মারা গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার
Published: 6th, May 2025 GMT
মারা গেলেন আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য, সেন্টার ব্যাক লুইস গালভান। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে গালভানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, এই শোকাবহ সময়ে এএফএ গালভানের পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
১৯৭০ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা গালভান দীর্ঘ ১৭ বছরের ফুটবলজীবনে বেশিরভাগ সময় কাটিয়েছেন আর্জেন্টিনার ঘরোয়া ক্লাব ফুটবলে। খেলোয়াড়ি জীবনের শুরু অ্যাটলেটিকো তাইয়েরেসের যুব দলে হলেও পরে ক্লাবটির সিনিয়র দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেশের আরও কয়েকটি ক্লাবের হয়ে খেলার পাশাপাশি শেষ দিকে বলিভিয়ার ক্লাব বলিভারেও খেলেছেন তিনি। ১৯৮৭ সালে শৈশবের ক্লাব তাইয়েরেসেই ক্যারিয়ারের ইতি টানেন এই ডিফেন্ডার।
আন্তর্জাতিক মঞ্চে গালভানের অভিষেক ১৯৭৫ সালে। ওই বছর প্যান আমেরিকান গেমসে আর্জেন্টিনার হয়ে খেলেন তিনি। এরপর ১৯৭৮ সালের বিশ্বকাপে দানিয়েল পাসারেলার সঙ্গে ডিফেন্সের কাঁধে কাঁধ মিলিয়ে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ে মুখ্য ভূমিকা রাখেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালেও একাদশে ছিলেন গালভান।
স্পেন বিশ্বকাপেও (১৯৮২) জাতীয় দলে সুযোগ পান তিনি। দেশের হয়ে ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা গালভান জাতীয় দলকে বিদায় জানান ১৯৮৩ সালে। ক্লাব ক্যারিয়ারে শুধু তাইয়েরেসের হয়েই খেলেছেন রেকর্ড ৫০৩ ম্যাচ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর জ ন ট ন আর জ ন ট ন র ব শ বক প
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ