প্রথমবার ব্রি ১০৪ জাতের ধান চাষ করে বাজিমাত করেছেন আখাউড়ার ধান চাষিরা। ফলন বেশি হওয়ায় হৈ চৈ পড়েছে কৃষকদের মাঝে। চলতি মৌসুমে পরীক্ষামূলকভাবে ব্রি ১০৪ জাতের ধান আবাদ করে কৃষকরাও খুশি। জমির পাশ দিয়ে হেঁটে গেলেই নাকে লাগছে ধানের সুগন্ধ। সেই সাথে সুগন্ধ চড়াচ্ছে মাঠজুড়ে। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। তবে এ জাতের ধান শুরু থেকে কাটা পর্যন্ত মোট ১৪৭ দিন সময় লাগছে কৃষকের গোলায় উঠতে। উচ্চফলনশীল ব্রি-১০৪ জাতের ধানে বিঘা প্রতি ২২ থেকে ২৫ মণ ফলন পাচ্ছেন কৃষকরা।

আখাউড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এই প্রথম আখাউড়ায় বীজ উৎপাদনের প্রদর্শনী হিসেবে কৃষি অফিসের সহায়তায় ব্রি ধান ১০৪ জাতের ধান আবাদ করে কৃষকরা। চলতি মৌসুমে এ উপজেলায় ৫ হাজার ৭ শত হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

প্রাথমিকভাবে ব্রি ১০৪ জাতের ধান ৭ হেক্টর জমিতে আবাদ হয়। এর মধ্যে কৃষকদের প্রদর্শনী রয়েছে দুটি। মৌসুমের শুরু থেকেই আবহাওয়া ও প্রকৃতি ধান চাষের অনুকূলে থাকায় মাঠে তেমন কোনো রোগ-বালাইয়ের আক্রমণ দেখা যায়নি। আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে ফলন ভাল হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকদের মাঝে ১০৪ জাতের ধান বেশ সাড়া ফেলেছে। এ ধানের সুগন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। সুগন্ধযুক্ত এই ধান চিকন, ফলন ও বাজারদর ভালো হওয়ায় লাভবান হচ্ছে কৃষক।

সরজমিনে উপজেলার মোগড়া, মনিয়ন্দ, ধরখার এলাকায় গিয়ে দেখা যায় যে, এখনো কিছু জমিতে ব্রি ১০৪ ধান গাছ বাতাসে খেলে দোলে ঝুলছে। মাঠে মাঠে বিস্তীর্ণ এলাকাজুড়ে সোনালী ধানের সমারোহ হয়ে আছে। কাঁচা-পাকা সোনা রঙের মন জুড়ানো ধানের শিষ হাওয়ায় দোল খাচ্ছে। ইতোমধ্যে জমিতে ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পর করছেন কৃষক-কৃষাণীরা। কথা হয়ে উপজেলার ধরখারের নাজমুল হকের সাথে।

তিনি বলেন, কৃষি অফিসের সহায়তায় এ মৌসুমে ২ বিঘা জমিতে পরীক্ষা মূলক ১০৪ জাতের ধান আবাদ করি। সরকার থেকে নগদ টাকা, বিনামূল্যে বীজ ও সার পেয়েছি। ইতোমধ্যে ধান কাটা হয়েছে। বিঘায় ধান পেয়েছি ২৪ মণ। এই জমির ভালো ফলন দেখে বিভিন্ন জায়গা থেকে কৃষক আসছে এই ধানের বীজ নিতে। আগামীতে আরও বেশি জমিতে এই ব্রি ধান-১০৪ রোপণ করা হবে বলে জানায়।

আরেক কৃষক মুছা মিয়া বলেন, শুরুতে এ ধানের ফলন নিয়ে চিন্তিত থাকলেও তা দূর হয়েছে। জমির পাশ দিয়ে হেঁটে গেলেই সুগন্ধ পাওয়া যায়। এটি সুগন্ধি জাত ও বাসমতী বৈশিষ্ট্য। জমির ধান পেকে গেছে দুয়েক দিনের মধ্যে কাটা হবে।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা.

তানিয়া তাবাসসুম বলেন, এবার পরীক্ষামূলক ৭ হেক্টর জমিতে ব্রি ১০৪ আবাদ করা হয়। এ জাতটি উচ্চ ফলনশীল। অ্যারোমেটিক পদার্থ থাকায় জমির পাশ দিয়ে হেঁটে গেলেই সুগন্ধ পাওয়া যায়। অন্য ধানের চাইতে ফলন ভালো হয়। এটি চিকন ও প্রিমিয়ার কোয়ালিটি। এটা খুবই লাভজনক ধান। তাই এ জাতীয় ধান চাষ করতে উপজেলার কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র হ মণব ড় য় ১০৪ জ ত র ধ ন ক ষকদ র উপজ ল

এছাড়াও পড়ুন:

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআই প্রধান

পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক।  

বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআই-এর বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। 

গত মঙ্গলবার মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেনারেল মালিক আইএসআই মহাপরিচালক হিসেবে তার বর্তমান পদও বহাল রাখবেন। তিনি সেপ্টেম্বর ২০২৪ থেকে এই পদে আছেন। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন কর্মরত আইএসআই প্রধান একই সঙ্গে এনএসএ হিসেবে দায়িত্ব পালন করবেন। সাম্প্রতিক পেহেলগাম হামলার পর ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই নিয়োগ এল।

২০২২ সালের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এনএসএ-এর পদটি শূন্য ছিল। সে সময় মঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে গেল বাংলাদেশ
  • কমলার অভিযোগ: আধুনিক মার্কিন প্রেসিডেন্টের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট তৈরি করেছেন ট্রাম্প
  • লর্ডসে ফাইনাল, ভেন্যু ও সময় ঘোষণা করল আইসিসি
  • পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও আইএসআই প্রধান মালিক
  • মায়ামির স্বপ্নভঙ্গ, ইতিহাস গড়লো ভ্যানকুভার এফসি
  • পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআই প্রধান
  • দেশ গড়ার নায়কদের জন্য ফ্লাইট এক্সপার্টের বিশেষ উদ্যোগ
  • প্রথমবারের মতো দেশে সংযোজিত এসইউভি গাড়ি আনল প্রোটন
  • এক সপ্তাহে এভারেস্ট জয় কি সত্যিই সম্ভব