রাজধানীর কামরাঙ্গীরচরের স্বর্ণ ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে মো. মাসুম হোসেন (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি ছাড়াও মাসুমের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির মামলা আছে। তাঁর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার বিষয়ে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাসুম কামরাঙ্গীরচর এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দিতেন। তাঁদের কাছে চাঁদা দাবি করতেন। এতে এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী সজল রাজবংশী ইতিমধ্যে ভয়ে বিভিন্ন সময় মাসুমকে ৫০ হাজার টাকা চাঁদা দেন। অন্য স্বর্ণ ব্যবসায়ীরাও ভয়ে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার অভিযান চালিয়ে পুরান ঢাকার বংশালের কসাইটুলী চাঁদ মসজিদ এলাকা থেকে মাসুমকে গ্রেপ্তার করে কামরাঙ্গীরচর থানা-পুলিশ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পিরোজপুরে চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান ওরফে মারুফ পোদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (৮ আগস্ট) রাতে যৌথ বাহিনী মারুফের মালিকানাধীন পিরোজপুর শহরের আবাসিক হোটেল ‘বিলাস’ থেকে তাকে গ্রেপ্তার করে।

পিরোজপুর সদর থানায় জুয়েল শেখ নামের এক বালু ব্যবসায়ীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। ওই মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা গেছে, পিরোজপুর শহরের বলেশ্বর এলাকার বালু ব্যবসায়ী জুয়েল ও রিপনের কাছে কিছু দিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল মারুফ। চাঁদা দিতে অস্বীকার করায় তাদের মারধর ও হত্যার হুমকি দিয়ে দেওয়া হয়েছিল। তারা বিষয়টি বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয়দের জানালে মারুফ তাদের ওপর ক্ষিপ্ত হয়। গত ৫ আগস্ট দুপুরে মারুফের নেতৃত্বে মিরন ও মিলনসহ অজ্ঞাত আরো কয়েকজন চাইনিজ কুড়াল, দা, লাঠি, হকিস্টিক, লোহার রড ও দেশীয় অস্ত্রসহ বলেশ্বর ব্রিজ সংলগ্ন জুয়েলের মালিকানাধীন মেসার্স রুমু এন্টারপ্রাইজের অফিসের সামনে গিয়ে তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় হকিস্টিক দিয়ে জুয়েলকে পেটানো হয়। এ সময় তার ব্যবসায়িক সহযোগী রিপন তাকে রক্ষার চেষ্টা করলে মারুফ ও তার সহযোগীরা তাকেও মারধর করে। জুয়েল দৌড়ে তার অফিসের মধ্যে গেলে হামলাকারীরা অফিসে ঢুকে দরজা বন্ধ করে জুয়েলকে হাত-পা বেঁধে পেটায়। জুয়েলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে সটকে পড়ে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় যুবদল ১০ আগস্ট মারুফ হাসানকে পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করে।

ঢাকা/তাওহিদুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ