উইকেটটা তাইজুল ইসলাম নিজেও পেতে পারতেন। কিন্তু হাতের মুঠোয় পাওয়া লোপ্পা সুযোগ নিতে পারেননি সাদমান ইসলাম। নিজের বোলিংয়ে তাইজুল উইকেট না পেলেও সতীর্থ মেহেদী হাসান মিরাজকে বঞ্চিত করেননি। এক্সট্রা কাভারে দাঁড়িয়ে অনেক উচুঁতে ওঠা বল তাইজুল মুঠোবন্দি করেন অতি সহজে। তাতে ঘরের মাঠে ২০২২ সালের পর মিরাজ পান ফাইফারের স্বাদ।

ওই উইকেট দিয়ে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিয়ে গুটিয়ে যায় ২৭৩ রানে। প্রথম ইনিংসে ১৯১ রান করা বাংলাদেশ সোমবার দ্বিতীয় দিনের শেষ বিকেলে ১৩ ওভার খেলার সুযোগ পায়। কেবল সাদমান ইসলাম সাজঘরে ফিরলেও একই পথ ধরার সুযোগ তৈরি করেছিলেন মাহমুদুল হাসান জয়ও। স্লিপে সেই সুযোগ নিতে পারেননি জিম্বাবুয়ের ফিল্ডাররা। তাতে ১ উইকেটে ৫৭ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। অতিথিদের থেকে এখনো ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ। হাতে ৯ উইকেট রেখে দ্বিতীয় ইনিংসে কত রান নিরাপদ হতে পারে?

ক্যারিয়ারের ১১তম বার ৫ উইকেটের স্বাদ পাওয়া মিরাজ জানালেন, ৩৫০ থেকে ৪০০ রান হতে পারে নিরাপদ স্কোর। জিম্বাবুয়েকে চতুর্থ ইনিংসে অন্তত ৩০০ রানের টার্গেট দিতে চায়। তাতে ম্যাচ জয় করা সম্ভব সেই প্রত্যাশার কথাও শুনিয়ে গেছেন তিনি। দিনের শেষে মিরাজের মুখে চওড়া হাসি থাকলেও এই উপলক্ষ্য তৈরি করে দিয়েছেন পেসার নাহিদ রানা। বিনা উইকেটে ৬৭ রানে দিন শুরু করা জিম্বাবুয়ে শিবিরে প্রথম সেশনে কাঁপন ধরিয়েছিলেন নাহিদ। তাকে সঙ্গ দেন দুই পেসার হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ।

আরো পড়ুন:

ইতিবাচক মানসিকতায় সর্বদা ফ্রন্ট ফুটে থাকতে চাই: সিমন্স

জাতীয় দলের বাইরে রিসোর্স কম, মনে করিয়ে দিলেন সালাউদ্দিন

নাহিদ বর্তমানে পেস বোলিংয়ের এক্স-ফ্যাক্টর। দলের অন্যতম ভরসা। গতির ঝড় তুলে নাহিদ প্রত্যাশা মিটিয়েছেন। অধিনায়ক তার কাছে ১৪০ কি.

মি.র বেশি বল চেয়েছিলেন। দিনের শুরু থেকে নাহিদ অক্ষরে অক্ষরে পালন করেছেন দলের নির্দেশনা। তাতে মিলেছেও সাফল্য। বাঁহাতি ওপেনার বেন কারেনকে শর্ট বলে শর্ট মিড উইকেটে তালুবন্দি করানোর পর ডানহাতি ব্যাটসম্যান ব্রায়ান বেনেটকে উইকেটের পেছনে আউট করেন। আক্রমণ অব্যহত রাখা হাসান উপচে ফেলেন নিক ওয়েলসের স্টাম্প।

মধ্যাহ্ন বিরতির আগে পেসার নাহিদের আরেকটি সাফল্য বাংলাদেশকে লড়াইয়ে এগিয়ে নেন। জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন তার লাফিয়ে উঠা বলে ব্যাটের খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। বাংলাদেশের আবেদনে সাড়া দেননি আম্পায়ার কাটেলবারোহ। রিভিউ নিয়ে বাংলাদেশ পায় চতুর্থ উইকেটের দেখা। প্রথম সেশনে ৬২ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশ এগিয়ে যায়।

তবে দ্বিতীয় সেশনে অতিথিরা জবাব দেয়। ২ উইকেট হারিয়ে তোলে ৮০ রান। তবে বাংলাদেশের বিপদ বড় বাড়েনি। কেননা শন উইলিয়ামস ও ওয়েসলি মাধভেরেকে ফেরাতে পেরেছিল। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করা উইলিয়ামস পথ ভুললেন ভুল শটে। মিরাজকে এগিয়ে এসে শট খেললেন। লং অনে তোলা বল সহজে নিয়ে নেন জয়। মিরাজের প্রথম সাফল্যে ডুব দেওয়ার আগে খালেদ উপচে ফেলেন মাধভেরের উইকেট।

দ্বিতীয় সেশনের বাকি সময়টা উইকেটরক্ষক ব্যাটসম্যান মায়াভো ও ওয়েলিংটন মাসাকাদজা কাটিয়ে দেন। বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে চলে গেলে শেষ সেশনে ঠিকই ৪ উইকেট নেয় প্রথম ঘণ্টায়। সবকটিই নেন মিরাজ। তাতে লিড শতরান ছুঁতে দেয়নি বাংলাদেশ। মিরাজ ৫২ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে লড়াইয়ে ফেরালেও ব্যাটিংয়ে আবার ডুবতে বসেছিল। পেসার মুজারাবানির বলে মাত্র ৪ রানে সাদমান আবার উইকেটের পেছনে ক্যাচ দেন। তাতে ১৩ রানে উদ্বোধনী জুটি ভাঙে বাংলাদেশের। ২৮ রান করা জয়ও ফিরতে পারতেন। কিন্তু দুইবার স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যান। তার সঙ্গে ১৫ রানে অপরাজিত আছেন মুমিনুল। স্কোরবোর্ডে রান ৫৭।

বাংলাদেশের লক্ষ্য দ্বিতীয় ইনিংসে ভালো কিছু করে ম্যাচটা জেতার। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতা ভুলে দ্বিতীয় ইনিংসে কামব্যাক করতে পারে কিনা সেটাই দেখার। দিনের শেষটা মিরাজময় হয়ে থাকলেও নাহিদের শুরুর আক্রমণেই হাসি ফুটেছে বাংলাদেশ শিবিরে। তার শুরুর গতির ঝড় ও ৩ উইকেটই দিয়েছে বড় ধাক্কা। একদিক থেকে তিন পেসারের নিয়ন্ত্রিত বোলিং। আরেক প্রান্তে তাদের সঙ্গে তাল-লয় মেনে বোলিং করে যাওয়া এক স্পিনার। চতুষ্টয়ের এই আক্রমণে আড়াল হয়েছে আরেক স্পিনার তাইজুলের নির্বিষ পারফরম্যান্স। দ্বিতীয় ইনিংসে তার বোলিং কার্যকারী হলে সাফল্য আসতে কতক্ষণ?

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ ব ত য় ইন উইক ট ন উইক ট র স ফল য ত ইজ ল প রথম

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে অঝোরে বৃষ্টি, রাস্তায় পানি, আশঙ্কা পাহাড়ধসের

চট্টগ্রাম নগরে আজ বৃহস্পতিবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এ কারণে নগরের কয়েকটি এলাকায় পানি জমে গেছে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভোর পাঁচটার দিকে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়। সকাল ৯টা নাগাদ বৃষ্টির তীব্রতা বেড়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি ঝরছে।

টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের সড়কগুলোয় যানবাহনের সংখ্যা বেশ কম দেখা গেছে। ব্যস্ততম মোড়গুলোয় যাত্রীর অপেক্ষায় থাকা সিএনজিচালিত অটোরিকশা আর রিকশাও ছিল কম। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষজন। এ ছাড়া সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে যেতে যেসব অভিভাবক বাইরে বের হয়েছেন, তাঁদেরও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘ সময় পর যানবাহন পেলেও অনেকে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে ছোটেন।

আবহাওয়ায় অধিদপ্তরের চট্টগ্রামের পতেঙ্গা কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা) চট্টগ্রামে ৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও দুই থেকে তিন দিন বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড় ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন সড়কে পানি জমেছে। এ কে খান সি–গেট এলাকা, চট্টগ্রাম, ৩১ জুলাই, সকাল সাড়ে ১০টায় তোলা

সম্পর্কিত নিবন্ধ