ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নিয়োগে সম্প্রতি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই প্রতিষ্ঠানে ১৪ ক্যাটাগরির পদে ২৫২৪ জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এই ১৪ ক্যাটাগরির মধ্যে ‘কপিস্ট কাম বেঞ্চ সহকারী’ পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নেবে ৪৮০ জন। এ পদের পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।

কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে হবে প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা। ২৫ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। রাজধানীর ১৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনবিটিসিএলে নবম–দশম গ্রেডে নিয়োগ, ১৩১ পদের পুনরায় বিজ্ঞপ্তি১০ এপ্রিল ২০২৫

১৭ এপ্রিল থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে কপিস্ট কাম বেঞ্চ পদের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রার্থীদের প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে রঙিন প্রবেশপত্রসহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।

কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১৯টি পরীক্ষা কেন্দ্র হলো—

সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা

সরকারি তিতুমীর কলেজ, মহাখালী, ঢাকা

মিরপুর কলেজ, মিরপুর, ঢাকা

মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা

বাড্ডা আলাতুন্নেছা উচ্চমাধ্যমিক বিদ্যালয়, বাড্ডা, ঢাকা

মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

মতিঝিল কলোনি উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা

ড.

মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ডেমরা, ঢাকা

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ (স্কুল ভবন), ডেমরা, ঢাকা

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ (কলেজ ভবন), ডেমরা, ঢাকা

খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও, ঢাকা

আরও পড়ুনপল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন নেবে ১৩৩০ জন, আবেদন করুন দ্রুত১৩ এপ্রিল ২০২৫

সিদ্ধেশ্বরী কলেজ, রমনা, ঢাকা

তেজগাঁও মডেল হাইস্কুল, তেজগাঁও শি/এ, ঢাকা

সেন্ট্রাল উইমেন্স কলেজ, ওয়ারী, ঢাকা

বিটিসিএল আইডিয়াল স্কুল, মগবাজার, ঢাকা

খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা

খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা

মহাখালী মডেল হাইস্কুল, মহাখালী, ঢাকা এবং

খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা।

এদিকে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত অন্য পদগুলোর নিয়োগ পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে।

আরও পড়ুনটিআইবিতে নিয়োগ, বেতন ১ লাখ ৪০ হাজার১৭ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ক ল অ য ন ড কল জ পর ক ষ পদ র প মত ঝ ল

এছাড়াও পড়ুন:

শ্রম আইনের সংশোধন কবে হবে, তা বলছে না শ্রম মন্ত্রণালয়

শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ কবে হবে, সে বিষয়ে আর সময়সীমার কথা বলছে না শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। গত নভেম্বর মাসে এই মন্ত্রণালয় বলেছিল, ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে এ অধ্যাদেশ হবে। মার্চ শেষে এপ্রিলও শেষ হচ্ছে আজ বুধবার।

সচিবালয়ে আজ ‘মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫’ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংবাদ সম্মেলন আয়োজন করে। অনুষ্ঠানে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, আইন সংশোধনীর ক্ষেত্রে সময়সীমা থাকার পক্ষে নন তিনি। শ্রমিক–মালিকদের স্বার্থ রক্ষাসহ শিগগিরই তা করা হবে। বিষয়টি এখন কোন প্রক্রিয়ায় আছে, তা বলতে রাজি হননি শ্রম উপদেষ্টা।

শ্রম উপদেষ্টা বলেন, এবারের দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’। তিনি আরও বলেন, ‘একসময় স্লোগান ছিল দুনিয়ার মজদুর, এক হও।’ এখন তা বদলে গেছে। এখন হবে ‘দুনিয়ার মালিক-শ্রমিক, এক হও’। এখন ভালো মালিকেরা শ্রমিকদের সন্তানের মতো মনে করেন।

প্রস্তাবিত অধ্যাদেশে ১০১টি ধারা ও উপধারা সংশোধন হবে। সুইজারল্যান্ডের জেনেভায় ১০ থেকে ২০ মার্চ অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়।

আইএলওর বৈঠকে যোগ দিতে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নেতৃত্বে যে দলটি জেনেভা সফর করে, সেখানে শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর, যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন সরকার ও শ্রম উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম ছিলেন।

এর আগে গত বছরের ১০ নভেম্বর তৎকালীন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান আইএলওর গভর্নিং বডির বৈঠক থেকে দেশে ফিরে সাংবাদিকদের জানিয়েছিলেন, মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন হবে। উপদেষ্টা তখন এ–ও বলেছিলেন, আগের সরকারের আইনমন্ত্রীর (আনিসুল হক) নেতৃত্বাধীন দলকে আইএলও পর্ষদে অপদস্থ করা হয়েছিল। অথচ এবারের চিত্র ছিল ভিন্ন। বাংলাদেশের পদক্ষেপগুলো নিয়ে বরং প্রশংসা করা হয়েছে। কয়েকটি দেশ বাংলাদেশের বিরুদ্ধে হওয়া মামলাগুলো তুলে নেওয়ার কথাও বলেছিল।

জানা গেছে, শ্রম অধিকার বাস্তবায়নে ঘাটতির অভিযোগ এনে জাপানসহ ছয়টি দেশের পক্ষ থেকে আইএলওতে বাংলাদেশের বিরুদ্ধে মামলা রয়েছে। মামলাগুলো চলমান।

আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাত মিলিয়ে দেশে ৭ কোটি ৬৫ লাখ শ্রমিক রয়েছে। এদিকে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদকে (টিসিসি) শ্রমিকপক্ষ জানিয়েছে, আইন সংশোধনের সময় সব শ্রমিকের কথা মাথায় না রেখে প্রধানত পোশাক খাতের শ্রমিকদের কথা বিবেচনা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মে দিবস আর জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সকালে রাজধানীতে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়, কলেজ–স্কুল পর্যায়ে রচনা ও প্রবন্ধ লেখার ওপরে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।

এ ছাড়া শ্রম অধিকার বিষয়ে প্রকাশিত বা প্রচারিত মানসম্মত সংবাদ বা স্থিরচিত্র যাচাই করে সাংবাদিক ও চিত্রগ্রাহকদের দেওয়া হবে পুরস্কার।

সম্পর্কিত নিবন্ধ

  • অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়নের সময় বাড়লো
  • শ্রম আইনের সংশোধন কবে হবে, তা বলছে না শ্রম মন্ত্রণালয়
  • চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল পর্বের সময়সূচি