আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ২০২৫ সালের প্রথম প্রান্তিকে গত বছরের একই প্রান্তিকের তুলনায় এককভাবে (স্ট্যান্ড্যালোন) কর-পরবর্তী নিট মুনাফায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এককভাবে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৬ কোটি ৮০ লাখ টাকা। একত্রিত (কনসোলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফা ছিল ৫০ কোটি ৯০ লাখ টাকা, যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শেয়ারপ্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ২২ টাকা, যা ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ছিল শূন্য দশমিক ৮৫ টাকা। গ্রাহকের আমানত বৃদ্ধি পেয়ে মোট ৯ হাজার ২৬৬ কোটি টাকায় দাঁড়িয়েছে (গত বছরের তুলনায় ১০% বৃদ্ধি)। পাশাপাশি গ্রুপটির লোন পোর্টফোলিও বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৫৭ কোটি টাকায় (গত বছরের তুলনায় ৪% বৃদ্ধি)।

ব্যবসায়ের লাভজনকতা ও শেয়ারহোল্ডার মূলধনের যথাযথ উপযোগিতা নিশ্চিতের মাধ্যমে আইডিএলসির বাৎসরিক রিটার্ন অন এক্যুইটি (আরওই) বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক শূন্য ২ শতাংশে; অন্যদিকে বাৎসরিক রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) বেড়ে ১ দশমিক ৩৫ শতাংশ হয়েছে, যা প্রতিষ্ঠানের মূল সম্পদের কার্যকরী ও লাভজনক ব্যবহারের প্রমাণ।

উল্লিখিত প্রান্তিকে ১০৩ দশমিক ২১ শতাংশ মন্দ ঋণের কভারেজ অনুপাতসহ আইডিএলসির মন্দ ঋণের (এনপিএল) অনুপাত ছিল ৪ দশমিক ৬০ শতাংশ, যা প্রতিষ্ঠানটির গত বছরের একই প্রান্তিকের তুলনায় কম এবং আর্থিক খাতের গড়ের তুলনায়ও উল্লেখযোগ্যভাবে কম।

গত ৮ মে রাজধানীর গুলশানে আইডিএলসি করপোরেট হেড অফিসে আয়োজিত প্রতিষ্ঠানটির ৩৫২তম পরিচালনা পর্ষদ সভায় ২০২৫ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ল র প রথম প র ন ত ক গত বছর র আইড এলস দশম ক

এছাড়াও পড়ুন:

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের প্রজ্ঞাপনে কী লেখা আছে

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এসআরও নম্বর ১৩৭-আইন/২০২৫, তারিখ ১২ মে ২০২৫ মূলে সরকার সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ধারা-১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে, সেহেতু, বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন (নম্বর-০০৬ তারিখ: ০৩/১১/২০০৮) এতদ্দ্বারা স্থগিত করল।’

এদিন রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের ইসি সচিবালয়ে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো।

কীসের ওপর ভিত্তি করে এই নিবন্ধন স্থগিত করা হলো জানতে চাইলে ইসি সচিব আকতার আহমেদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন তার ধারাবাহিকতায় আমরা এটা করেছি।

ইসি সচিবের সংবাদ সম্মেলনের পর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

এরআগে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারির পর দলটির নিবন্ধন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে বসেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেলথ ইকোনমিকসে মাস্টার্স, মেয়াদ ১৮ মাস
  • পুশইন করা ৭৫ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর
  • লিবিয়ার রাজধানীতে রাতভর সংঘর্ষ, সশস্ত্র গোষ্ঠীর নেতা নিহত
  • নিবন্ধন নিয়ে জামায়াতের আপিলের ওপর পরবর্তী শুনানি আগামীকাল
  • আজ টিভিতে যা দেখবেন (১৩ মে ২০২৫)
  • আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের প্রজ্ঞাপনে কী লেখা আছে
  • আনচেলত্তিকে কোচ ঘোষণা করে ব্রাজিলের বিবৃতি 
  • তিন বছরের চুক্তিতে রিয়ালের কোচ আলোনসো 
  • জুলাই অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা পূরণই এ সরকারের অন্যতম লক্ষ্য: আসিফ মাহমুদ