ব্রাজিল কোচ হিসেবে কত টাকা বেতন পাবেন আনচেলত্তি, প্রাইভেট জেটসহ আরও যা পাচ্ছেন
Published: 13th, May 2025 GMT
২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পরই প্রথম গুঞ্জনটি সামনে এসেছিল। অতঃপর নানা নাটকীয়তায় কেটে গেল অনেকটা সময়। অবশেষে সব নাটকের পর্দা নামল গতকাল রাতে।
জানা গেল, ব্রাজিল ফুটবল দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি। ক্লাব ফুটবলে অসামান্য সব অর্জন আনচেলত্তির। তাঁর হাত ধরেই ব্রাজিল ঘোচাতে চায় দুই দশকের বেশি সময় ধরে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ।
ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ব্রাজিলের কোচ হিসেবে নির্ধারিত বেতন তো বটেই সঙ্গে আরও বেশ কিছু সুযোগ–সুবিধাও পাবেন আনচেলত্তি।
আরও পড়ুনআনচেলত্তিই ব্রাজিলের নতুন কোচ১৪ ঘণ্টা আগে১৪ মাসের জন্য দায়িত্ব নেওয়া আনচেলত্তিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বেতন হিসাবে মাসে প্রায় ৭ লাখ ডলার (প্রায় ৮৪ লাখ টাকা) করে দেবে। তাঁর বাৎসরিক বেতন হবে প্রায় ৮৮ লাখ ডলার (প্রায় ১০৬ কোটি টাকা)।
আনচেলত্তি শিষ্য হিসেবে পাবেন ভিনিসিয়ুসকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প
এছাড়াও পড়ুন:
‘বাবা এখন কারিনার সঙ্গে অনেক সুখী’
অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান সাইফ আলী খান। ২০০৭ সালে ‘টশান’ সিনেমার শুটিংয়ের সময় পরস্পরের প্রেমে পড়েন তারা। এরপর দীর্ঘ পাঁচ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন এই জুটি। তারপর বিয়ে করেন।
সাইফ-অমৃতা দম্পতির পুত্র ইব্রাহিম আলী খান। এ অভিনেতা জানালেন, কারিনা কাপুরের সঙ্গে দাম্পত্য জীবনে সুখী তার বাবা সাইফ। জিকিউ-কে দেওয়া সাক্ষাৎকার এমন মন্তব্য করেন ইব্রাহিম আলী খান।
আপনি যখন ছোট তখন আপনার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ ঘটে। আপনার ওপরে এর প্রভাব কতটা পড়েছিল? এ প্রশ্নের জবাবে ইব্রাহিম আলী খান বলেন, “তখন আমার বয়স চার কিংবা পাঁচ বছর। সুতরাং আমি তেমন কিছু মনে করতে পারি না। সম্ভবত, এটি সারার ক্ষেত্রে অন্যরকম। কারণ সে বড় ছিল।”
আরো পড়ুন:
দ্বীপে কেন বাড়ি কিনলেন সাইফ?
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার কারণ জানালেন কারিনা
বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন ইব্রাহিম। তার মতে, “আমার বাবা-মা খুব ভালো কাজ করেছেন। ভাঙা সংসার থেকে যে ব্যথা আসে তা আমি অনুভব করিনি। বাবা-মা পরস্পরের প্রতি মেজাজ হারিয়েছেন, এমন দৃশ্যও দেখিনি।”
সাইফ আলী খান কারিনার সঙ্গে সুখী বলে মন্তব্য করেছেন ইব্রাহিম। এ বিষয়ে তিনি বলেন, “বাবা এখন বেবোর (কারিনা কাপুর খান) সঙ্গে অনেক সুখী। আমার চমৎকার ও দুষ্টু দুটো ভাই আছে। আমার মা সেরা মা। সে আমার খুব যত্ন নেয়। আমি তার সঙ্গে থাকি।”
১৯৯১ সালে নিজের থেকে বয়সে ১০ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন সাইফ। এরপর তাদের ঘরে আসে দুই সন্তান— সারা ও ইব্রাহিম আলী খান। কিন্তু ২০০৪ সালে এই তারকা দম্পতির ডিভোর্স হয়। ২০১২ সালে অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। ‘রা.ওয়ান’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীর সঙ্গে দাম্পত্য জীবনে সাইফের দুই ছেলে— তৈমুর ও জাহাঙ্গীর আলী খান।
‘রকি আউর রানি কী প্রেম কাহানি’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন ইব্রাহিম আলী খান। গত ৭ মার্চ ‘নাদানিয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেতা হিসেবে পা রাখেন। যদিও প্রশংসার পরিবর্তে কটুক্তি কুড়িয়েছেন এই তারকা পুত্র। করণ জোহরের ‘শারজামিন’ সিনেমায় দেখা যাবে ইব্রাহিমকে।
ঢাকা/শান্ত