ফিফার কংগ্রেসে যোগ দিতে প্যারাগুয়েতে যেতে পারেননি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার (কিরণ)। গতকাল রাতে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে তাঁকে।

১৫ মে ফিফার ৭৫তম কংগ্রেস অনুষ্ঠিত হবে প্যারাগুয়েতে। প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের ফিফার সদস্যপদ লাভের শতবর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এই কংগ্রেসে অংশ নিতে গেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন। তাঁদের সঙ্গী হওয়ার কথা ছিল মাহফুজা আক্তারেরও।

গতকাল সোমবার ভোর ৪টার সময় প্যারাগুয়ের ফ্লাইট ছিল তিনজনের। কিন্তু বাফুফে সভাপতি ও সাধারণ সম্পাদক প্যারাগুয়ের ফ্লাইট ধরলেও মাহফুজাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বলে বাফুফে সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে মাহফুজাকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। তবে বাফুফের দুজন সদস্য জানিয়েছেন, তাঁরা জানতে পেরেছেন, মাহফুজা ফিফার কংগ্রেসে যেতে পারেননি। বিমানবন্দর থেকে তিনি বাসায় ফিরে গেছেন।

মাহফুজা আক্তার কিরণকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৪ মে ২০২৫)

সকালে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা উদীয়মান দলের দ্বিতীয় ওয়ানডে। রাতে লা লিগায় আছে দুটি ম্যাচ।উদীয়মান দলের ২য় ওয়ানডে

বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা
সকাল ৯টা, টি স্পোর্টস

টেনিস

ইতালিয়ান ওপেন
বিকেল ৩টা, সনি স্পোর্টস টেন ৫

লা লিগা

আলাভেস–ভ্যালেন্সিয়া
রাত ১১টা, স্পোর্টজেডএক্স অ্যাপ

রিয়াল মাদ্রিদ–মায়োর্কা
রাত ১–৩০ মি., স্পোর্টজেডএক্স অ্যাপ

সম্পর্কিত নিবন্ধ