আফজাল হোসেন ও শাকিব খান– দুই সময়ের সেরা দুই তারকা। প্রথমজন এখন অভিনয়ে অনিয়মিত, পরেরজনের এখন ব্যস্ত সময়। একজনের অভিনয়জীবন ৪৭ বছরের, আরেকজনের ২৪ বছরের। উভয়েই একে অপরের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন আগেই। যদিও দু’জনের সামনা-সামনি দেখা খুব বেশি দিনের নয়। সেটি ২০২১ সালে। সে বছরের ১২ নভেম্বর ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বোর্ডিং পয়েন্টে প্রথম দেখা। এরপর একসঙ্গে নিউইয়র্ক যাত্রা। মাঝে কেটে গেছে লম্বা সময়। এক সময় শাকিব খানকে নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছেন আফজাল হোসেন। সে সময় তিনি বলেছিলেন, এটি কারও অস্বীকার করার উপায় নেই, শাকিব একটি চমৎকার অবস্থান তৈরি করেছে। তার বিশাল এক দর্শক শ্রেণি আছে। সে শুধু বাংলাদেশি ফিল্মের হিরো, তা-ও নয়। যখন সে ভারতের বাংলা সিনেমায় অভিনয় করেছে, আমি দেখেছি, একজন কনটেম্পোরারি হিরোর যা কিছু থাকা লাগে, তার মধ্যে সবই আছে। তার মধ্যে দারুণ একটা পাওয়ার আছে। 

শাকিব খানও জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই আফজাল হোসেনের অভিনয় ও স্টাইলে মুগ্ধ তিনি। এই দুই সেরা তারকা এবার একসঙ্গে একই সিনেমায় অভিনয় করছেন। সেটি ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটির ৭০ শতাংশ শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর আগে শাকিব খানকে নিয়ে এ নির্মাতার ‘তুফান’ দারুণ প্রশংসিত হয়। নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, ‘তুফান’-এর তুলনায় এবার অনেক বেশি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন তিনি। এবার তাঁর নির্মাণে এক হচ্ছেন দুই সময়ের শীর্ষ এ দু’জন। তাদের একসঙ্গে কাজ করার বিষয়টি এখনও অফিসিয়ালি কিছু জানায়নি পরিচালক ও প্রযোজনা সংস্থা। সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গেছে বিষয়টি। জানা গেছে, সিনেমায় পুলিশের স্পেশাল ফোর্স ‘সোয়াট’-এর প্রধানের ভূমিকায় দেখা যাবে আফজাল হোসেনকে।

‘তাণ্ডব’ মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়। এতে শাকিব খানের বিপরীতে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে সাবিলা নূরের। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় এ ছবির বেশ কিছু লুক ভাইরাল হয়েছে। প্রথমে বেশ গোপনীয়তার সঙ্গে শুটিং শুরু করলেও শেষ রক্ষা হয়নি। একাধিক ভিডিও ও স্থিরচিত্রে সেটি প্রকাশ্যে আসে। রাজধানীর এফডিসি ছাড়াও রাজশাহীর বিভিন্ন লোকেশনে শুটিং করছেন শিল্পীরা। সিনেমাটিতে বিদেশি ফাইট ডিরেক্টর ও টেকনিশিয়ানদের যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা রাফী। তিনি বলেন, ‘এখনই কিছু বলতে চাই না। আগে কাজটা শেষ হোক। অনেক চমক থাকছে সিনেমাটিতে।’ এ ছবির একটি বিশেষ চরিত্রে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিভিন্ন চরিত্রে এতে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এফএস নাঈমসহ অনেককেই। 

এদিকে আফজাল হোসেনকে সর্বশেষ দেখা গেছে ‘কোনো একদিন’ নামে একটি নাটকে। যে নাটকটি ফারিয়া হোসেনের লেখা ঈদের জন্য নির্মাণ করেন চয়নিকা চৌধুরী। এতে আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করেন সাদিয়া ইসলাম মৌ। তার আগে ওটিটিতে কনটেন্ট কারাগার সিরিজেও ছিল তাঁর দারুণ উপস্থিতি। সিনেমা নির্মাণেও হাত দিয়েছেন এ অভিনেতা। তাঁর পরিচালিত ডকু-ফিকশন সিনেমা ‘মানিকের লাল কাঁকড়া’। এর আগে নাটক ও বিজ্ঞাপনচিত্র পরিচালনা করলেও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটিই তাঁর প্রথম।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আফজ ল হ স ন পর চ ল

এছাড়াও পড়ুন:

ডাকাতি হওয়া ২৩ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৩

রাজধানীর তেজগাঁও থেকে ১৭৫ ভরি স্বর্ণালংকার ডাকাতির ঢ়টনায় জড়িত থাকার অভিযোগে সাভার থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে নামবাজারের এক স্বর্ণ ব্যবসায়ীর দোকান থেকে ২৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জ জেলা সদরের ঝিটকা ইউনিয়নের মদন হালদারের ছেলে গণেশ (৩৫), সাভার নামাবাজার স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা (৪৮) ও তার কর্মচারী ইমন (২৮)। 

আরো পড়ুন:

বাকৃবির খামার থেকে উন্নত জাতের ১৪ ভেড়া চুরি

খুলনায় নবজাতক চুরি: নারী গ্রেপ্তার 

ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী মনির বলেন, ‍“আমি রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে থাকি। ঢাকার তাঁতীবাজারে সুমন জুয়েলার্স নামে স্বর্ণের পাইকারি দোকান রয়েছে আমার। গত ১৯ আগস্ট আমার উত্তরার বাসা থেকে সকালে পাঁচজন কর্মচারী ১৭৫ ভরি স্বর্ণ নিয়ে প্রাইভেটকারযোগে তাঁতীবাজারের দিকে রওনা করেন। সকাল ৭টার দিকে তেজগাঁও এলাকার একটি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পৌঁছলে ডিবি পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকার ও একটি নোয়াহ গাড়ি এসে তাদের গতিরোধ করে। প্রায় ৮/১০ জন পুলিশ পরিচয়ে গাড়িসহ তাদের জিম্মি করে ১৭৫ ভরি স্বর্ণই লুট করে নিয়ে যায়।”

তিনি আরো বলেন, “এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা দায়ের করি। এখন পর্যন্ত পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি প্রায় ৪০ ভরি স্বর্ণসহ নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।” 

ডিবি পুলিশ জানায়, গত ২৯ আগস্ট তেজগাঁও থানায় একটি ডাকাতি মামলা দায়ের হয়। মামলাটি তদন্তের ভার পায় মিন্টুরোডের ওয়ারী জেনের গোয়েন্দা পুলিশ। তদন্তের প্রাথমিক পর্যায়ে বরিশাল, পটুয়াখালীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে ডাকাতির সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে স্বর্ণ বিক্রির ১৫ লাখ টাকাসহ ১৭ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারদের দেওয়া তথ্যমতে সাভারের নামাবাজরে অভিযান পরিচালনা করে গণেশ নামের একজন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি ডাকাতি হওয়া স্বর্ণ সরাসরি ডাকাতের কাছ থেকে ক্রয় করেন বলে তথ্য পাওয়া গেছে। তবে, তার দোকানেকোন স্বর্ণ পাওয়া যায়নি। গণেশের স্বীকারোক্তি অনুযায়ী তার পাশের দোকান সঞ্জীব স্বর্ণালয়ে অভিযান পরিচালনা করে ২৩ ভরি ১২ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় সঞ্জীব সাহা ও তার কর্মচারী ইমনকে। 

অভিযানে নেতৃত্ব দেওয়া মিন্টু রোডের ওয়ারি জোনের সহকারি পুলিশ সুপার (এএসপি) ফজলুল করিম বলেন, “গ্রেপ্তার গণেশের দোকানের কোনো নাম নেই। তিনি ডাকাতের কাছ থেকে সরাসরি স্বর্ণ ক্রয় করে সেগুলো গলিয়ে পাশের দোকান সঞ্জীব সাহার কাছে বিক্রি করতেন। তিনি সঞ্জীব সাহার কাছে ধাপে ধাপে ৭৫ ভরি স্বর্ণ বিক্রি করেছেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় সাভার থেকে গণেশ, সঞ্জীব সাহা ও ইমন নামের একজনে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২৩ ভরি ১২ আনা স্বর্ণ।”

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগ নেতা মোহাম্মদ আলী এখন যুবদল নেতা!
  • দুর্দান্ত প্রকৌশলী, প্রাণবন্ত মানুষ
  • ‘আপনাদের কার্যক্রম তো সন্ত্রাসীদের মতো’ সাংবাদিকদের বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভিডিও ভাইরাল
  • ‎ বিশ্বসেরা গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক-শিক্ষার্থী
  • ব্যাংকিং খাতে আস্থা বাড়াতে নিজের কর্মপরিকল্পনা ও উদ্যোগের গল্প বললেন সৈয়দ মাহবুবুর রহমান
  • প্রেমের গুঞ্জনের মধ্যেই কার বিয়েতে হাজির হচ্ছেন জায়েদ-মাহি?
  • ভারত ম্যাচের আগে দলে মনোবিদ যুক্ত করেছে পাকিস্তান
  • প্রকাশ্য থেকে গুপ্ত: ভেতর থেকে দেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি
  • ডাকাতি হওয়া ২৩ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৩
  • মুসলিম বিশ্বে আধুনিকতার ধারণা এল যেভাবে