রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ওই কর্মকর্তার নাম মো. মামুন-অর-রশিদ। তিনি রুয়েটের নিরাপত্তা শাখার সেকশন অফিসার। তাঁর বিরুদ্ধে নগরের বোয়ালিয়া মডেল থানায় গত ৫ আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা আছে।

রুয়েট সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট নগরের আলুপট্টি মোড়ের স্বচ্ছ টাওয়ারের সামনে ছাত্র–জনতার ওপর হামলার সঙ্গে প্রশাসনের কিছু শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। সেই ঘটনায় মামুন-অর-রশিদের বিরুদ্ধে একটি মামলা হয়। পরে আজ বেলা সাড়ে ১১টার দিতে তাঁকে রুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগারে অফিসকক্ষ থেকে আটক করা হয়। পরে স্থানীয় মতিহার থানা-পুলিশের কাছে তাঁকে সোপর্দ করে প্রশাসন। মতিহার থানা-পুলিশ যাচাই–বাছাই করে বোয়ালিয়া থানায় মামলা থাকায় তাঁকে সেখানে হস্তান্তর করে।

রুয়েটের নিরাপত্তা শাখার সহকারী পরিচালক মো.

জালাল উদ্দীন বলেন, থানায় মামলা হওয়ায় একজনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। তবে প্রশাসন হস্তান্তর করেনি। তাঁর বিরুদ্ধে মামলা থাকায় পুলিশ তাঁকে নিয়ে গেছে।

নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, রুয়েট থেকে মামুন-অর-রশিদ নামে একজনকে মতিহার থানায় হস্তান্তর করা হয়। বোয়ালিয়া থানায় মামলা থাকায় তাঁকে এখানে হস্তান্তর করা হয়েছে। পরে সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত স পর দ

এছাড়াও পড়ুন:

রাজবাড়ীতে যুবদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, আটক ১

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুর ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাশেদুল ইসলাম (৩৩) নামের ওই যুবকের মৃত্যু হয়। এর আগে সকালে পাংশার পাট্টা ইউনিয়নের নিভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাঁকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন।

রাশেদুল ইসলাম পাংশা উপজেলার পাট্টা গ্রামের বাসিন্দা। তাঁর ছয় মাস বয়সী একটি ছেলে ও পাঁচ বছরের একটি মেয়ে আছে। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

রাশেদুলের ভগ্নিপতি ফজলুর রহমান বলেন, ‘দুই বছর আগে পাট্টার নিভা গ্রামের ইসলামের কাছ থেকে রাশেদুল সাত হাজার টাকা ধার নেন। দেড় বছর আগে সব টাকা সুদসহ ফেরত দেন। এরপরও আরও টাকা দাবি করে ইসলাম পাট্টা বাজারে অবস্থিত রাশেদুলের চায়ের দোকান ও বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। ভয়ে রাশেদুলসহ পরিবারের লোকজন মাগুরার শ্রীপুর থানার চণ্ডীবর গ্রামে আমার বাড়িতে আশ্রয় নেন। সাত মাস আগে পরিবারসহ সবাই বাড়ি ফিরে আসলে হত্যার হুমকি দেয়।’

স্থানীয় কয়েকজন জানান, প্রায় এক মাস বরিশাল অঞ্চলে ধান কাটা শ্রমিকের কাজ করে গত শুক্রবার দিবাগত রাতে বাড়ি ফেরেন রাশেদুল। তাঁরা ১৮ থেকে ২০ জন শ্রমিক একসঙ্গে কাজের মজুরি হিসেবে এক ট্রাক ধান নিয়ে আসেন। ধানগুলো তারা রুপিয়াট গ্রামে তাঁদের সঙ্গী এক কৃষিশ্রমিকের বাড়িতে রাখেন। আজ সকাল ১০টার দিকে ওই ধান ভাগ করতে রুপিয়াট যাচ্ছিলেন। নিভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে ইসলাম, রফিকসহ বেশ কয়েকজন রাশেদুলের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

রাশেদুলের ভগ্নিপতি ফজলুর রহমান বলেন, ‘কুপিয়ে আমার শ্যালকের হাতের ও পায়ের রগ কেটে দেওয়া হয়। নির্মমভাবে নির্যাতন করে তাঁকে হত্যা করা হয়েছে। আমরা এখন মামলার প্রস্তুতি নিচ্ছি।’

পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল আলম মুরাদ বিশ্বাস জানান, নিহত রাশেদুল ইসলাম যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, পূর্ববিরোধকে কেন্দ্র করে রাশেদুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় খালিদ হাসান (৩০) নামের একজনকে আটক করা হয়েছে। মামলা হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • রাজবাড়ীতে যুবদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, আটক ১