ত্রিশ বছরের বেশি সময় ধরে ব্রাজিলে থাকেন তিনি। লাতিন ফুটবলের প্রবল টান আর ব্রাজিলিয়ান ফুটবলের মুগ্ধতায় তিনি ইংল্যান্ড ছেড়ে ব্রাজিলে ফ্রিল্যান্স করছেন। বিখ্যাত সেই ক্রীড়া সাংবাদিক টিম ভিকরি ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে নিজস্ব কিছু বিশ্লেষণ করেছেন। যেখানে এই অভিজ্ঞ সাংবাদিক প্রথমে ব্যাখ্যা করেছেন কেন বহু বছরের প্রথা ভেঙে ইউরোপিয়ান কোচ আনল ব্রাজিল ফুটবল সংস্থা। আনচেলত্তি আসায় ব্রাজিল কি পারবে বিশ্বকাপে তার হারানো গৌরব ফেরাতে?
আপাতত এই দুটি কৌতূহল সারাবিশ্বের ব্রাজিল সমর্থকদেরও; যার উত্তর দিতে গিয়ে একটি পডকাস্ট চ্যানেলে টিম ভিকরি জানিয়েছেন, ‘আনচেলত্তি ইউরোপের পাঁচটি ভিন্ন ভিন্ন লিগে চ্যাম্পিয়ন দলের কোচ ছিলেন। তাঁর এই সফলতার হার দেখে আকৃষ্ট হয়েছে ব্রাজিল। তা ছাড়া ২০০২ সালের পর থেকে বিশ্বকাপের প্রতিটি আসরে ব্রাজিল ইউরোপিয়ান দলগুলোর কাছে নকআউট পর্বে হেরে বিদায় নিয়েছে। সে কারণে ব্রাজিলের ফুটবল কর্মকর্তারা মনে করছেন ইউরোপিয়ান দলগুলোকে হারাতে হলে তেমন একজন কোচ দরকার, যিনি কিনা ইউরোপিয়ান ফুটবলটা ভালো জানেন। বিশ্বকাপে তিনি সফল হতে পারবেন কিনা, তা সময়ই বলে দেবে। তবে আনচেলত্তির একটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ব্রাজিলের একটি সমর্থক গোষ্ঠী জাগো বনিতা ফুটবল দেখতে অভ্যস্ত, আনচেলত্তি সেই কৌশল ধরে রাখতে পারবেন কিনা তা দেখার অপেক্ষায় রয়েছি।’
বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানিয়েছিলেন তিনি কোনো জাতীয় দলের কোচ হতে চান না, যেখানে বছরে মাত্র তিন মাসের মতো কাজ করার সুযোগ থাকে। তিনি চান ক্লাব ফুটলের ব্যস্ততার মধ্যে ডুবে থাকতে। তাঁর এ মানসিকতা বদলাতে সাহায্য করেছেন ক্যাসিমিরো। ব্রাজিলের ‘গ্লোবও’-এর খবর, নতুন চাকরি নেওয়ার আগে আনচেলত্তি ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসিমিরোর সঙ্গে কথা বলেছেন। রিয়াল মাদ্রিদের সাবেক এ খেলোয়াড়ই তাঁকে ব্রাজিলে আসার জন্য প্রবলভাবে প্রভাবিত করেছেন। সেই সঙ্গে নেইমারের সঙ্গেও নাকি যোগাযোগ ছিল আনচেলত্তির। মাসে ৭ লাখ ৭০ হাজার পাউন্ডে ব্রাজিলের সঙ্গে চুক্তি করেছেন এ ইতালিয়ান কোচ। সেই সঙ্গে ছুটিতে ইউরোপে আসা-যাওয়ার জন্য জেট প্লেনেরও বন্দোবস্ত করার শর্ত রেখেছেন।
ব্রাজিল ফুটবল সংস্থা তাঁকে পেয়ে এতটাই খুশি যে বিশ্বকাপ জিততে পারলে বোনাস হিসেবে ৫ মিলিয়ন ইউরোও ঘোষণা দিয়ে রেখেছে। বিশ্বকাপের এক বছর বাকি, এই সময়ের মধ্যে প্রথমে ব্রাজিলকে বিশ্বকাপের টিকিট এনে দেওয়ায় প্রথম লক্ষ্য নতুন কোচের। সেখানে দল গোছানোর একটি ব্যাপারও রয়েছে। ব্রাজিলিয়ান মিডিয়ার খবর, আনচেলত্তি ক্যাসিমিরো, নেইমারকে দলে নেওয়ার পরিকল্পনা করেছেন। সেই সঙ্গে রিয়াল মাদ্রিদে খেলা ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, মিলিতাও আর এন্ড্রিক তো থাকছেনই আনচেলত্তির একাদশে।
৬ ও ১১ জুন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডর আর প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। নতুন কোচ চেষ্টা করছেন রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলের একটি ফ্রেন্ডশিপ ম্যাচ আয়োজনেরও। ২৫ মে লা লিগায় রিয়ালের হয়ে শেষ ম্যাচের পরই ক্লাব থেকে বিদায় নেবেন আনচেলত্তি। তাঁকে সম্মান জানিয়ে বিশাল আয়োজনের পরিকল্পনাও করছে রিয়াল মাদ্রিদ।
ব্রাজিল তাদের ১১১ বছরের ফুটবল ইতিহাসে মোট ৮৪ জন কোচ নিয়োগ দিয়েছে; যার মধ্যে আনচেলত্তিকে নিয়ে মোট চতুর্থবার বিদেশি কোচ নিয়োগ দিল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইউর প য় ন ব শ বক প কর ছ ন ফ টবল র একট
এছাড়াও পড়ুন:
বুবলীর যে গুণে মুগ্ধ হয়ে প্রেমে পড়েছিলেন তাপস
‘দেয়ালের দেশ’, ‘প্রহেলিকা’-এর মতো একের পর এক সিনেমায় অভিনয় করে নিজেকে সুঅভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন চিত্রনায়িকা বুবলী। তার অভিনয় সকল স্তরের দর্শকের প্রশংসা পেয়েছে। একদিকে তিনি কমার্শিয়াল বাণিজ্যিকি সিনেমায় কাজ করেছেন অন্যদিকে গল্পনির্ভর সিনেমায়ও কাজ করেছেন। মডেলিংয়েও সরব উপস্থিতি রয়েছে এই নায়িকার।
এক সময় বেসরকারি টিভি চ্যানেল ‘গানবাংলা’ টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল। একটি সাক্ষাৎকারে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তাপসকে প্রশ্ন করেন, বুবলীর সঙ্গে কেন প্রেম জড়িয়ে গেলেন?
তাপস বলেন, ‘‘প্রেমটাকে অস্বীকার না করে কাজের প্রতি প্রেম বলা ভালো হবে। ভবিষ্যতেও বুবলীকে নিয়ে কাজ করতে অত্যন্ত আগ্রহী থাকবো, আনন্দিত থাকবো।’’
আরো পড়ুন:
সুচিত্রা সেন ও শাবানার বায়োপিকে কাজ করতে চান বুবলী
শাকিব-অপুর ভিডিও ভাইরাল, বুবলী বললেন ‘নোংরা ভিডিও ছড়াবেন না’
বর্তমানে গানবাংলার সম্প্রচার বন্ধ রয়েছে। বুবলীর ব্যস্ত সময় কাটাচ্ছেন সিনেমা আর মডেলিংয়ে।
তাপসের সঙ্গে বুবলীর প্রেমের গুঞ্জনকে প্রপাগান্ডা হিসেবে আখ্যা দিয়েছেন চিত্রনায়িকা বুবলী। তিনি
একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘ গানবাংলায় যখন আমাকে আমন্ত্রণ জানানো হলো, তখন সেই ইস্যুটা নিয়েও প্রপাগান্ডা ছড়ানো হলো। আমার সিনেমা প্রসঙ্গ আসার পরই এমন নোংরামি শুরু হয়ে যায়। আমাকে আমার কাজ-পরিবার ছাড়া কোথাও কোনো বাজে আড্ডাতে দেখতে পাবেন না তাপস ভাই ও মুন্নি ভাবির সঙ্গে আমার সম্পর্ক খুব স্বাভাবিক।’’
ঢাকা/লিপি