রাঙামাটিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ
Published: 20th, June 2025 GMT
রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা। শুক্রবার (২০ জুন) দুপুরে শহরের বনরূপা বাজারে এ ঘটনা ঘটে।
ওই ছাত্রলীগ নেতার নাম আনোয়ার হোসেন কায়সার। তিনি রাঙামাটি জেলা কমিটির যুগ্ম সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর একটি প্রাইভেটকারে চট্টগ্রাম যাওয়ায় সময় কায়সারকে আটকে করে স্থানীয় ছাত্র-জনতা। এসময় তাকে ব্যাপক মারধর করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে কায়সারকে তাদের হাতে সোপর্দ করা হয়।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় কায়সারকে গ্রেপ্তার করা হয়। কিছুদিন কারাগারে থাকার পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে পালিয়ে যান তিনি।
কোতয়ালী থানার ওসি (তদন্ত) সাহেদ বলেছেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কায়সারকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’’
ঢাকা/শংকর/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দুই মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৬৫৭৭ কোটি টাকা
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) শুল্ক–কর আদায়ে ঘাটতি হয়েছে সাড়ে ছয় হাজার কোটি টাকা। আন্দোলন থেমে যাওয়ার পরও রাজস্ব আদায়ে ভালো করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ রোববার গত জুলাই–আগস্টের শুল্ক–কর আদায়ের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে এনবিআর। সেখানে দেখা গেছে, গত জুলাই–আগস্টে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৬১ হাজার কোটি টাকা। কিন্তু এ সময়ে আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা এবং ঘাটতি ৬ হাজার ৫৭৭ কোটি টাকা।
গত মে ও জুনে এনবিআরের আন্দোলনের কারণে গত অর্থবছরের বড় আকারের রাজস্ব ঘাটতি হয়। শেষ দুই মাসে কাঙ্ক্ষিত রাজস্ব হয়নি। আন্দোলনের নানা কর্মসূচিতে রাজস্ব আদায় বিঘ্ন হয়। কিন্তু জুলাই–আগস্টেও রাজস্ব আদায়ে গতি আসেনি।
এনবিআরের কয়েকজন কর্মকর্তা জানান, আন্দোলনের পর এনবিআরের কর্মকর্তাদের মধ্যে বরখাস্ত ও বদলি–আতঙ্ক বিরাজ করছে। রাজস্ব আদায়ে মনোযোগ কম।
এনবিআরের হিসাবে, এ বছরের জুলাই–আগস্টে ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। এই খাত থেকে আদায় হয়েছে ২২ হাজার ৪৩৭ কোটি টাকা। এ ছাড়া কাস্টমস খাতে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা এবং আয়করে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা আদায় হয়।