কক্সবাজারে উড়োজাহাজ লক্ষ্য করে ফুটবল নিক্ষেপ, ভিডিও ভাইরাল
Published: 3rd, May 2025 GMT
কক্সবাজার সমুদ্র সৈকতে উড়োজাহাজ লক্ষ্য করে ফুটবল নিক্ষেপের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৩ মে) ফেসবুকে ১৪ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়।
ভিডিওতে দেখা গেছে, সমুদ্র সৈকত থেকে এক তরুণ পা দিয়ে একটি ফুটবল উড়োজাহাজের দিকে ছুড়ে মারেন। আশপাশে আরো কয়েকজন তরুণ রয়েছেন। ফুটবলকে অনুসরণ করে ক্যামেরাটি। ভিডিওটি দেখে মনে হচ্ছিল, বলটি উড়োজাহাজের অবস্থান থেকে আরো ওপরে উঠে গেছে এবং পরে নিচে পড়ে যায়। ভিডিওটি কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকতের উত্তর পাশে সিগাল পয়েন্টে ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরো পড়ুন:
পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় এয়ার ইন্ডিয়ার ৬০ কোটি ডলার ক্ষতির আশঙ্কা
উপদেষ্টা বশিরউদ্দীন
স্বৈরাচারী সরকার দেশের উৎপাদনশীলতাকে ঝুঁকির মুখে ফেলে গেছে
এ বিষয়ে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা গণমাধ্যমকে বলেন, “উড়োজাহাজ সাধারণত বিমানবন্দর দিয়ে উড্ডয়নের সময় সমুদ্র সৈকতের প্রায় এক হাজার ৪০০ মিটার ওপর দিয়ে যায়। অবতরণের সময় প্রায় এক হাজার মিটার উচ্চতায় থাকে। সেক্ষেত্রে বালুচর থেকে ছুড়ে মারা কোনো ফুটবল উড়োজাহাজের কাছে পৌঁছানোর সুযোগ নেই।”
গোলাম মোর্তজা আরো বলেন, “উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে সমুদ্র সৈকত এলাকায় ড্রোন ওড়ানো ও আকাশে আতশবাজি নিক্ষেপসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ। উড়ন্ত উড়োজাহাজ লক্ষ্য করে ফুটবল ছুড়ে মারা বা অন্য কোনো কিছু নিক্ষেপ করার বিষয়ে সবার সতর্ক থাকা উচিত।”
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কখনো ভাবিনি বিয়ে পর সব ছাড়তে হবে: মাধুরী
১৯৯৯ সালে ক্যারিয়ার তুঙ্গে থাকাকালীন হঠাৎ করেই বিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন মাধুরী দীক্ষিত। আমেরিকার হৃদরোগ বিশেষজ্ঞ শ্রীরাম নেনেকে বিয়ে করার পর হঠাৎ করেই বলিউডের ঝলমলে দুনিয়া থেকে দূরে সরে যান মাধুরী। মাধুরীর এইভাবে হঠাৎ বিয়ে করে বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্তের কথা শুনে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। যদিও এখন তাঁরা দুজনেই ভারতে ফিরে এসেছেন এবং মাধুরী পুনরায় ফিরেছেন বলিউডে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলিউডের বিনোদনভিত্তিক সাইট কইমই সেই সাক্ষাৎকার ধরে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে মাধুরী বলেন, "আমি কখনো ভাবিনি যে বিয়ে করার মানেই সব কিছু ছেড়ে দিতে হবে। কিন্তু আমি এমন একজনকে বিয়ে করেছি, যার সঙ্গে আমি জীবনের সম্পূর্ণ ভিন্ন একটা যাত্রায় পা রাখলাম।"
তিনি আরও জানান, “আমি তখন বলিউডের শীর্ষে ছিলাম, কিন্তু জীবনে আরও অনেক কিছু আছে, যেগুলো আমি অনুভব করতে চেয়েছিলাম। পরিবারের গুরুত্ব, ব্যক্তিগত শান্তি – এই সব কিছুর মাঝেই আমি নিজের আরেকটা পরিচয় খুঁজে পাই।”
তবে বলিউড ছাড়লেও, দর্শকদের ভালোবাসা এবং নিজের শিল্পীসত্ত্বা তাকে বেশিদিন দূরে থাকতে দেয়নি। ২০০৭ সালে 'আজা নাচলে' সিনেমার মাধ্যমে আবারও রূপালি পর্দায় ফিরেন মাধুরী দীক্ষিত। এরপরও তিনি অভিনয়, টেলিভিশন ও নাচের মাধ্যমে নিজের অনন্য উপস্থিতি বজায় রেখেছেন।