প্রথমবার ব্রি ১০৪ জাতের ধান চাষ করে বাজিমাত করেছেন আখাউড়ার ধান চাষিরা। ফলন বেশি হওয়ায় হৈ চৈ পড়েছে কৃষকদের মাঝে। চলতি মৌসুমে পরীক্ষামূলকভাবে ব্রি ১০৪ জাতের ধান আবাদ করে কৃষকরাও খুশি। জমির পাশ দিয়ে হেঁটে গেলেই নাকে লাগছে ধানের সুগন্ধ। সেই সাথে সুগন্ধ চড়াচ্ছে মাঠজুড়ে। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। তবে এ জাতের ধান শুরু থেকে কাটা পর্যন্ত মোট ১৪৭ দিন সময় লাগছে কৃষকের গোলায় উঠতে। উচ্চফলনশীল ব্রি-১০৪ জাতের ধানে বিঘা প্রতি ২২ থেকে ২৫ মণ ফলন পাচ্ছেন কৃষকরা।

আখাউড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এই প্রথম আখাউড়ায় বীজ উৎপাদনের প্রদর্শনী হিসেবে কৃষি অফিসের সহায়তায় ব্রি ধান ১০৪ জাতের ধান আবাদ করে কৃষকরা। চলতি মৌসুমে এ উপজেলায় ৫ হাজার ৭ শত হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

প্রাথমিকভাবে ব্রি ১০৪ জাতের ধান ৭ হেক্টর জমিতে আবাদ হয়। এর মধ্যে কৃষকদের প্রদর্শনী রয়েছে দুটি। মৌসুমের শুরু থেকেই আবহাওয়া ও প্রকৃতি ধান চাষের অনুকূলে থাকায় মাঠে তেমন কোনো রোগ-বালাইয়ের আক্রমণ দেখা যায়নি। আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে ফলন ভাল হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকদের মাঝে ১০৪ জাতের ধান বেশ সাড়া ফেলেছে। এ ধানের সুগন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। সুগন্ধযুক্ত এই ধান চিকন, ফলন ও বাজারদর ভালো হওয়ায় লাভবান হচ্ছে কৃষক।

সরজমিনে উপজেলার মোগড়া, মনিয়ন্দ, ধরখার এলাকায় গিয়ে দেখা যায় যে, এখনো কিছু জমিতে ব্রি ১০৪ ধান গাছ বাতাসে খেলে দোলে ঝুলছে। মাঠে মাঠে বিস্তীর্ণ এলাকাজুড়ে সোনালী ধানের সমারোহ হয়ে আছে। কাঁচা-পাকা সোনা রঙের মন জুড়ানো ধানের শিষ হাওয়ায় দোল খাচ্ছে। ইতোমধ্যে জমিতে ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পর করছেন কৃষক-কৃষাণীরা। কথা হয়ে উপজেলার ধরখারের নাজমুল হকের সাথে।

তিনি বলেন, কৃষি অফিসের সহায়তায় এ মৌসুমে ২ বিঘা জমিতে পরীক্ষা মূলক ১০৪ জাতের ধান আবাদ করি। সরকার থেকে নগদ টাকা, বিনামূল্যে বীজ ও সার পেয়েছি। ইতোমধ্যে ধান কাটা হয়েছে। বিঘায় ধান পেয়েছি ২৪ মণ। এই জমির ভালো ফলন দেখে বিভিন্ন জায়গা থেকে কৃষক আসছে এই ধানের বীজ নিতে। আগামীতে আরও বেশি জমিতে এই ব্রি ধান-১০৪ রোপণ করা হবে বলে জানায়।

আরেক কৃষক মুছা মিয়া বলেন, শুরুতে এ ধানের ফলন নিয়ে চিন্তিত থাকলেও তা দূর হয়েছে। জমির পাশ দিয়ে হেঁটে গেলেই সুগন্ধ পাওয়া যায়। এটি সুগন্ধি জাত ও বাসমতী বৈশিষ্ট্য। জমির ধান পেকে গেছে দুয়েক দিনের মধ্যে কাটা হবে।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা.

তানিয়া তাবাসসুম বলেন, এবার পরীক্ষামূলক ৭ হেক্টর জমিতে ব্রি ১০৪ আবাদ করা হয়। এ জাতটি উচ্চ ফলনশীল। অ্যারোমেটিক পদার্থ থাকায় জমির পাশ দিয়ে হেঁটে গেলেই সুগন্ধ পাওয়া যায়। অন্য ধানের চাইতে ফলন ভালো হয়। এটি চিকন ও প্রিমিয়ার কোয়ালিটি। এটা খুবই লাভজনক ধান। তাই এ জাতীয় ধান চাষ করতে উপজেলার কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র হ মণব ড় য় ১০৪ জ ত র ধ ন ক ষকদ র উপজ ল

এছাড়াও পড়ুন:

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।    

কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।  

সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
  • ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, কে হবে নতুন নারী বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন
  • বিশ্বকাপ ফাইনালের প্রতি টিকিটের দাম দেড় লাখ টাকার বেশি
  • গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই