আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ
Published: 10th, May 2025 GMT
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া সদরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার রাতে ছাত্র-জনতা একত্রিত হয়ে পটিয়া হাইস্কুল গেইট সম্মুখ থেকে মহাসড়কের পটিয়া সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পটিয়া প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
এসময় তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকাকারীরা পটিয়ার স্থানীয় প্রশাসনের কাছে দাবি তোলে, তারা যেন তাদের প্রতিবাদের বার্তা সরকারের কাছে পৌঁছে দিতে পারে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মারুফুল আলম, হাসান আল বান্না, মাহবুব উল্লাহ, তালহা রহমান, মুহাম্মদ তৌকির, মুহাম্মদ মাশরাফ, মুহাম্মদ সাকিব, আমিনুল ইসলাম, আবু সিদ্দিক, গাজী আবু হাসনাত প্রমুখ।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ঘটনাস্থলে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টেস্টে ছাড়তে চান কোহলি, কিন্তু ভারত কি তাঁকে ছাড়বে
ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) বিরাট কোহলি বলেছেন তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান। কিন্তু বোর্ডের শীর্ষ কর্মকর্তারা তাঁকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতের এই সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের সূত্র বলেছেন, ‘তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং বোর্ডকে বলেছেন, টেস্ট থেকে সরে দাঁড়াবেন। বিসিসিআই তাঁকে সিদ্ধান্তটি পুর্নবিবেচনার অনুরোধ করেছে। কারণ, সামনে ইংল্যান্ড সফর। এখনো তিনি তাঁর ফিরতি মত জানাননি।’
আরও পড়ুনফোন, মিষ্টি, সিরিশ কাগজ—ক্রিকেটারদের পকেটে যত অস্বাভাবিক জিনিস২ ঘণ্টা আগেগত বুধবার টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা। তারপর কোহলির টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার খবর জানা গেল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। লিডসে প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন। ইংল্যান্ড সফরের দল নির্বাচন করতে বিসিসিআইয়ের নির্বাচকেরা কিছুদিনের মধ্যেই আলোচনায় বসবেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত নভেম্বর–জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বোর্ডার–গাভাস্কার ট্রফি থেকেই টেস্টে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন কোহলি। সেই সিরিজে পাঁচ টেস্টে ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেন কোহলি। সেঞ্চুরি ছিল একটি। ব্যাটে রান–খরার কারণে বোর্ডার–গাভাস্কার ট্রফিতেই সমালোচনা হয়েছিল কোহলিকে নিয়ে। কেউ কেউ টেস্টে তাঁর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছিলেন।
টেস্টে গত পাঁচ বছরে প্রত্যাশার প্রতিদান খুব কমই দিতে পেরেছেন কোহলি