সময়টা ভালো যাচ্ছে না দেশের ফুটবল রেফারিদের। খেলা পরিচালনার সম্মানির জন্য মাঠের বাইরে যেমন আন্দোলন করতে হচ্ছে, তেমনি মাঠের ভেতরে হরহামেশাই মারধর ও লাঞ্জনার শিকার হচ্ছে। গত ১৪ দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) তিনটি ম্যাচে রেফারি মারধরসহ অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

সর্বশেষ গত রোববার সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির ম্যাচ শেষে রেফারি জিম এম চৌধুরী নয়ন মারধরের শিকার হয়েছেন। যা নিয়ে ফুটবল অঙ্গনে সমালোচনার ঝড় বইছে। একটি পেনাল্টিকে কেন্দ্র করে মারধরের ঘটনাটি ঘটে। এ বিষয়ে রেফারি নয়ন প্রথম আলোকে বলেছেন, ‘পেনাল্টি দেওয়ায় সিটি ক্লাবের কয়েকজন কর্মকর্তা, খেলোয়াড় ও সমর্থক আমাকে মারধর করে। সত্যি এটা খুবই কষ্টদায়ক। অথচ আমি যে সিদ্ধান্ত দিয়েছি, সেটা শতভাগ সঠিক ছিল।’

আরও পড়ুনরোনালদোদের ৯–০ গোলের জয়ে সাদিও মানের ৪ গোল১ ঘণ্টা আগে

এবার চ্যাম্পিয়নশিপ লিগ হচ্ছে পূর্বাচলের জলসিঁড়ি প্রকল্পের ফর্টিজ মাঠে। সেখানে গত পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমি ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সিটি ক্লাবের বিপক্ষে পেনাল্টি দিয়েছিলেন রেফারি নয়ন। সেই পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ১-১ সমতা আনে এলিট একাডেমি। সমতার পর অতিরিক্ত সময়ের আরও দুই মিনিটের খেলা মাঠে গড়ায়। সেই দুই মিনিট শেষে রেফারি নয়ন ম্যাচ শেষের বাঁশি বাজাতেই একদল মানুষ মাঠে ঢুকে তাঁকে কিল–ঘুষি মারতে থাকেন।

বাফুফের এলিট একাডেমি দল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম রধর

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ