জুলাই আন্দোলনে হামলার অভিযোগে রুয়েটে কর্মকর্তাকে পুলিশে সোপর্দ
Published: 4th, May 2025 GMT
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ওই কর্মকর্তার নাম মো. মামুন-অর-রশিদ। তিনি রুয়েটের নিরাপত্তা শাখার সেকশন অফিসার। তাঁর বিরুদ্ধে নগরের বোয়ালিয়া মডেল থানায় গত ৫ আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা আছে।
রুয়েট সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট নগরের আলুপট্টি মোড়ের স্বচ্ছ টাওয়ারের সামনে ছাত্র–জনতার ওপর হামলার সঙ্গে প্রশাসনের কিছু শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। সেই ঘটনায় মামুন-অর-রশিদের বিরুদ্ধে একটি মামলা হয়। পরে আজ বেলা সাড়ে ১১টার দিতে তাঁকে রুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগারে অফিসকক্ষ থেকে আটক করা হয়। পরে স্থানীয় মতিহার থানা-পুলিশের কাছে তাঁকে সোপর্দ করে প্রশাসন। মতিহার থানা-পুলিশ যাচাই–বাছাই করে বোয়ালিয়া থানায় মামলা থাকায় তাঁকে সেখানে হস্তান্তর করে।
রুয়েটের নিরাপত্তা শাখার সহকারী পরিচালক মো.
নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, রুয়েট থেকে মামুন-অর-রশিদ নামে একজনকে মতিহার থানায় হস্তান্তর করা হয়। বোয়ালিয়া থানায় মামলা থাকায় তাঁকে এখানে হস্তান্তর করা হয়েছে। পরে সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বৃষ্টিকে ‘আল্লাহর রহমত’ বললেন প্রধান উপদেষ্টা
বৃষ্টিকে ‘আল্লাহর রহমত’ হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিকেল ৫টা ২২ মিনিটে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ শুরু করেন প্রধান উপদেষ্টা। এ সময় মঞ্চের দুই পাশে দাঁড়িয়ে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
আরো পড়ুন:
জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন
উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংহতি আন্দোলনের জোনায়েদ সাকিসহ রাজনৈতিক জোটের শীর্ষ নেতারা।
বৃষ্টির মধ্যেই বক্তব্য শুরু করে ইউনূস বলেন, “আল্লাহর রহমত হচ্ছে। সেই রহমত সঙ্গে নিয়েই আমি এই ঐতিহাসিক ঘোষণা পাঠ করছি।”
তার এ বক্তব্যের সময় অনেকে করতালির মাধ্যমে সমর্থন জানান।
ঢাকা/এএএম/এসবি