৬৪ বছর বয়সে অভিষেক, ইতিহাস গড়লেন জোয়ানা চাইল্ড
Published: 11th, April 2025 GMT
খেলার কোনো বয়স হয় না—এ কথাটিই আবারও সত্য প্রমাণ করলেন জোয়ানা চাইল্ড। বয়স যখন ৬৪, তখন প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামলেন এই নারী ক্রিকেটার। আর তাতে ক্রিকেট দুনিয়ায় এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করলেন। বয়সের বাঁধা পেরিয়ে তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে হয়েছেন বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়।
যদিও ব্যাট হাতে তেমন কোনো রান করতে পারেননি, তবুও তার মাঠে নামার ঘটনাটি হয়ে উঠেছে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের কাছে এক বিরল অনুপ্রেরণার উৎস। জোয়ানা চাইল্ড পুরো সিরিজেই খেলেছেন, যেখানে পর্তুগাল মুখোমুখি হয় নরওয়ের। প্রতিটি ম্যাচে তিনি দেখিয়েছেন সাহস, উদ্দীপনা ও খেলায় প্রতি নিদারুণ ভালোবাসা।
গেল ৭ এপ্রিল আলবারগারিয়াতে অনুষ্ঠিত ম্যাচে নরওয়ের বিপক্ষে পর্তুগালের হয়ে প্রথমবার মাঠে নামেন তিনি। এই অর্জনের মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অ্যান্ড্রু ব্রাউনলি (৬২ বছর ১৪৫ দিন) এবং কেম্যান দ্বীপপুঞ্জের ম্যালি মুর (৬২ বছর ২৫ দিন)-এর মতো অভিজ্ঞদের। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে অভিষেকের রেকর্ড এখনো রয়েছে জিব্রাল্টারের স্যালি বার্টনের দখলে। যার অভিষেক হয়েছিল ৬৬ বছর ৩৩৪ দিন বয়সে।
আরো পড়ুন:
আইপিএলে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল স্পেল, আর্চারের দুঃস্বপ্নের দিন
অবসর ভেঙে ফিরেই ২৮ বলে ১৫ ছক্কায় ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি
পর্তুগাল নারী দলের অধিনায়ক সারা ফু-রাইল্যান্ড বলেছেন, ‘‘জোয়ানা অনেক ক্রিকেটারের জন্যই এক বিশাল অনুপ্রেরণা।’’ পর্তুগাল দলের স্কোয়াডে ১৫ বছর বয়সী কিশোরী থেকে শুরু করে ৬৪ বছরের অভিজ্ঞ খেলোয়াড়—সবাই ছিল একসঙ্গে। এমন বয়সের বৈচিত্র্য সত্যিই অনন্য উদাহরণ।
পর্তুগাল-নরওয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পর্তুগাল ২-১ ব্যবধানে জয়ী হয়। শেষ ম্যাচে ৯ উইকেটের দারুণ জয়ে সিরিজ নিশ্চিত করে তারা।
জোয়ানা চাইল্ডের এই কীর্তি প্রমাণ করে দিলো বয়স শুধুমাত্র একটি সংখ্যা। যদি মনের জোর থাকে তবে যেকোনো বয়সেই শুরু করা সম্ভব নতুন কিছু! পাশাপাশি জোয়ানা চাইল্ডের এই অভিষেক প্রমাণ করে স্বপ্ন দেখার কোনও বয়স নেই। আর শুরু করতেও দেরি হয় না। যেকোনো বয়সেই আপনি আপনার জায়গা করে নিতে পারেন যদি থাকে সাহস আর মনোবল।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড পর ত গ ল
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ
বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে।
আগামী বছরের ১-২৩ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। ১২ দলের এই টুর্নামেন্টের ড্র সিডনিতে অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে। যেখানে শক্তিশালী গ্রুপে পড়েছে বাংলাদেশ।
‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়া। জাঁকজমকপূর্ণ ড্রতে বাংলাদেশ ছিল চার নম্বর প্লটে। সঙ্গী ছিল ইরান ও ভারত। গ্রুপিং ড্রতে টুর্নামেন্টের একমাত্র অভিষিক্ত দল বাংলাদেশ ‘বি’ গ্রুপের তৃতীয় দল নির্বাচিত হয়।
পরের রাউন্ডে ‘বি’ গ্রুপের চতুর্থ দল হয় উজবেকিস্তান। এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন বাংলাদেশের গ্রুপের দ্বিতীয় দল হয়। সবশেষ দল হিসেবে এই গ্রুপে যুক্ত হয় উত্তর কোরিয়া। যারা ২০১০ সালে প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল।
ড্র অনুষ্ঠানে স্বাগতিক অস্ট্রেলিয়া ও এএফসি অংশগ্রহণকারী সকল দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল। প্রথমবার নারী এশিয়া কাপে সুযোগ পাওয়া বাংলাদেশের কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। গতকাল অংশগ্রহণকারী দলগুলোর কোচ, খেলোয়াড়রা ট্রফি নিয়ে ফটোসেশন করে হারবার ব্রিজের সামনে। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া, তাইওয়ান,ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্বার। ফিফা র্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে থাকা বাংলাদেশ পড়েছিল কঠিন ‘সি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ ছিল বাহরাইন (র্যাঙ্কিং ৯২), তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মিয়ানমার (র্যাঙ্কিং ৫৫)। র্যাঙ্কিংয়ের বিচারে পিছিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে বোঝার উপায় ছিল না।
প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণার জোড়া গোলের নৈপুণ্যে ২-১ ব্যবধানে হারায় মিয়ানমারকে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ছাড়েনি মেয়েরা। ৭-০ গোলের দাপুটে জয় তুলে নেয় তারা।
এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। আগামী বছর মার্চে বসবে টুর্নামেন্টের ২১তম আসর, যেখানে খেলবে ১২টি দেশ।
ঢাকা/ইয়াসিন