দুই হাতে ‘ক্র্যাম্প’ নিয়েও জয়সোয়ালের ইতিহাস
Published: 21st, June 2025 GMT
হেডিংলিতে ওপেনারদের জন্য জীবন কখনোই সহজ ছিল না। সেখানে অনুষ্ঠিত ৮১টি টেস্টের ইতিহাস বলছে, বিদেশি ওপেনারদের গড় মাত্র ২৯.৬। এশিয়ার ব্যাটসম্যানদের জন্য সেই চ্যালেঞ্জ আরও কঠিন—সর্বশেষ ২০ ম্যাচে এখানে তাদের গড় ২৩.৩।
সেঞ্চুরি নেই। সেই ইতিহাস কাল নতুন করে লিখেছেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সোয়াল। করেছেন সেঞ্চুরি, সেটি আবার দুই হাতে ‘ক্র্যাম্প’ (মাংসপেশিতে টান) নিয়ে।
এশিয়ার যেসব ওপেনার এখানে খেলে সেঞ্চুরি পাননি, তাঁদের দু-একজনের নাম আগে শুনুন—সুনীল গাভাস্কার, সাঈদ আনোয়ার, বীরেন্দর শেবাগ। মাহাত্ম্যটা বুঝতে পারছেন তো! হেডিংলিতে কাল প্রথম দিনের চ্যালেঞ্জও বেশি ছিল।
স্কাই স্পোর্টসের পরিসংখ্যানবিদ বেনেডিক্ট বারম্যানজে জানিয়েছেন, ম্যাচের প্রথম ২৫ ওভারে নতুন বলে ইংল্যান্ডে হওয়া টেস্টে ৭৫ শতাংশ টেস্টের চেয়ে বেশি সুইং পেয়েছেন ইংলিশ পেসাররা। আর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও নিশ্চয়ই উইকেটে কিছু না কিছুই দেখেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।
আরও পড়ুনবাংলাদেশের ২৫ বছরের টেস্ট ইতিহাস কতটা মনে রেখেছেন২ ঘণ্টা আগেতাই জয়সোয়ালকেও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। ১১ রানের ব্রাইডন কার্সের বলে বল আকাশে তুলে দিয়েছিলেন। ১৯ রানে ক্রিস ওকসের বলে পরাস্ত হয়েছেন, এমনকি একটি শর্ট বল এসে লাগে তাঁর পাঁজরে। এসবের মধ্যেও ওকস বা জশ টাং একটু ফুললেংথে বোলিং করলেই চার আদায় করে নিয়েছেন জয়সোয়াল।
চোট নিয়েই খেলেছেন জয়সোয়াল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জয়স য় ল
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।
পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি এখন সারানো হয়েছে।
ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।
ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’
ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’
ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে