বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক
Published: 9th, May 2025 GMT
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানই দলীয়করণ করা হয়েছে। তবে এই দলীয়করণে দৃশ্যমান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের মাসদাইর পতেঙ্গা মাঠে শহীদ জিয়া স্মৃতি প্রাইস মানি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের দল বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দলীয়করণ থেকে মুক্ত রাখা হবে। প্রতিষ্ঠানগুলো হবে দেশের সর্বসাধারণের।
তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা অনেক অযোগ্য লোককে দলীয়করণের মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিল। যার কারণে সেসব প্রতিষ্ঠানগুলো ব্যাপক দুর্নীতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে একটি মহল ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে। এখন দেখা যায় তারাও বহাল তবিয়তে রয়েছে। অতি দ্রুত তাদের বিচারের আওতায় না আনলে, স্বৈরাচারী কায়দায় তারা আবারও স্বৈরাচারকে ফিরিয়ে আনবে এবং দেশকে আবারো ধ্বংস করে দেবে।
এর আগে সকালে রাজধানীর পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে আয়োজিত ১ম লাইট হাউস কারাত প্রতিযোগিতা-২০২৫ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল হক।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৮ মে ২০২৫)
আইপিএল ও পিসএলে আছে একটি করে ম্যাচ। রাতে ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের সেমিফাইনাল।টেনিস ????
ইতালিয়ান ওপেন
দুপুর ২টা ????সনি স্পোর্টস টেন ৫
পাঞ্জাব কিংস–দিল্লি ক্যাপিটালস
রাত ৮টা ???? টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
পেশোয়ার জালমি–করাচি কিংস
রাত ৯টা ????নাগরিক টিভি
ম্যানচেস্টার ইউনাইটেড–বিলবাও
রাত ১টা ????সনি স্পোর্টস টেন ২
বোদো/গ্লিমট–টটেনহাম
রাত ১টা ????সনি স্পোর্টস টেন ১
চেলসি–জুরগার্ডেনস
রাত ১টা ????সনি স্পোর্টস টেন ৫
ফিওরেন্তিনা–রিয়াল বেতিস
রাত ১টা ????সনি লিভ