দুই হাতে ‘ক্র্যাম্প’ নিয়েও জয়সোয়ালের ইতিহাস
Published: 21st, June 2025 GMT
হেডিংলিতে ওপেনারদের জন্য জীবন কখনোই সহজ ছিল না। সেখানে অনুষ্ঠিত ৮১টি টেস্টের ইতিহাস বলছে, বিদেশি ওপেনারদের গড় মাত্র ২৯.৬। এশিয়ার ব্যাটসম্যানদের জন্য সেই চ্যালেঞ্জ আরও কঠিন—সর্বশেষ ২০ ম্যাচে এখানে তাদের গড় ২৩.৩।
সেঞ্চুরি নেই। সেই ইতিহাস কাল নতুন করে লিখেছেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সোয়াল। করেছেন সেঞ্চুরি, সেটি আবার দুই হাতে ‘ক্র্যাম্প’ (মাংসপেশিতে টান) নিয়ে।
এশিয়ার যেসব ওপেনার এখানে খেলে সেঞ্চুরি পাননি, তাঁদের দু-একজনের নাম আগে শুনুন—সুনীল গাভাস্কার, সাঈদ আনোয়ার, বীরেন্দর শেবাগ। মাহাত্ম্যটা বুঝতে পারছেন তো! হেডিংলিতে কাল প্রথম দিনের চ্যালেঞ্জও বেশি ছিল।
স্কাই স্পোর্টসের পরিসংখ্যানবিদ বেনেডিক্ট বারম্যানজে জানিয়েছেন, ম্যাচের প্রথম ২৫ ওভারে নতুন বলে ইংল্যান্ডে হওয়া টেস্টে ৭৫ শতাংশ টেস্টের চেয়ে বেশি সুইং পেয়েছেন ইংলিশ পেসাররা। আর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও নিশ্চয়ই উইকেটে কিছু না কিছুই দেখেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।
আরও পড়ুনবাংলাদেশের ২৫ বছরের টেস্ট ইতিহাস কতটা মনে রেখেছেন২ ঘণ্টা আগেতাই জয়সোয়ালকেও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। ১১ রানের ব্রাইডন কার্সের বলে বল আকাশে তুলে দিয়েছিলেন। ১৯ রানে ক্রিস ওকসের বলে পরাস্ত হয়েছেন, এমনকি একটি শর্ট বল এসে লাগে তাঁর পাঁজরে। এসবের মধ্যেও ওকস বা জশ টাং একটু ফুললেংথে বোলিং করলেই চার আদায় করে নিয়েছেন জয়সোয়াল।
চোট নিয়েই খেলেছেন জয়সোয়াল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জয়স য় ল
এছাড়াও পড়ুন:
৬ গোলের থ্রিলার জিতে মৌসুম শুরু লিভারপুলের
লিভারপুল ৪:২ বোর্নমাউথ
শুরুতে ছিল আবেগের প্রকাশ, মাঝে উঠল নতুনের জয়গান, আর চরম নাটকীয়তার শেষ অঙ্কে দেখা গেল কারও ঘৃণার জবাব, কারও আবার সামর্থ্যের প্রদর্শনীও।
আজ অ্যানফিল্ডে ২০২৫-২৬ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে লিভারপুল-বোর্নমাউথ উপহার দিল একটি থ্রিলারের প্রায় সব রসদই। যে থ্রিলারের শেষ দিকে দুই গোল করে লিভারপুল ম্যাচ জিতে নিয়েছে ৪-২ গোলে।
বিস্তারিত আসছে ...।