ফিফার কংগ্রেসে যোগ দিতে প্যারাগুয়েতে যেতে পারেননি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার (কিরণ)। গতকাল রাতে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে তাঁকে।

১৫ মে ফিফার ৭৫তম কংগ্রেস অনুষ্ঠিত হবে প্যারাগুয়েতে। প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের ফিফার সদস্যপদ লাভের শতবর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এই কংগ্রেসে অংশ নিতে গেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন। তাঁদের সঙ্গী হওয়ার কথা ছিল মাহফুজা আক্তারেরও।

গতকাল সোমবার ভোর ৪টার সময় প্যারাগুয়ের ফ্লাইট ছিল তিনজনের। কিন্তু বাফুফে সভাপতি ও সাধারণ সম্পাদক প্যারাগুয়ের ফ্লাইট ধরলেও মাহফুজাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বলে বাফুফে সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে মাহফুজাকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। তবে বাফুফের দুজন সদস্য জানিয়েছেন, তাঁরা জানতে পেরেছেন, মাহফুজা ফিফার কংগ্রেসে যেতে পারেননি। বিমানবন্দর থেকে তিনি বাসায় ফিরে গেছেন।

মাহফুজা আক্তার কিরণকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ