এক মাসের বেশি সময় ধরে গাজায় কোনো মানবিক সহায়তা বা ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। শস্য থেকে শুরু করে নানা জীবনরক্ষাকারী সহায়তা প্রবেশেও আছে ইসরায়েলের নিষেধাজ্ঞা। এতে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে গাজার ১০ লাখের বেশি শিশু। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

৫ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, গাজার শিশুদের জন্য বরাদ্দ দেওয়া ইউনিসেফের কোনো মানবিক সহায়তাসামগ্রী সেখানে প্রবেশ করতে দিচ্ছেন না ইসরায়েলি সেনারা। এক মাসের বেশি সময় ধরে আটকে আছে এসব সহায়তাসামগ্রী। এটি আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন, যা গাজার শিশুদের জন্য অত্যন্ত ভয়ংকর।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আঞ্চলিক পরিচালক এডুয়ার্ড বেইগবিডার বলেন, ‘ইউনিসেফের অনেক মানবিক সহায়তাসামগ্রী গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে। এগুলোর বেশির ভাগই জীবন রক্ষাকারী। কিন্তু মানুষের জীবন বাঁচানোর পরিবর্তে এগুলো সংগ্রহশালায় পড়ে আছে। এগুলো কারও ব্যক্তিগত ইচ্ছা নয়, এসব আন্তর্জাতিক আইনের অধীনে একটি বাধ্যবাধকতা।’

এদিকে অবরুদ্ধ গাজায় সব রকম শস্য প্রবেশ ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। গত সোমবার দেশটির একটি দৈনিক সংবাদপত্রকে তিনি বলেন, ‘গমের একটি দানাও গাজায় প্রবেশ করবে না।’

খাবারের কষ্টে শিশুরা

এ বছরের ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে দিয়ে গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় নির্বিচার হামলা শুরু করেছে ইসরায়েল। তারও আগে ২ মার্চ থেকেই ফিলিস্তিনিদের জন্য বরাদ্দ করা মানবিক সহায়তা উপত্যকাটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েল। যুদ্ধ চলার সময়ে গাজায় আন্তর্জাতিক সহায়তা প্রবেশের ক্ষেত্রে এটা ইসরায়েলের দেওয়া সবচেয়ে দীর্ঘ অবরোধ।

নিষেধাজ্ঞার ফলে গাজায় খাদ্য, নিরাপদ পানি, আশ্রয় ও চিকিৎসার ঘাটতি দেখা দেবে বলে সতর্ক করেছে ইউনিসেফ। প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় এসব জিনিস ছাড়া নানান অসুখ, অপুষ্টি এবং অন্যান্য প্রতিরোধযোগ্য পরিস্থিতি আরও বাড়বে। বাড়তে পারে শিশুমৃত্যুর সংখ্যা।

নিষেধাজ্ঞার ফলে গাজায় খাদ্য, নিরাপদ পানি, আশ্রয় ও চিকিৎসার ঘাটতি দেখা দেবে বলে সতর্ক করেছে ইউনিসেফ। প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় এসব জিনিস ছাড়া নানান অসুখ, অপুষ্টি এবং অন্যান্য প্রতিরোধযোগ্য পরিস্থিতি আরও বাড়বে। বাড়তে পারে শিশুমৃত্যুর সংখ্যা।

গত ১৮ মার্চ থেকে ইসরায়েলের দেওয়া বাস্তুচ্যুতির আদেশ এবং নির্বিচার বোমা হামলার কারণে বন্ধ হয়ে যায় গাজার ২১টি চিকিৎসাকেন্দ্র। এসব কেন্দ্রে অপুষ্টিজনিত কারণে চিকিৎসাধীন ছিল ৩৫০ ফিলিস্তিনি শিশু। চিকিৎসাকেন্দ্র বন্ধ হওয়ায় এসব শিশুর স্বাস্থ্যগত ভবিষ্যৎ এখন অনিশ্চিত ও প্রাণঘাতী হয়ে পড়েছে বলেও জানিয়েছে ইউনিসেফ।

আরও পড়ুনগাজায় এ পর্যন্ত ৩৫টি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল৪ ঘণ্টা আগে

আন্তর্জাতিক সংস্থাটি ধারণা করছে যে মধ্য ও দক্ষিণ গাজায় পরিপূরক শিশুখাদ্যের সংগ্রহ কমে গেছে। এখন এসব এলাকায় মাত্র ৪০০ নবজাতক শিশুকে খাওয়ানোর মতো ‘রেডি টু ইউজ’ ইনফ্যান্ট ফর্মুলা বা প্রস্তুতকৃত শিশুখাদ্য মজুত রয়েছে। ইউনিসেফ বলছে, দ্রুততম সময়ে গাজায় ছয় মাসের কম বয়সী প্রায় ১০ হাজার শিশুর জন্য শিশুখাদ্য পাঠাতে না পারলে, খাদ্যের অভাবে পরিবারগুলো অনিরাপদ পানি দিয়ে শিশুদের জন্য বিকল্প খাবার তৈরি করতে বাধ্য হবে।

আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় নিজেদের দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্য রেখে যেন অন্তত গাজাবাসীর মৌলিক চাহিদাগুলো পূরণ নিশ্চিত করা হয়।—এডুয়ার্ড বেইগবিডার, ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আঞ্চলিক পরিচালক।

শুধু তা–ই নয়, চলমান সংঘাত ও বাস্তুচ্যুতির কারণে গাজায় বিভিন্ন মানসিক স্বাস্থ্য ও মনঃসামাজিক সহায়তা, শিশুদের সুরক্ষাবিষয়ক নানান কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছে ইউনিসেফ। সংস্থাটি বলছে, অবরোধের কারণে এক হাজার বিশেষভাবে সক্ষম শিশুর জন্য অন্তর্ভুক্তিমূলক খেলাধুলার সামগ্রী সরবরাহ করাও সম্ভব হয়নি।

আরও পড়ুনগাজার হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা৮ ঘণ্টা আগেইসরায়েলের বোমার আঘাতে গাজায় প্রাণ হারিয়েছেন স্বজনেরা। সেই শোকে হতবাক এক ফিলিস্তিনি শিশুর চোখে জল। তাকে বুকে জড়িয়ে রেখেছেন এক নারী.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য় ল র ইউন স ফ র দ র জন য প রব শ

এছাড়াও পড়ুন:

সুন্দরবনে হরিণ শিকারে যাওয়া ব্যক্তির লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

সুন্দরবনে হরিণ শিকার করে মাংস নিয়ে ফেরার সময় বনরক্ষীদের তাড়া খেয়ে নৌকায় মাংস রেখে নদীতে ঝাঁপ দেন তিন ব্যক্তি। দুজন নদী সাঁতরে লোকালয়ে ফিরলেও একজনের খোঁজ পাওয়া যায়নি তখন। পরদিন সুন্দরবনের মধ্যে খাল থেকে ওই ব্যক্তির লাশ পেয়েছেন স্বজনেরা। তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম মফিজুল সানা। বাড়ি খুলনার সুন্দরবন-সংলগ্ন দাকোপ উপজেলায়। তাঁর শ্বশুরবাড়ি খুলনার পাইকগাছায়। সেখান থেকে তিনিসহ চারজন ১৮ এপ্রিল সুন্দরবনে হরিণ শিকারে যান। ২২ এপ্রিল ফেরার পথে ওই ঘটনা ঘটে। ২৪ এপ্রিল কয়রার আওতাধীন সুন্দরবনের বেতনাখালী খালের পশ্চিম পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

বন বিভাগের হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবিত মাহমুদ প্রথম আলোকে বলেন, গত বুধবার ভোরের আলো ফোটার আগে শিবসা নদীর পূর্ব পাশের কেওড়াতলা এলাকায় অভিযান চালিয়ে নৌকা থেকে হরিণের ৪টি মাথা ও ৬০ কেজি মাংস জব্দ করা হয়েছিল। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যান শিকারিরা। তবে কারও মৃত্যু বা লাশ উদ্ধারের বিষয়ে তাঁদের জানা নেই।

এ ঘটনায় মামলা করতে গতকাল মঙ্গলবার কয়রায় আসেন নিহত মফিজুলের বাবা আবদুল মজিদ সানা। তবে থানার পুলিশ মামলা না নেওয়ায় তিনি খুলনার আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। আবদুল মজিদ সানা বলেন, ‘আমার ছেলে মফিজুল পাইকগাছা উপজেলার গড়ইখালী এলাকায় তাঁর শ্বশুরবাড়ি থেকে সুন্দরবনে গিয়েছিল। তার সঙ্গে একই নৌকায় ওই এলাকার মিজান গাজী, রুহুল কুদ্দুস মোড়ল ও বাদশা গাজী ছিলেন। পরে ২২ এপ্রিল রাতে তাঁদের কয়েকজন বাড়ি ফিরে জানান, নৌকায় হরিণের মাংস থাকায় বন বিভাগের হড্ডা টহল ফাঁড়ির বনরক্ষীরা মফিজুলকে আটক করেছে। আর তাঁরা পালিয়ে এসেছেন।’

আবদুল মজিদ আরও বলেন, পরে বন বিভাগে খোঁজ নিলে তাঁরা জানান, কোনো আসামি ধরেননি তাঁরা। ২৪ এপ্রিল সুন্দরবনের বেতনাখালী খালের পশ্চিম পাড় থেকে ছেলের লাশ উদ্ধার করা হয়। শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। হাত ও পায়ে রশি দিয়ে বাঁধার চিহ্ন স্পষ্ট। এখন তাঁর ছেলের মৃত্যুতে কে বা কারা জড়িত, সেটি খতিয়ে দেখার জন্য মামলা করতে এসেছেন।

তবে মামলা না নেওয়ার বিষয়টি অস্বীকার করে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, এমন কোনো অভিযোগ নিয়ে কেউ মামলা করতে থানায় আসেননি। বিষয়টি তাঁর জানা নেই।

মফিজুলের সঙ্গে সুন্দরবনে যাওয়া গড়ইখালী এলাকার মিজান গাজী বলেন, ‘মফিজুলসহ আমরা চারজন সুন্দরবনে গিয়েছিলাম হরিণ শিকার করতে। বনে ফাঁদ পাতার পর হঠাৎ দেখি একদল অস্ত্রধারী ডাকাত আসছে। পালানোর সময় আমাদের সঙ্গে থাকা বাদশা গাজীকে ডাকাতেরা ধরে ফেলে। সে এখনো ডাকাতদের হাতে বন্দী। পরে আমরা তিনজন রাতের অন্ধকারে সুন্দরবনের হড্ডা টহল ফাঁড়ি-সংলগ্ন শিবসা নদী ধরে লোকালয়ের দিকে আসছিলাম। তখন বনরক্ষীরা আলোর ইশারা দেয়। আমরা ভয়ে নৌকা ফেলে নদীতে ঝাঁপিয়ে পড়ি। তখন নদীতে প্রচণ্ড তুফান হচ্ছিল। আমাদের তিনজন সাঁতরে কে কোথায় যাচ্ছি বুঝিনি। পরে দুজন নদীর কিনারে পৌঁছালেও মফিজুলকে আর পাইনি। আমরা এলাকার লোকজন ডেকে অনেক খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাইনি। ভেবেছিলাম, তাকে হয়তো বনরক্ষীরা ধরে নিয়ে গেছে। এক দিন পর বনের ভেতরে জেলেদের মাধ্যমে লাশের সন্ধান পাই। তখন বনের বেতনাখালী খালের পাড় থেকে মফিজুলের লাশ উদ্ধার করা হয়।’

নিহত মফিজুলের শ্বশুর মোস্তাক গাজী বলেন, সুন্দরবন থেকে অন্যরা ফিরে এসে মফিজুলের নিখোঁজ হওয়ার খবর দেন। তিনি বন বিভাগ, আদালত সবখানে খোঁজখবর নিয়েও হদিস পাননি। এক দিন পর খবর আসে, কয়রার হড্ডা টহল ফাঁড়ি-সংলগ্ন সুন্দরবনের একটি খালে মফিজুলের লাশ ভাসছে। পরে আত্মীয়স্বজন গিয়ে লাশ এনে বাড়িতে দাফন করেছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • বাচ্চাসহ ভালুকের বিচরণ, সতর্কতা
  • সুন্দরবনে হরিণ শিকারে যাওয়া ব্যক্তির লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা