ধারের ৫০০ টাকা চাওয়ায় বাকবিতণ্ডা, দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা
Published: 11th, May 2025 GMT
নরসিংদীর পলাশে ধারের ৫০০ টাকা ফেরত দিতে না পারায়, বাকবিতণ্ডার এক পর্যায়ে ইসমাইল নামে (৪৫) এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার রাতে উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল মিয়ার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন। তিনি খিলপাড়ার পুবালী এলাকার একটি কলোনিতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে খিলপাড়া গ্রামের সড়কে দাঁড়িয়ে ছিলেন ইসমাইল। এসময় একই গ্রামের আছান আলীর ছেলে আফজাল হোসেনের সংগে তার দেখা হয়। তার আগে আফজালের কাছ থেকে ৫০০ টাকা ধার নিয়েছিল ইসমাইল। পরে আফজাল ধারের টাকা চাইলে দু'জনই বাকবিতণ্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে আফজাল একটি ছুরি দিয়ে ইসমাইলের কোমরে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ইসমাইলের মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: হত য ৫০০ ট ক আফজ ল উপজ ল
এছাড়াও পড়ুন:
‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’
ছবি: প্রথম আলো