চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কচি ঘাস খেয়ে একসঙ্গে তিনটি গাভির মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে ঘটনা ঘটে। মারা যাওয়া গাভিগুলো কিমারা বেগমের। তিনি একই গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো আজ রবিবার সকালে গাভিগুলোকে কচি ঘাস খেতে দিয়েছিলেন কিমারা বেগম। সুস্থ-সবল গাভিগুলো ঘাস খেয়ে বেলা ১১টার দিকে একসঙ্গে মারা যায়। এ দৃশ্য দেখে চিৎকার করে কানতে শুরু করেন কিমারা বেগম। 

কিমারা বেগম বলেন, “স্বামী অন্যকাজে ব্যস্ত থাকায় গাভিগুলো আমিই দেখভাল করতাম। গাভি তিনটি ছিল গর্ভবতী। কয়েক দিনের মধ্যেই দুইটি গাভির বাচ্চা হওয়ার কথা ছিল। গাভিগুলো হারিয়ে আমরা এখন নিঃস্ব হয়ে গেলাম।”

আরো পড়ুন:

কিশোরগঞ্জে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

ব্যাটারিচালিত ভ্যানে উঠে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর

আকস্মিক তিন গাভির মৃত্যুর খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.

মো. শাহাদৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

তিনি জানান, কচি ঘাসে প্রচুর নাইট্রেট জমে থাকে। অধিক পরিমাণে সেই ঘাস খেলে ‘নােইট্রেট পয়জনিং’ হয়। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন, এ কারেণেই গরুগুলো মারা যেতে পারে।

শাহাদৎ হোসেন বলেন, “বিষয়টি তদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।”

ঢাকা/মেহদেী/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গর

এছাড়াও পড়ুন:

প্রথমে ‘ট্যাক্স’ দিয়ে পরে অন্যান্য ব্যয় করার পরামর্শ এনবিআর চেয়ারম্যানের

নাগরিকদের প্রথমে ট্যাক্স (কর) পরিশোধ করে পরে সামাজিক খাত এবং জনকল্যাণে ব্যয় করার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

ট্যাক্স দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, ট্যাক্স দেওয়ার পর যেটা থাকবে, সেটা দিয়ে এবার চিন্তা করবেন জনকল্যাণে কত ব্যয় করবেন এবং নিজের জন্য কত ব্যয় করবেন এবং কত টাকা সঞ্চয় করবেন।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ‘গুণীজন সম্মাননা ও বর্ষবরণ ১৪৩২’ অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান এ আহ্বান জানান। অনুষ্ঠানে তাঁকে লক্ষ্মীপুর জেলার কৃতী সন্তান হিসেবে গুণীজন সংবর্ধনা দেয় ‘লক্ষ্মীপুর জেলা যুব কল্যাণ সমিতি, ঢাকা।’

মো. আবদুর রহমান খান বলেন, ‘আমাদের দেশের জনগণ অনেকে মনে করেন সামাজিক খাতে ব্যয়ের পর, জাকাত-সদকা দেওয়ার পর কর দিতে হয় না।’

রাজস্ব আহরণের ভঙ্গুর ব্যবস্থা তুলে ধরে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা এদিক থেকে অনেক পেছনে আছি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা এখনো গরিব জনগণ থেকে কর নিই, আমাদের মোট করের দুই–তৃতীয়াংশ এখনো গরিবদের থেকে আদায় হয় ‘পরোক্ষ করের’ মাধ্যমে। আয়কর থেকে আমরা মাত্র এক–তৃতীয়াংশ আদায় করতে পারি। এই জায়গাগুলোতে আমাদের প্রচুর কাজ করার সুযোগ আছে।’

সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মো. আবদুর রহমান বলেন, ‘আসুন, আমরা সবাই একসঙ্গে কাজ করে আমরা একটা উন্নত জাতি প্রতিষ্ঠা করি। আমাদের যাতে ঋণ করতে না হয়, আমরা যাতে নিজের টাকায় বাংলাদেশের অর্থনীতি চালাতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে কাজ করি।’

এ ছাড়া অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহীনুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মামুন আহমেদ, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান (বিটিএ) মো. শাহীন আহমেদ, লক্ষ্মীপুর জেলা সমিতি, ঢাকার সাবেক সভাপতি ফরিদ আহমেদ ভূঁইয়া, গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হুদা, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরীকে গুণীজন হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • স্বস্তিকার সঙ্গে প্রেম নিয়ে ১৬ বছর পর মুখ খুললেন পরমব্রত
  • স্বস্তিকার সঙ্গে প্রেম নিয়ে ১৬ বছর মুখ খুললেন পরমব্রত
  • ট্রাম্পকে চোখ নামাতে বাধ্য করার সহজ পথ
  • মেসিকে নিয়ে যে ‘সমস্যা’ ছিল, আছে, থাকবেও
  • প্রথমে ‘ট্যাক্স’ দিয়ে পরে অন্যান্য ব্যয় করার পরামর্শ এনবিআর চেয়ারম্যানের
  • প্রথমবার ভিডিওতে একসঙ্গে বেলাল খান ও কর্নিয়া 
  • জাকসু নির্বাচনের আগে বিচার চান শিক্ষার্থীরা
  • একসঙ্গে তিন লাল কার্ড, ম্যাচ শেষে গোলমাল, কিংসের কাছে হেরে আবাহনীর সর্বনাশ