নির্যাতন করে চোখ উপড়ে ফেলার অভিযোগ জমা দিলেন ছাত্রদল নেতা
Published: 17th, June 2025 GMT
২০১৬ সালে অপহরণের পর নির্যাতন করে দুটি চোখ উপড়ে ফেলার অভিযোগ করেছেন ছাত্রদলের এক নেতা। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তিনি এ অভিযোগ করেন।
অভিযোগকারী ছাত্রদল নেতার নাম মো. গোলাম কিবরিয়া। তিনি কুমিল্লা মহানগর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি করছেন।
গোলাম কিবরিয়ার অভিযোগের আবেদনে বিএনপির মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ কমিটির সমন্বয়ক মো.
চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া গোলাম কিবরিয়ার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ২০ জুলাই ট্রেনে করে ঢাকা থেকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে পৌঁছান তিনি। সেখান থেকে তাঁকে প্রথমে অপহরণ করে গুম করা হয়। এ সময় নির্যাতন করে তাঁর দুটি চোখ উপড়ে ফেলা হয়।
এম এ জাহের, আবু তৈয়ব ছাড়াও অভিযোগে ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগ নেতা আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা মো. এমরান হোসেন, মো. পাবেল, মো. মোখলেছ, মো. রুবেল, আবদুল জব্বার, মিরাজুল হক, অপহরণ ও গুমে ব্যবহার করা গাড়িচালক মো. শওকত, এস এম বদিউজ্জামান, সুমন কুমার আদিত্য, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, মেহেদী হাসান খান ও মঞ্জুরুল বারির নাম উল্লেখ করা হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ছ ত রদল
এছাড়াও পড়ুন:
পটিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রামের পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার একটি দোকান থেকে নুরুল আবছার (২৭) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় একদল মুখোশধারী ব্যক্তি। আজ বুধবার সকাল সাতটায় তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের তৎপরতায় সকাল সাড়ে ৯টায় তিনি ছাড়া পান।
উদ্ধারের পর পটিয়া থানা প্রাঙ্গণে অপহরণের শিকার নুরুল আবছার প্রথম আলোকে বলেন, তিনি ব্যাংকে চাকরি করতেন। সম্প্রতি তাঁর চাকরি চলে যায়। এরপর পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার সাহিত্য বিশারদ সড়কে মুরগির দোকান দেন। প্রতিদিনের মতো আজ সকালে দোকান খোলেন তিনি। এ সময় তিন থেকে চারজন মুখোশধারী লোক ধারালো অস্ত্রের মুখে তাঁকে ধরে অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। তারা তাঁর পকেটে থাকা ৪০ হাজার টাকা নিয়ে নেয়। পরে আরও ৪ লাখ টাকা দাবি করে, পরে ১৭ লাখ এনে দিতে বলেন। তাঁকে চন্দ্র কালারপোল নামের নির্জন এলাকায় নিয়ে অপহরণকারীরা তাঁকে মারধরের পাশাপাশি ছুরিকাঘাতও করেন।
পটিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দে প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত তাঁকে উদ্ধারের তৎপরতায় নামে। পরে চন্দ্র কালারপোল এলাকায় পুলিশ গেলে উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, ব্যবসায়ীকে অপহরণ করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তাঁকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।