আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশের স্বার্থে অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী, ধর্মবিরোধী ও ফ্যাসিবাদী গোষ্ঠী বলে আখ্যায়িত করেছেন।

রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাহী কমিটির মাসিক সভায় মামুনুল হক এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ‘বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করতে জাতিকে বিভক্ত, দুর্নীতিগ্রস্ত ও ইসলামি মূল্যবোধশূন্য করতে হেন কোনো অপচেষ্টা নেই, যা এই দলটি করেনি। আমি মনে করি, বিডিআর হত্যা, শাপলা গণহত্যা, জুলাই-আগস্ট গণহত্যাসহ হাজার হাজার খুন-গুম-অপহরণ সংঘটিত করেছে যেই দল, সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশের স্বার্থে অপরিহার্য।’

জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মামুনুল হক । তিনি বলেন, ‘আপনারা দেয়াললিখন আর গ্রাফিতি নিয়ে সংকলন করেছেন, দেশ-বিদেশে বিতরণও করছেন। এগুলো নিজেরা ভালো করে পড়ুন, দেখুন, অনুভব করুন। হাজার হাজার ছাত্র-জনতার রক্তে রাঙানো বিপ্লব ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র বরদাশত করা হবে না।’

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের সমালোচনা করেন মাওলানা মামুনুল হক। তিনি বলেন, নারী-পুরুষ নির্বিশেষে সব দল-মত-ধর্মের মানুষের তীব্র প্রতিক্রিয়ার পরও সরকার এই ব্যর্থ কমিশন বাতিল করেনি। বরং সরকারের বিভিন্ন উপদেষ্টা এই কমিশনের পক্ষে সাফাই গেয়ে যাচ্ছেন। মনে হচ্ছে সরকার নারী সংস্কার কমিশনের মোড়কে ‘ধর্ম সংস্কার কমিশন’ গঠন করেছে। মামুনুল হক অবিলম্বে তথাকথিত নারী সংস্কার কমিশন বাতিলের আহ্বান জানান।

এ ছাড়া গাজায় অবিলম্বে ইসরায়েলের গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ ও বাংলাদেশ সরকারের দৃঢ় কূটনৈতিক উদ্যোগ দাবি করেন। একই সঙ্গে চলমান পাকিস্তান-ভারত সামরিক পাল্টাপাল্টি হামলা দ্রুত বন্ধ করার আহ্বান জানান।

সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মুফতি সাঈদ নূর, মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মাওলানা কুরবান আলী, মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মুফতি শরাফত হোসাইন, শরীফ সাঈদুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ম ন ল হক সরক র

এছাড়াও পড়ুন:

আ. লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার (৯ মে) জুমার নামাজ শেষে জেলা শহরের শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গ বাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন- গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের আহ্বায়ক ইকরাম হোসেন।

আরো পড়ুন:

আ.লীগ নিষিদ্ধের দাবি: যমুনার সামনে তৈরি হচ্ছে মঞ্চ

যমুনার সামনে স্লোগান: ‘বাহ ইন্টেরিম চমৎকার, খুনিদের পাহারাদার’

বক্তারা বলেন, আজকে রাজপথ থেকে তারা একটাই দাবি জানাচ্ছেন, তা হল আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাদের বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছেন। গণহত্যাকারী আওয়ামী লীগকে কেউ রাজনীতিতে দেখতে চান না।

বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে এ দেশের কোটি মানুষের অধিকার হরণ করেছে। গুম, খুন, গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না। দুই হাজার ছাত্র-জনতা হত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান বক্তারা।

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বলছেন ঢাবি শিক্ষার্থীরা
  • আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পাকুন্দিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • আ.লীগ নিষিদ্ধের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ আঁকড়ে থাকার আহ্বান হেফাজতের
  • আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, ফেনীতে ব্লকেড
  • আ.লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ, ক্রিকেট খেলছেন আন্দোলনকারীরা
  • শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেবে সোমবার
  • আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের
  • সর্বদলীয় কনভেনশন আহ্বান করে আ.লীগ নিষিদ্ধে পদক্ষেপ নিন 
  • আ. লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ