নাটোরের নিখোঁজ সেই এসএসসি পরীক্ষার্থীকে পাওয়া গেছে
Published: 11th, April 2025 GMT
নাটোরের সেই নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী মুনতেহা এহসানকে (মুগ্ধ) খুঁজে পাওয়া গেছে। আজ শুক্রবার সন্ধায় নাটোর সদর উপজেলার মাঝদিঘা বাজারে স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে তার বাবাকে খবর দেন। পরে তিনি সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। সে অসুস্থ হয়ে পড়ায় তার কাছ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি।
এহসানের বাবা এজাজুল হক জানান, তাঁরা ছেলের অবস্থান জানার জন্য আজ শুক্রবার সন্ধা ৬টার দিকে নাটোর স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখছিলেন। এ সময় মাঝদিঘা বাজার থেকে একজন ফোন করে এহসানের সন্ধান দেন। তাৎক্ষণিক তাঁরা মাঝদিঘা বাজারে গিয়ে একটি গাছের নিচে তাকে বসে থাকতে দেখেন। বিধ্বস্ত চেহারা নিয়ে সেখানে সে বসে ছিল। বাবাকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে। সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। সে কথা বলতে পারছে না। তাকে বিশ্রামে রাখা হয়েছে।
আরও পড়ুননিখোঁজ এসএসসি পরীক্ষার্থী ছেলের সন্ধানে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন বাবা১০ এপ্রিল ২০২৫নিখোঁজ ছেলের ছবি হাতে বাবা এজাজুল হক। গতকাল বৃহস্পতিবার সকালে নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে