ঈদুল ফিতরে দেশে মুক্তির পর সাড়া ফেলে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। দেশীয় প্রেক্ষাগৃহে দর্শক টানার পাশাপাশি সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড ও ডেনমার্কে মুক্তি পায়। এবার মধ্যপ্রাচ্যে মুক্তি পেল সিনেমাটি।

বৃহস্পতিবার (১৫ মে) থেকে ‘বরবাদ’ দেখা যাবে মধ্যপ্রাচ্যের চার দেশ— সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার ও বাহরাইন। এসব দেশে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছে পিএইচএফ, যারা প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমা পরিবেশন করছে।

প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, মধ্যপ্রাচ্যে সেন্সর ছাড়পত্রসহ নানা প্রক্রিয়ার কারণে সিনেমাটি রিলিজে কিছুটা সময় লেগেছে। আশা প্রকাশ করে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে প্রচুর বাংলাদেশি এবং ভারতীয় দর্শক রয়েছেন। আশা করছি, তারা প্রেক্ষাগৃহে গিয়ে ‘বরবাদ’ উপভোগ করবেন।”

আরো পড়ুন:

মনিরের মৃত্যু: শাকিবকে রত্নার খোলা চিঠি

শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা শাকিব খানের সঙ্গে আরো অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত ও মামুনুর রশীদ। মুক্তির এক মাসে সিনেমাটি প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানা গেছে।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র বরব দ

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।

এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ