রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ওই কর্মকর্তার নাম মো. মামুন-অর-রশিদ। তিনি রুয়েটের নিরাপত্তা শাখার সেকশন অফিসার। তাঁর বিরুদ্ধে নগরের বোয়ালিয়া মডেল থানায় গত ৫ আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা আছে।

রুয়েট সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট নগরের আলুপট্টি মোড়ের স্বচ্ছ টাওয়ারের সামনে ছাত্র–জনতার ওপর হামলার সঙ্গে প্রশাসনের কিছু শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। সেই ঘটনায় মামুন-অর-রশিদের বিরুদ্ধে একটি মামলা হয়। পরে আজ বেলা সাড়ে ১১টার দিতে তাঁকে রুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগারে অফিসকক্ষ থেকে আটক করা হয়। পরে স্থানীয় মতিহার থানা-পুলিশের কাছে তাঁকে সোপর্দ করে প্রশাসন। মতিহার থানা-পুলিশ যাচাই–বাছাই করে বোয়ালিয়া থানায় মামলা থাকায় তাঁকে সেখানে হস্তান্তর করে।

রুয়েটের নিরাপত্তা শাখার সহকারী পরিচালক মো.

জালাল উদ্দীন বলেন, থানায় মামলা হওয়ায় একজনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। তবে প্রশাসন হস্তান্তর করেনি। তাঁর বিরুদ্ধে মামলা থাকায় পুলিশ তাঁকে নিয়ে গেছে।

নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, রুয়েট থেকে মামুন-অর-রশিদ নামে একজনকে মতিহার থানায় হস্তান্তর করা হয়। বোয়ালিয়া থানায় মামলা থাকায় তাঁকে এখানে হস্তান্তর করা হয়েছে। পরে সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত স পর দ

এছাড়াও পড়ুন:

পরকীয়া নিয়ে দ্বন্দ্বের জেরে কথা কাটাকাটি, যুবককে কুপিয়ে হত্যা

পাবনায় পরকীয়া প্রেম সংক্রান্ত দ্বন্দ্বের জেরে আকাশ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সুভেল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে হত্যাকাণ্ডটি ঘটে। 

বুধবার (১ অক্টোবর) পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

বাড়ির মেয়েদের দিকে কুদৃষ্টি দেওয়ায় আকবরকে হত্যা

কক্সবাজারে ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াতের যুব বিভাগের নেতা নিহত

নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড় এলাকার সোহেল হোসেনের ছেলে। এ ঘটনায় আহত নাঈম সাধুপাড়া এলাকার মৃত লালু মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামে এক যুবকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রমাণ ছিল আকাশ ও নাঈমের কাছে। গতকাল রাতে মিল্লাত ও তার সহযোগী সুভেলের সঙ্গে পরকীয়া প্রেমের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় আকাশ ও নাঈমের।

এক পর্যায়ে মিল্লাত হাতে থাকা ছুরি দিয়ে তাদের কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, “পরকীয়া প্রেমের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। আমরা একজনকে আটক করেছি। মরদেহ  ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • যুক্তরাজ্যে সিনাগগের বাইরে সন্ত্রাসী হামলা, নিহত ৩
  • পরকীয়া নিয়ে দ্বন্দ্বের জেরে কথা কাটাকাটি, যুবককে কুপিয়ে হত্যা