ফার্মগেটের হোস্টেলেগুলোর পরিবেশ কবে ঠিক হবে
Published: 20th, May 2025 GMT
ফার্মগেট শুধু ঢাকার একটি এলাকা নয়, এটি শিক্ষার একটি প্রাণকেন্দ্র। এখানে রয়েছে হলি ক্রস কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, বিএএফ শাহীন কলেজসহ দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। শুধু কলেজপড়ুয়াই নন, এই এলাকায় আশ্রয় নেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী, কোচিং–নির্ভর মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থী, বিসিএস ও অন্যান্য চাকরিপ্রত্যাশীরা। সবার লক্ষ্য একটাই—একটি সুন্দর ভবিষ্যৎ গঠন।
কিন্তু সেই ভবিষ্যতের পথে প্রথম ধাক্কা তাঁরা খান ফার্মগেটের হোস্টেলগুলোতে এসে। এসব হোস্টেলের নেই সরকারি নিবন্ধন, নেই ন্যূনতম পরিবেশগত মানদণ্ড। হোস্টেলে ভর্তির সময় মালিকেরা চটকদার ভাষায় প্রতিশ্রুতি দেন—সুস্বাদু খাবার, নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই, পরিষ্কার-পরিচ্ছন্ন রুমসহ আরও নানা সুবিধার।
কিন্তু বাস্তবতা যেন এক নির্মম ঠাট্টা। প্রতিদিন পাতলা ডাল, পচা ভাত, পুষ্টিহীন তরকারি খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন বহু শিক্ষার্থী। অভিযোগ করলেও নেই কোনো সমাধান; উল্টো সহ্য করতে হয় হোস্টেল কর্তৃপক্ষের বাজে ব্যবহার ও অপমান। অথচ এসব হোস্টেলে প্রতিমাসে মাথাপিছু ৬ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত গুনতে হয়।
ফলে তৈরি হয়েছে এক অমানবিক, নিয়মহীন, তদারকিহীন বাসস্থানব্যবস্থা, যেখানে নেই মানবিকতা। এই অমানবিক বাস্তবতার ভেতর দিয়েই প্রতিনিয়ত জীবন যাপন করছেন আমাদের ভবিষ্যৎ নির্মাতারা। অথচ এই শিক্ষার্থীরাই একদিন জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কিন্তু তাঁদের জীবনের শুরুটাই হচ্ছে অবহেলা, অব্যবস্থা ও নিষ্ঠুর বাস্তবতার মধ্য দিয়ে। প্রশাসনের নাকের ডগায় এমন অবস্থার প্রতিনিয়ত চলমান থাকা সত্যিই দুঃখজনক। অথচ এসব হোস্টেলের তদারকিতে নেই কোনো কার্যকর পদক্ষেপ।
ভবিষ্যৎ প্রজন্ম যদি এমন পরিবেশে বেড়ে ওঠে, তাহলে শুধু তাদেরই নয়, গোটা জাতিকেই এর খেসারত দিতে হবে।
অতএব, শিক্ষার্থীদের এই অমানবিক জীবনের অবসান ঘটিয়ে একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য হোস্টেল-ব্যবস্থা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।
প্রজ্ঞা দাস
শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ
ইডেন মহিলা কলেজ
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদসংখ্যা ১৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় আগামী ২ ডিসেম্বর ২০২৫।
পদের নাম: সহযোগী অধ্যাপকবিভাগের নাম ও পদসংখ্যা: কীটতত্ত্ব-১: কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন-১; ফরেস্ট ইকোলজি-১; সিলভিকালচার-১; ফরেস্ট প্রটেকশন-১; কৃষিবনায়ন ও পরিবেশ-১: রিমোট সেনসিং অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম-১
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।
আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ১৮ ঘণ্টা আগেপদের নাম: সহকারী অধ্যাপকবিভাগের নাম ও পদসংখ্যা: কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন-২; ফরেস্ট ইকোলজি-১; সিলভিকালচার-১; ফরেস্ট প্রটেকশন-১
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
পদের নাম: প্রভাষকবিভাগের নাম ও পদসংখ্যা: কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন-১; ফিশারিজ বায়োলজি অ্যান্ড এ্যাকোয়্যাটিক এনভাইরনমেন্ট-১: অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি-১; এগ্রি-বিজনেস-১
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ০৩ নভেম্বর ২০২৫আবেদনপত্র জমাদানের শেষ তারিখ২ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা।
শিক্ষক পদে আবেদনের পৃথক নির্ধারিত ফরম, নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট gau.edu.bd থেকে ডাউনলোড করা যাবে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি অফিসার পদে নিয়োগ১৭ ঘণ্টা আগে