প্রতিবেশী শহিদুল ইসলাম (৪০) ও আনারুল (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতভিটার জমি নিয়ে শরিফুল ইসলামের সঙ্গে প্রতিবেশী কাশেম হাজী ও তাঁর ছেলে লাল চান, আজিজার, শফিকুল ও মুক্তারের বিরোধ চলছিল। সেই জমিতে বেশ কয়েকটি মেহগনিগাছ লাগানো আছে। গতকাল বুধবার সেখান থেকে একটি গাছ কাটেন শরিফুল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে আজ দুপুর ১২টার দিকে কাশেম হাজী ও তাঁর ছেলেদের নেতৃত্বে তাঁদের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে শরিফুলের ওপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। এ সময় আবার উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে শরিফুলের চাচাতো ভাই আইজুল, চাচা রেজাউল, শরিফুলের ছোট ভাই ময়নুলসহ অন্তত আটজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পাঁচজন নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। তিনি বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক। দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন