সময়টা ভালো যাচ্ছে না দেশের ফুটবল রেফারিদের। খেলা পরিচালনার সম্মানির জন্য মাঠের বাইরে যেমন আন্দোলন করতে হচ্ছে, তেমনি মাঠের ভেতরে হরহামেশাই মারধর ও লাঞ্জনার শিকার হচ্ছে। গত ১৪ দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) তিনটি ম্যাচে রেফারি মারধরসহ অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

সর্বশেষ গত রোববার সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির ম্যাচ শেষে রেফারি জিম এম চৌধুরী নয়ন মারধরের শিকার হয়েছেন। যা নিয়ে ফুটবল অঙ্গনে সমালোচনার ঝড় বইছে। একটি পেনাল্টিকে কেন্দ্র করে মারধরের ঘটনাটি ঘটে। এ বিষয়ে রেফারি নয়ন প্রথম আলোকে বলেছেন, ‘পেনাল্টি দেওয়ায় সিটি ক্লাবের কয়েকজন কর্মকর্তা, খেলোয়াড় ও সমর্থক আমাকে মারধর করে। সত্যি এটা খুবই কষ্টদায়ক। অথচ আমি যে সিদ্ধান্ত দিয়েছি, সেটা শতভাগ সঠিক ছিল।’

আরও পড়ুনরোনালদোদের ৯–০ গোলের জয়ে সাদিও মানের ৪ গোল১ ঘণ্টা আগে

এবার চ্যাম্পিয়নশিপ লিগ হচ্ছে পূর্বাচলের জলসিঁড়ি প্রকল্পের ফর্টিজ মাঠে। সেখানে গত পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমি ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সিটি ক্লাবের বিপক্ষে পেনাল্টি দিয়েছিলেন রেফারি নয়ন। সেই পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ১-১ সমতা আনে এলিট একাডেমি। সমতার পর অতিরিক্ত সময়ের আরও দুই মিনিটের খেলা মাঠে গড়ায়। সেই দুই মিনিট শেষে রেফারি নয়ন ম্যাচ শেষের বাঁশি বাজাতেই একদল মানুষ মাঠে ঢুকে তাঁকে কিল–ঘুষি মারতে থাকেন।

বাফুফের এলিট একাডেমি দল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম রধর

এছাড়াও পড়ুন:

হত্যা মামলায় মমতাজ চার দিন রিমান্ডে

হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার এই আদেশ দেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুনমমতাজকে সাত দিন রিমান্ডে চায় পুলিশ১ ঘণ্টা আগে

আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলে, রাজধানীর মিরপুর থানায় দায়ের করা সাগর হত্যা মামলায় মমতাজকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে তাঁর চার দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গতকাল সোমবার রাতে মমতাজকে গ্রেপ্তার করে।

ডিএমপির এক বার্তায় বলা হয়, রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার১৫ ঘণ্টা আগে

ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেছিলেন, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে গতকাল রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

আরও পড়ুনফেসবুকে ‘হাত বান্ধিবি’ গেয়ে ফিরেছিলেন, এবার খুনের মামলায় গ্রেপ্তার মমতাজ৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ