দেশের বাজারে আবার রেকর্ড ছুঁয়েছে সোনার দাম। এ দফায় ভরিপ্রতি দাম বেড়েছে ৩ হাজার ৩৩ টাকা। তাতে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকায়। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন করে সোনার দাম বাড়ানোর কথা জানায়। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় নতুন করে আবার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

সর্বশেষ গত রোববার সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৩৮ টাকা কমিয়েছিল জুয়েলার্স সমিতি। তাতে প্রতি ভরি সোনার দাম কমে হয় ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা। এ দামেই আজ পর্যন্ত সোনা বিক্রি হয়েছে। এর আগে ১২ এপ্রিল মূল্যবৃদ্ধির পরে সোনার ভরি সর্বোচ্চ ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকায় উঠেছিল। এত দিন দেশের বাজারে সেটিই ছিল সোনার সর্বোচ্চ দাম।

বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে আগামীকাল থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৫ হাজার ১৭৪ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ১১ হাজার ৬৬০ টাকায়।

এদিকে আজ পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট সোনা ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩২ হাজার ৬৯০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৯ হাজার ৫৩৭ টাকায় বিক্রি হয়েছে।

সেই হিসাবে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৮৯২ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ২ হাজার ১২৩ টাকা দাম বাড়বে।

এদিকে যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের প্রেক্ষাপটে বিশ্ববাজারে সোনার দামে অস্থিরতা তৈরি হয়েছে। সোনার দামে বড় ধরনের উত্থান ও পতন দেখা যাচ্ছে। সর্বশেষ চলতি সপ্তাহে বিশ্ববাজারে প্রথমবার প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৩০০ ডলারের মাইলফলক স্পর্শ করেছে।

সোনার দামবিষয়ক ওয়েবসাইট গোল্ড প্রাইসের তথ্য অনুসারে, আজ বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম উঠেছে সর্বোচ্চ ৩ হাজার ৩১৬ মার্কিন ডলারে। ৮ এপ্রিল এ দাম ছিল ২ হাজার ৯৮০ ডলার। আর আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়ছে। দেশে মূল্যবৃদ্ধির জন্য তেজাবি সোনার মূল্যবৃদ্ধির কথা বললেও মূলত বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় দেশেও দাম বাড়ানো হয়েছে বলে জানান বেশ কয়েকজন স্বর্ণ ব্যবসায়ী। এদিকে দফায় দফায় সোনার দাম বেড়ে রেকর্ড উচ্চতায় উঠে যাওয়ায় সোনার বেচাকেনা কমে গেছে বলে জানান স্বর্ণ ব্যবসায়ীরা। ক্রেতারাও বাধ্য না হলে সোনার দোকানে যাচ্ছেন না।

জানতে চাইলে জুয়েলার্স সমিতির সহসভাপতি মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করায় বৈশ্বিক বাণিজ্যে একধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এ জন্য বিশ্ববাজারে সোনার দামও বেড়ে চলেছে। বৈশ্বিক বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করতে হচ্ছে। তা না হলে বাংলাদেশ থেকে সোনা পাচার হওয়ার শঙ্কা রয়েছে।

এভাবে দাম বাড়তে থাকলে সোনার ভরি দুই লাখ ছোঁবে কি না, জানতে চাইলে মাসুদুর রহমান বলেন, ‘সোনার ভরি দুই লাখ টাকা হবে কি না, সেটি এখনই বলা যাচ্ছে না। আমাদের প্রত্যাশা শিগগিরই বৈশ্বিক বাজারের অনিশ্চয়তা কেটে যাবে।’

সোনার মূল্যবৃদ্ধির কারণে দেশের জুয়েলারি প্রতিষ্ঠানের ব্যবসা কেমন, জানতে চাইলে মাসুদুর রহমান বলেন, সোনার দাম বেড়ে যাওয়ায় দুই মাস ধরে জুয়েলারি প্রতিষ্ঠানের ব্যবসা স্বাভাবিক সময়ের তুলনায় ৭০ শতাংশ কমে গেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ২২ ক য র ট ব যবস

এছাড়াও পড়ুন:

গাজীপুরের ছয়টি আসনের ৪টিতে বিএনপির প্রার্থী হলেন যারা

গাজীপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি জানান, গাজীপুর-১ ও গাজীপুর-৬ আসনের প্রার্থীদের নাম পরে জানানো হবে। 

আরো পড়ুন:

বিএনপির প্রার্থী ঘোষণা হয়নি ঢাকা-২০ আসনে, অপেক্ষায় ৪ নেতা

চাঁপাইনবাবগঞ্জে অভিজ্ঞদের ওপর আস্থা রাখল বিএনপি

গাজীপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন- গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম. মঞ্জুরুল করিম রনি। গাজীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। গাজীপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান এবং গাজীপুর-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

মির্জা ফখরুল বলেন, “যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া, শরিক দলের জন্য কিছু আসন খালি রাখা হয়েছে।”

এর আগে, দুপুরে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী সেই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে আনুষ্ঠানিক তফসিল।

এদিকে প্রার্থী ঘোষণার খবর পেয়ে গাজীপুর মহানগরসহ জেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। তবে গাজীপুর-৫ আসনে দলীয় মনোনয়ন পাওয়া জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন তানিয়া দলীয় নেতাকর্মীদের আনন্দ মিছিল করা থেকে বিরত থাকার অনুরোধ করেছেন।

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ