কক্সবাজার সমুদ্র সৈকতে উড়োজাহাজ লক্ষ্য করে ফুটবল নিক্ষেপের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৩ মে) ফেসবুকে ১৪ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়।

ভিডিওতে দেখা গেছে, সমুদ্র সৈকত থেকে এক তরুণ পা দিয়ে একটি ফুটবল উড়োজাহাজের দিকে ছুড়ে মারেন। আশপাশে আরো কয়েকজন তরুণ রয়েছেন। ফুটবলকে অনুসরণ করে ক্যামেরাটি। ভিডিওটি দেখে মনে হচ্ছিল, বলটি উড়োজাহাজের অবস্থান থেকে আরো ওপরে উঠে গেছে এবং পরে নিচে পড়ে যায়। ভিডিওটি কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকতের উত্তর পাশে সিগাল পয়েন্টে ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন:

পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় এয়ার ইন্ডিয়ার ৬০ কোটি ডলার ক্ষতির আশঙ্কা

উপদেষ্টা বশিরউদ্দীন
স্বৈরাচারী সরকার দেশের উৎপাদনশীলতাকে ঝুঁকির মুখে ফেলে গেছে

এ বিষয়ে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা গণমাধ্যমকে বলেন, “উড়োজাহাজ সাধারণত বিমানবন্দর দিয়ে উড্ডয়নের সময় সমুদ্র সৈকতের প্রায় এক হাজার ৪০০ মিটার ওপর দিয়ে যায়। অবতরণের সময় প্রায় এক হাজার মিটার উচ্চতায় থাকে। সেক্ষেত্রে বালুচর থেকে ছুড়ে মারা কোনো ফুটবল উড়োজাহাজের কাছে পৌঁছানোর সুযোগ নেই।”

গোলাম মোর্তজা আরো বলেন, “উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে সমুদ্র সৈকত এলাকায় ড্রোন ওড়ানো ও আকাশে আতশবাজি নিক্ষেপসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ। উড়ন্ত উড়োজাহাজ লক্ষ্য করে ফুটবল ছুড়ে মারা বা অন্য কোনো কিছু নিক্ষেপ করার বিষয়ে সবার সতর্ক থাকা উচিত।”

ঢাকা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ