২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পরই প্রথম গুঞ্জনটি সামনে এসেছিল। অতঃপর নানা নাটকীয়তায় কেটে গেল অনেকটা সময়। অবশেষে সব নাটকের পর্দা নামল গতকাল রাতে।

জানা গেল, ব্রাজিল ফুটবল দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি। ক্লাব ফুটবলে অসামান্য সব অর্জন আনচেলত্তির। তাঁর হাত ধরেই ব্রাজিল ঘোচাতে চায় দুই দশকের বেশি সময় ধরে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ।

ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ব্রাজিলের কোচ হিসেবে নির্ধারিত বেতন তো বটেই সঙ্গে আরও বেশ কিছু সুযোগ–সুবিধাও পাবেন আনচেলত্তি।

আরও পড়ুনআনচেলত্তিই ব্রাজিলের নতুন কোচ১৪ ঘণ্টা আগে

১৪ মাসের জন্য দায়িত্ব নেওয়া আনচেলত্তিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বেতন হিসাবে মাসে প্রায় ৭ লাখ ডলার (প্রায় ৮৪ লাখ টাকা) করে দেবে। তাঁর বাৎসরিক বেতন হবে প্রায় ৮৮ লাখ ডলার (প্রায় ১০৬ কোটি টাকা)।

আনচেলত্তি শিষ্য হিসেবে পাবেন ভিনিসিয়ুসকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ