যুদ্ধবিরতি না মানলে ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকিসংক্রান্ত বক্তব্য নাকচ করল ভারত
Published: 13th, May 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও ভারত ও পাকিস্তানের সংঘাত অবসানে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বাণিজ্য প্রসঙ্গ কখনো আলোচিত হয়নি বলে জানাল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে আজ মঙ্গলবার এ মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
জয়সোয়াল বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি ও দাবির পরিপ্রেক্ষিতে ভারতের এই মনোভাবের কথা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে জানিয়েও দেওয়া হয়েছে।
যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে ট্রাম্প জানিয়েছিলেন, ভারত ও পাকিস্তান দুই দেশকেই তিনি বলেছিলেন, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র বাণিজ্য করতে চায়। যুদ্ধ বন্ধ করলে বাণিজ্য করবে, না হলে বাণিজ্য করবে না। তিনি বলেছিলেন, তারপরই দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়।
প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, তাঁর মধ্যস্থতায় যুদ্ধবিরতি সম্ভবপর হয়েছে।
এই প্রসঙ্গে আজ মঙ্গলবার জয়সোয়ালকে একাধিক প্রশ্ন করা হয়। জবাবে তিনি বাণিজ্যসংক্রান্ত বিষয় অস্বীকার করে বলেন, কখনো কোনো আলোচনায় বাণিজ্য প্রসঙ্গ ওঠেনি এবং সেটা যুক্তরাষ্ট্রকে ভারত জানিয়েও দিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তৃতীয় কোনো দেশে ভারত ও পাকিস্তানের নেতৃবৃন্দের সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, সে নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সোয়াল বলেন, ভারতের দীর্ঘদিনের নীতি জম্মু-কাশ্মীর তার অবিচ্ছেদ্য অঙ্গ। একমাত্র দ্বিপক্ষীয় আলোচনাতেই এই সমস্যার সমাধান হবে। ভারতের এই ঘোষিত নীতির কোনো পরিবর্তন হয়নি। তিনি এ কথাও বলেন, দুই দেশের আলোচনায় ভারতের একমাত্র বিবেচ্য পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর ফেরত আনা।
অন্য এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সিন্ধু পানিচুক্তি ভারত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে। সন্ত্রাসবাদে পাকিস্তান পুরোপুরি রাশ না টানা পর্যন্ত চুক্তি স্থগিতই থাকবে। তিনি বলেন, মনে রাখতে হবে, জলবায়ু বদল হওয়া, জনসংখ্যা বৃদ্ধি ও প্রযুক্তিগত পরিবর্তন নতুন বাস্তবতা তৈরি করেছে।
আরও পড়ুনভারত–পাকিস্তান সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা৫১ মিনিট আগেজয়সোয়াল এক প্রশ্নের উত্তরে বলেন, ভারতের আক্রমণের লক্ষ্যবস্তুর মধ্যে কোনো পরমাণু স্থাপনা ছিল না। এ কথা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও এক বিবৃতিতে জানিয়েছেন।
পাকিস্তান এই সংক্ষিপ্ত যুদ্ধে জয়ী হয়েছে বলে দাবি জানিয়েছে। এই বিষয়ে ভারতের মনোভাব জানতে চাওয়া হলে জয়সোয়াল বলেন, যতবার লড়াই হয়েছে, প্রতিবারই তারা হেরেছে। অথচ সব সময় জয়ের ঢোল পেটায়। ১৯৭১, ১৯৭৫ ও ১৯৯৯ সালে হেরেও তারা জয়ের ঢোল পিটিয়েছিল। তিনি বলেন, ১০ মে পাকিস্তানের ডিজিএমওই যুদ্ধবিরতির অনুরোধ জানিয়ে ফোন করেছিলেন। ভারত সেই অনুরোধেই সাড়া দিয়েছে।
আরও পড়ুনভারতের সঙ্গে সংঘর্ষে ১১ সেনা নিহত ও ৭৮ জন আহত হয়েছেন: পাকিস্তান আইএসপিআর৫ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র পরর ষ ট র জয়স য় ল প রসঙ গ
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ