বক্সার, রেফারি, আর্জেন্টাইন—৬০ বছর পর ব্রাজিলের ‘বিচিত্র’ বিদেশি কোচদের তালিকায় আনচেলত্তি
Published: 10th, May 2025 GMT
ব্রাজিল ফুটবলে তাহলে দুইয়ে দুইয়ে চার মিলে যাচ্ছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ কাল জানিয়েছে, লা লিগার বর্তমান মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়বেন কার্লো আনচেলত্তি। তাঁর জায়গায় রিয়ালে নতুন কোচের দায়িত্ব নেবেন জাবি আলোনসো। আর আনচেলত্তি যাবেন কোথায়? ফুটবলের খুব অল্প খোঁজখবর রাখা ব্যক্তিও এখন জানেন, আনচেলত্তির পরবর্তী ঠিকানা ব্রাজিল জাতীয় দল।
অনেক দিন ধরেই এই ইতালিয়ান কোচের পিছু ছুটছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। অনেক কাঠখড় পোড়ানোর পর শেষ পর্যন্ত ব্রাজিলের ভাগ্যে আনচেলত্তি-শিকে ছিঁড়তে যাচ্ছে। দ্য অ্যাথলেটিক গত সপ্তাহে জানিয়েছে, রিয়ালের সঙ্গে সমঝোতা হয়েছে আনচেলত্তির, তাঁকে ছাড়তে রাজি হয়েছে মাদ্রিদের ক্লাবটি। অর্থাৎ, লা লিগার মৌসুম শেষে ব্রাজিলের কোচ হতে আর বাধা নেই আনচেলত্তির।
সেটা হলে ব্রাজিলিয়ান ফুটবল-দর্শনের একটি জায়গায় দুইয়ে দুইয়ে পাঁচ হতে পারে!
আরও পড়ুনহামজা চৌধুরী কি আবার প্রিমিয়ার লিগে খেলতে পারবেন৩ ঘণ্টা আগেঅর্থাৎ, হিসাবে মিল পড়বে না। কোথায়? কোচ নিয়োগে ব্রাজিলিয়ান ফুটবলের যে দর্শন সেখানে। সেই দর্শনটি হলো দেশি কোচ। সব সময় না হলেও বেশির ভাগ সময় দেশের কোচদের হাতেই জাতীয় দলের ভার অর্পণ করেছে সিবিএফ। ইতালিয়ান আনচেলত্তির হাতে দায়িত্ব অর্পণ করলে ভেঙে যাবে সেই ধারা।
কত দিনের ধারা? ছয় দশকের, মানে ৬০ বছর। ব্রাজিল জাতীয় দলে সর্বশেষ বিদেশি কোচ দেখা গেছে ১৯৬৫ সালে.
সেই কোচ যে আর্জেন্টাইন! ফিলপো নুনেজ। লা লিগার দল আলাভেসের কোচ এদুয়ার্দো কুদেত সম্পর্কে তাঁর ভাতিজা।
ফিলপো নুনেজ। যখন পালমেইরাসের কোচ ছিলেনউৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
একঝলক (১১ জুলাই ২০২৫)
ছবি: সুপ্রিয় চাকমা