ব্রাজিলের ফুটবল অঙ্গনে আবারও বড়সড় রদবদল। আদালতের রায়ে পদ হারালেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেজ। তার বিরুদ্ধে তোলা চুক্তি জালিয়াতির অভিযোগের ভিত্তিতে রিও ডি জেনেইরোর একটি আদালত এই সিদ্ধান্ত দেয়। একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে পুরো বোর্ড সদস্যদেরও।

রদ্রিগেজের স্থলাভিষিক্ত হিসেবে আপাতত দায়িত্ব পালন করবেন সিবিএফের সহ-সভাপতি ফার্নান্দো সারনি। তিনিই আদালতে রদ্রিগেজের অপসারণের আবেদন করেছিলেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, সারনিকে যত দ্রুত সম্ভব নতুন সভাপতি নির্বাচনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

রদ্রিগেজের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০৩০ সাল পর্যন্ত নিজের মেয়াদ বাড়ানোর লক্ষ্যে এক চুক্তিপত্রে জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন। চুক্তিটিতে সিবিএফের সাবেক সভাপতি আন্তোনিও কার্লোস নুনেস দে লিমার স্বাক্ষর রয়েছে বলে দাবি করা হয়। কিন্তু আদালতের মতে, ২০১৮ সাল থেকে মস্তিষ্কের ক্যানসারে ভোগা নুনেস মানসিকভাবে চুক্তি স্বাক্ষরের মতো অবস্থায় ছিলেন না, ফলে ওই চুক্তির আইনি ভিত্তি নেই।

আরো পড়ুন:

ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি, দায়িত্ব নিচ্ছেন চলতি মাসেই

ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে রিয়ালের সঙ্গে আনচেলত্তির সমঝোতা

বিচারক গ্যাব্রিয়েল দে অলিভেইরা জেফিরো রায়ে বলেন, “এটি একটি অবৈধ ও বাতিলযোগ্য চুক্তি। এর মাধ্যমে পরিচালিত প্রশাসনকেও বৈধ বলা যায় না। সিবিএফের নেতৃত্ব শূন্য থাকা চলবে না, তাই একটি বৈধ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নিশ্চিত করা প্রয়োজন।”

এর আগেও ২০২৩ সালের ডিসেম্বরে এক আদালত আদেশে রদ্রিগেজকে অপসারণ করেছিল। তখনও তার পদচ্যুতি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল, যার ফলে ব্রাজিল জাতীয় দল ফিফার নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। পরে দেশটির সুপ্রিম কোর্ট তাকে পুনর্বহাল করে।

তবে এবার পরিস্থিতি আরও জটিল। চলতি বছরের মার্চেই রদ্রিগেজ আবারও নির্বাচিত হন এবং সম্প্রতি কার্লো আনচেলত্তিকে ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হিসেবে ঘোষণা দেন। সেই ঘোষণার তিন দিনের মাথায় আবারও তার পদচ্যুতি হলো। ফলে ব্রাজিলের ফুটবলে নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

সিবিএফ এখন পর্যন্ত আদালতের রায়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য সময়সীমা নির্ধারণ না হলেও, ফুটবল অঙ্গনে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার দাবি উঠেছে জোরেশোরে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল স ব এফ ফ টবল

এছাড়াও পড়ুন:

টিকাটুলিতে মামুন প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাজধানীর টিকাটুলিতে মামুন প্লাজা নামের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। আজ বুধবার ভোর ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। সকাল পৌনে সাতটার দিকে প্রথম আলোকে তিনি বলেন, মামুন প্লাজার তিনতলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। বর্তমানে সাতটি ইউনিট সেখানে কাজ করছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

সম্পর্কিত নিবন্ধ