‘আপা, এখনো জাদুঘরে?’

বরেন্দ্র গবেষণা জাদুঘরের এক কর্মকর্তার প্রশ্নে সংবিৎ ফিরে পাই। তাই তো, সেই কখন ঢুকেছি! ঘড়িতে দেখি, প্রায় চার ঘণ্টা পেরিয়ে গেছে। অথচ এখনো অনেক কিছু দেখা বাকি!

২০২৪–এর ডিসেম্বরের শুরুতে গিয়েছিলাম রাজশাহী। জাদুঘরটি ঘুরে মনে হলো, বাংলাদেশের জাদুঘরটি শুধু প্রতিষ্ঠার দিক থেকেই প্রথম নয়, প্রত্নসম্পদ ও সমৃদ্ধিতেও সেরা। হবে নাই–বা কেন। রাজশাহীর ইতিহাস কি আজকের! রেশম চাষে রাজশাহীর খ্যাতি একসময় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। রেশম চাষের জন্য আঠারো শতকের দিকে এই অঞ্চলে এসেছিল ওলন্দাজরা। রাজশাহী শহর ও শহর থেকে অদূরে সারদা পুলিশ একাডেমিতে ডাচ স্থাপত্যের অল্প কিছু নিদর্শন এখনো রয়ে গেছে। আছে ফরাসি নীলকুঠি, ইংরেজ নীলকুঠির কিছু ভবন। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন বাঘা মসজিদ, পুঠিয়া রাজবাড়ি দেখে যেকোনো পর্যটকই আপ্লুত হবেন। তবে রাজশাহী নগরীর পুরোনো খ্রিষ্টান সমাধিভূমি দেখতে ভুলবেন না।

রাজশাহীর মতো উত্তরবঙ্গের ১৬টি জেলাই ঐতিহ্যে সমৃদ্ধ। আর আমার কাছে তো গোটা উত্তরবঙ্গই বাংলাদেশের ‘হেরিটেজ জোন’। কী নেই এই অঞ্চলে—প্রাচীন নগরী, শত শত বছরের পুরোনো উপাসনালয়, আদি আমলের শিক্ষাপ্রতিষ্ঠান, শাসকদের স্থাপনা।

ঠাকুরগাঁওয়ে প্রায় দুই বিঘা জমিজুড়ে রয়েছে এই লতা সূর্যপুরী আমগাছ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উত্তরাঞ্চলের জন্য কাঙ্খিত বাজেট চেয়ে সড়ক অবরোধ, আল্টিমেটাম

উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠনসহ দুই দাবিতে রংপুরের মর্ডান মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন। একই সঙ্গে তারা দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

আজ দুপুরে ‘বেরোবি ও উত্তরাঞ্চলের ছাত্র জনতা’র ব্যানারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তারা উত্তরাঞ্চলের প্রবেশদ্বার মর্ডান মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন। এসময় সড়কের দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

আরো পড়ুন:

‘বাগছাসে জেন্টলম্যান পলিটিক্স নাই’ জানিয়ে ঢাবি নেতার পদত্যাগ

২৮ আসন ফাঁকা রেখেই কুবির ভর্তি সম্পন্ন

শিক্ষার্থীদের দুই দাবি হলো-
১. উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন।
২. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রতিবছর বাজেটে রংপুরসহ উত্তরাঞ্চল অবহেলিতই থেকে যাচ্ছে। সিটি করপোরেশন থেকে শুরু করে শহীদ আবু সাঈদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবখানেই বাজেট বৈষম্য প্রকট। এবারের বাজেটেও এই চিত্রের ব্যতিক্রম হয়নি। 

এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বর্জনের ঘোষণা দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

আন্দোলনের সমন্বয়কারী শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, “আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে দাবির বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে আবু সাঈদের সহপাঠীরা আরো কঠোর কর্মসূচি যেমন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার মর্ডার্ন ব্লকেটসহ অসহযোগ আন্দোলন ঘোষণা করব।”

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বেরোবির শিক্ষার্থী আশিকুর রহমান আশিক, রহমত আলী, শামসুর রহমান সুমনসহ আরো অনেকে।

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • কাঙ্খিত বাজেট চেয়ে বেরোবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ৪৮ ঘণ্টার আ
  • উত্তরাঞ্চলের জন্য কাঙ্খিত বাজেট চেয়ে সড়ক অবরোধ, আল্টিমেটাম