বিদ্রোহের পরেও সাবিনাদের বেতন বৃদ্ধি, ক্ষুব্ধ অন্য ফুটবলাররা
Published: 6th, May 2025 GMT
‘এখনো ক্যাম্পে সিনিয়র আপুরা আমাদের নানাভাবে শাসন করে। তারা কোনো কিছু আমাদের সামনে বলে না। এবার যে তাদের বেতন বাড়াল, এটাও আমরা জানি না। তারা অনুশীলন বর্জন করেছে, কোচকে বাদ দেওয়ার কথা বলেছে। তারপরও এমন পুরস্কার (বেতন বৃদ্ধি) পেল।’ নাম প্রকাশ না করা শর্তে গতকাল সোমবার প্রথম আলোকে এমনটাই বলেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এক খেলোয়াড়।
গত ৩০ জানুয়ারি বাফুফে ভবনের সামনে সংবাদমাধ্যমের কাছে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে তিন পৃষ্ঠার লিখিত অভিযোগ তুলে ধরেন সাবিনা খাতুনসহ জাতীয় নারী দলের কয়েকজন ফুটবলার। তাঁরা জানান, বাটলারকে কোচ রাখলে তাঁরা অনুশীলনে যোগ দেবেন না। সবাই একযোগে অবসরের হুমকিও দেন। এরপর জল গড়ায় অনেক দূর। তাঁদের অনুশীলনে ফেরাতে বাফুফের বহু কর্মকর্তা সাবিনাদের সঙ্গে বৈঠক করেন। খোদ বাফুফে সভাপতিও একাধিকবার মিটিং করে তাঁদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা নিজেদের জায়গা থেকে সরেননি।
কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন নারী ফুটবলারদের অনেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
ঈদুল আজহায় ছুটি ১০ দিন: প্রেস সচিব
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই ছুটি ঘোষণা করেছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
জানতে চাইলে শফিকুল আলম ছুটির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।