রাত পেরিয়ে ভোর। ঘড়ির কাটায় ৪টা বেজে ২৫ মিনিট। কাকরাইল মসজিদ থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের আজানের ধ্বনি। সময় বলে দিচ্ছে সময়টা ফজরের আজানের। তবুও যমুনার সামনের রাস্তায় আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধে দাবিতে ছাত্র-জনতার অনড় অবস্থান।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি চলমান রয়েছে ভোর রাতেও। কখনো গান, কখনো কবিতা, আবার কখনো স্লোগানে স্লোগানে উজ্জীবিত রাখা হচ্ছে কর্মসূচিকে। রাত ১০টা থেকে ভোর পর্যন্ত ১ মিনিটের জন্যও থামেনি স্লোগান, গান, কবিতা। ক্লান্ত হয়ে পড়েনি জুলাই যোদ্ধারা। শেষ রাতে তাদের কন্ঠ আরো জোড়ালো। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করে তারা সরবেন না। 

ফজরের নামাজের জন্য দেওয়া হয়েছে নামাজের বিরতি। তবে, সবাই একসাথে নামাজে যায়নি। পর্যায়ক্রমে তারা যাচ্ছেন নামাজে। তারা রাজপথ ছাড়বেন না। তাই এই ব্যবস্থা। তবে, কাউকে কাউকে দেখা গেছে, রমনা পার্ক ঘেষা ফুটপাতের গাছের গোড়ায় বসে বা শুয়ে বিশ্রাম নিতে। আবার কেউ ফুটপাতে বা কেউ রাস্তায় শুয়ে পড়েছেন। তবুও ছাড়ছেন না রাজপথ।

আরো পড়ুন:

যমুনার সামনে অবস্থান নিলো শিবিরের নেতাকর্মীরাও

যমুনার সামনে রাজপথে জুলাই আহতরা

ঢাকা/সুকান্ত/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ অবস থ ন

এছাড়াও পড়ুন:

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বন্দরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল 

গাজীপুরের চান্দনায় চাঁদাবাজীর সংবাদ প্রকাশের জেরে প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবীতে বন্দর উপজেলা পেশাজীবী সাংবাদিকদের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৯ আগষ্ট) বেলা ৩ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাস স্ট্যান্ডে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এস এম নাসের (ইনকিলাব), নুরুজ্জামান মোল্লা (মানবজমিন), দ্বীন ইসলাম হীরা (ভোরের কাগজ), আক্তার হোসেন(নাগরিক টিভি), সুমন হাসান(চ্যানেল এস), মনির হোসেন (বাংলাদেশের আলো), আক্তার হোসেন(নওরোজ), সোহেল প্রধান(মুক্ত খবর), সানাউল্লা মুন্সি (প্রাইম টিভি), শাহিন সাকি(মুক্ত খবর), আনোয়ার হোসেন(রুদ্রবার্তা), জহিরুল আলম আবু (বিজয়), আব্দুল কাদের(অপরাধ জগত), শামীম হোসাইন হৃদয় (অগ্রবানী), সালমা আক্তার (স্বদেশ বিচিত্রা), ইব্রাহীম মিয়া(সময়ের কাগজ) ও জহিরুল ইসলাম (আলোর জগত)।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অনতিবিলম্বে দৈনিক সময়ের কাগজ পত্রিকার তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 
 

সম্পর্কিত নিবন্ধ