ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে গণহারে মামলা দেওয়া হচ্ছে: সাইফুল হক
Published: 13th, May 2025 GMT
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে এখন একটা আধা নৈরাজ্যিক পরিস্থিতি চলছে। বেপরোয়া তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এখন যে যা ইচ্ছে করতে পারে। বিচারের নামে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য গণহারে মামলা দেওয়া হচ্ছে। কাজেই প্রকৃত অপরাধী ও হত্যাকারীদের বেঁচে যাবার সম্ভাবনা তৈরি হচ্ছে।
সোমবার সন্ধ্যায় জাতীয় কবিতা পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সাইফুল হক এ মন্তব্য করেন।
দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তা, ধর্মীয় উগ্রবাদ ও সাংস্কৃতিক বৈচিত্র্য হরণের অপচেষ্টার বিরুদ্ধে একটি ন্যায্য, মানবিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতীয় কবিতা পরিষদ বিশেষ উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে জাতীয় পর্যায়ে একটি বৃহত্তর গণঐক্য গঠনের প্রয়াসে জাতীয় কবিতা পরিষদ ধারাবাহিকভাবে দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে যৌথ মতবিনিময় করছে।
সাইফুল হক বলেন, সমাজের যেকোনো সংকটে সবার আগে কবিরা তাদের লেখনির মাধ্যমে সাড়া দেন। প্রতিবাদ করেন। তিনি জাতীয় কবিতা পরিষদের প্রতি দেশের সংস্কৃতিকে টিকিয়ে রাখার ব্যাপারে কার্যক্রম অব্যাহত রাখার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।
সভায় জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান বলেন, বর্তমান সময়ে যারা ধর্মীয় উগ্রতা ও বাঙালি সংস্কৃতি দমন করে জনগণের মনন বিকাশকে রুদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে মতবিনিময় সভাগুলো করা হচ্ছে। আমরা বিশ্বাস করি, কবিতা ও রাজনীতি—দুটি শক্তি সমাজ পরিবর্তনের অন্যতম নিয়ামক।
সভায় আরও বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন, উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য মতিন বৈরাগী প্রমুখ।
উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সহসভাপতি গোলাম শফিক, এবিএম সোহেল রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল জাকারিয়া, রফিক হাসান, নুরুন্নবী সোহেল, ইউসুফ রেজা, আসাদ কাজল, রোকন জহুর, শিমুল পারভীন, সবুজ মনির, নাহিদ হাসান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, মীর রেজাউল আলম, আকবর খান, আবু হাসান টিপু প্রমুখ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অনেকেই অন্যকে নিয়ে ট্রল করতে বেশি আগ্রহী
প্রথম আলো:
শুনলাম ব্রাত্য বসুর সিনেমায় অভিনয় করবেন?
চঞ্চল চৌধুরী : ঠিকই শুনেছেন, ব্রাত্য বসুর নতুন একটি সিনেমায় অভিনয়ের চূড়ান্ত আলাপ আছে। এর বাইরে আরও কয়েকটি ছবি নিয়ে কথা চলছে। অনেক দিন দেশের বাইরে আসা হয়নি। মাঝে ‘উৎসব’ মুক্তি পেয়েছে, এটা নিয়ে ব্যস্ত ছিলাম। এবার এলাম ব্রাত্য বসুর সিনেমায় চুক্তিবদ্ধ হতে।
প্রথম আলো :
ছবিটি সম্পর্কে যদি কিছু বলতেন...
চঞ্চল চৌধুরী : আপাতত কিছুই বলা যাবে না। এটুকু বলতে পারি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে, নাম ‘শিকড়’। অক্টোবর থেকে শুটিং।
উৎসব সিনেমার পোস্টার