ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নেবে ২৫২৪ জন, ১টি পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ
Published: 14th, April 2025 GMT
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নিয়োগে সম্প্রতি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই প্রতিষ্ঠানে ১৪ ক্যাটাগরির পদে ২৫২৪ জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এই ১৪ ক্যাটাগরির মধ্যে ‘কপিস্ট কাম বেঞ্চ সহকারী’ পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নেবে ৪৮০ জন। এ পদের পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে হবে প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা। ২৫ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। রাজধানীর ১৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনবিটিসিএলে নবম–দশম গ্রেডে নিয়োগ, ১৩১ পদের পুনরায় বিজ্ঞপ্তি১০ এপ্রিল ২০২৫১৭ এপ্রিল থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে কপিস্ট কাম বেঞ্চ পদের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রার্থীদের প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে রঙিন প্রবেশপত্রসহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।
কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
১৯টি পরীক্ষা কেন্দ্র হলো—সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা
সরকারি তিতুমীর কলেজ, মহাখালী, ঢাকা
মিরপুর কলেজ, মিরপুর, ঢাকা
মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা
বাড্ডা আলাতুন্নেছা উচ্চমাধ্যমিক বিদ্যালয়, বাড্ডা, ঢাকা
মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
মতিঝিল কলোনি উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা
ড.
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ (স্কুল ভবন), ডেমরা, ঢাকা
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ (কলেজ ভবন), ডেমরা, ঢাকা
খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও, ঢাকা
আরও পড়ুনপল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন নেবে ১৩৩০ জন, আবেদন করুন দ্রুত১৩ এপ্রিল ২০২৫সিদ্ধেশ্বরী কলেজ, রমনা, ঢাকা
তেজগাঁও মডেল হাইস্কুল, তেজগাঁও শি/এ, ঢাকা
সেন্ট্রাল উইমেন্স কলেজ, ওয়ারী, ঢাকা
বিটিসিএল আইডিয়াল স্কুল, মগবাজার, ঢাকা
খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা
খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা
মহাখালী মডেল হাইস্কুল, মহাখালী, ঢাকা এবং
খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা।
এদিকে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত অন্য পদগুলোর নিয়োগ পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে।
আরও পড়ুনটিআইবিতে নিয়োগ, বেতন ১ লাখ ৪০ হাজার১৭ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: স ক ল অ য ন ড কল জ পর ক ষ পদ র প মত ঝ ল
এছাড়াও পড়ুন:
নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কমপক্ষে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বেধে দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে অনেক কোম্পানি ব্যর্থ হওয়ায় এবং ওইসব কোম্পানির আবেদনের আলোকে সময়সীমা বাড়িয়েছে বিএসইসি।
মঙ্গলবার (২৯ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল প্রকাশিত গেজেটে এক বছর সময় দিয়ে গত ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে কমপক্ষে এক জন করে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কোম্পানি এ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। ওইসব কোম্পানি থেকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। যার আলোকে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।