মধ্যপ্রাচ্যের চার দেশে মুক্তি পেল শাকিবের ‘বরবাদ’
Published: 15th, May 2025 GMT
ঈদুল ফিতরে দেশে মুক্তির পর সাড়া ফেলে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। দেশীয় প্রেক্ষাগৃহে দর্শক টানার পাশাপাশি সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড ও ডেনমার্কে মুক্তি পায়। এবার মধ্যপ্রাচ্যে মুক্তি পেল সিনেমাটি।
বৃহস্পতিবার (১৫ মে) থেকে ‘বরবাদ’ দেখা যাবে মধ্যপ্রাচ্যের চার দেশ— সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার ও বাহরাইন। এসব দেশে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছে পিএইচএফ, যারা প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমা পরিবেশন করছে।
প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, মধ্যপ্রাচ্যে সেন্সর ছাড়পত্রসহ নানা প্রক্রিয়ার কারণে সিনেমাটি রিলিজে কিছুটা সময় লেগেছে। আশা প্রকাশ করে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে প্রচুর বাংলাদেশি এবং ভারতীয় দর্শক রয়েছেন। আশা করছি, তারা প্রেক্ষাগৃহে গিয়ে ‘বরবাদ’ উপভোগ করবেন।”
আরো পড়ুন:
মনিরের মৃত্যু: শাকিবকে রত্নার খোলা চিঠি
শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু
মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা শাকিব খানের সঙ্গে আরো অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত ও মামুনুর রশীদ। মুক্তির এক মাসে সিনেমাটি প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানা গেছে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র বরব দ
এছাড়াও পড়ুন:
অনলাইনে শাড়ি কেনার কথা বলে ডেকে এনে লুট, গ্রেপ্তার ৪
প্রতারক চক্রের ফাঁদে পড়ে অনলাইনে শাড়ি বিক্রেতা দুই ব্যবসায়ী প্রায় সাড়ে ৩ লাখ টাকার ৩১টি জামদানি শাড়ি খুইয়েছেন। এ ঘটনায় পুলিশ বুধবার রাজধানীর দক্ষিণখান থানার কসাইবাড়ীর হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মেহেদী হাসান ওরফে শাওন (২৪), মো. আশরাফুল (২১), সাব্বির হোসেন ওরফে রিমন (২৫) ও মো. সাজ্জাদুল ইসলাম (২৫)। তাদের কাছ থেকে ১১টি শাড়ি উদ্ধার করা হয়েছে।
দক্ষিণখান থানা–পুলিশ জানায়, ১২ মে বিকেলে জামদানি শাড়ি বিক্রির জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ঢাকার দক্ষিণখান মোল্লারটেক কসাইবাড়ী এলাকায় আসেন দুই ভাই- নুর মোহাম্মদ রাব্বি (২৪) ও তার বড় ভাই ছহিম (৩৫)। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জামদানী গ্রাম’ নামের একটি পেজের মাধ্যমে জামদানি শাড়ি বিক্রি করতেন।
রাব্বির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হোয়াটসঅ্যাপে অজ্ঞাত এক নারী ক্রেতার সঙ্গে তার যোগাযোগ হয়। ওই ক্রেতা তার বোনের বিয়ের জন্য সাত-আটটি শাড়ি কিনতে চান বলে জানান এবং শাড়িগুলো যাচাই করে নেওয়ার কথা বলেন। এ সময় ২০-২৫টি জামদানি শাড়িসহ দক্ষিণখানের বটতলায় দেখা করতে বলেন ওই নারী। সরল বিশ্বাসে দুই ভাই ১২ মে সন্ধ্যায় মোট ৩১টি জামদানি শাড়ি নিয়ে নির্ধারিত স্থানে আসেন। সেখানে পৌঁছে ওই নারী ক্রেতাকে ফোন করলে তিনি কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। প্রায় ৩০ মিনিট পর চারজন পুরুষ এসে নিজেদের ওই নারীর পরিচিত বলে পরিচয় দেন এবং একটি অন্ধকার গলির ভেতরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় সন্দেহ হওয়ায় রাব্বি শাড়িগুলো নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
আবার ওই নারী ফোন করে রাব্বিকে বলেন, তিনি এখন কসাইবাড়ী এলাকার কানাডা প্লাজার সামনে আছেন এবং সেখান থেকেই শাড়িগুলো কিনে নেবেন। তার কথায় আশ্বস্ত হয়ে দুই ভাই সেখানে পৌঁছালে ১০-১২ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কিল–ঘুষি দিয়ে ও লাঠিপেটা করে ৩১টি জামদানি শাড়ির মধ্যে ১৯টি ছিনিয়ে নেয়। শাড়িগুলোর দাম প্রায় সাড়ে তিন লাখ টাকা বলে জানান রাব্বি।
পুলিশ জানায়, এ ঘটনায় রাব্বি ওই দিনই দক্ষিণখান থানায় একটি মামলা করেন। পরে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চার অভিযুক্তকে শনাক্ত করে তাদের গ্রেপ্তার করে।
এই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে অনলাইন ব্যবসায়ীদের নিশানা করে প্রতারণা ও ছিনতাই করে আসছিল বলে পুলিশ জানায়। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।