নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে টেস্টে নতুন যুগে প্রবেশ করেছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টের প্রথম দিনটাই একরকম নিজেদের করে নিয়েছে সফরকারীরা। ওপেনার যশস্বী জয়সোয়াল ও অধিনায়ক গিলের সেঞ্চুরিতে ভর করে ভারত তুলেছে ৩ উইকেটে ৩৫৯ রান। ম্যাচের শুরুটা যেমন দারুণ হয়েছে, তেমনি বাকিরা আরও সেঞ্চুরি করবেন বলে আশাবাদী কিংবদন্তিরা।

জয়সোয়াল ফিরেছেন ১০১ রানে। গিল অপরাজিত ১২৭ রানে। আর উইকেটে আছেন ঋশভ পন্ত, ৬৫ রানে। ব্যাট হাতে ভারতের আধিপত্য দেখে শচীন-সৌরভরা মনে করিয়ে দিয়েছে ২০০২ সালের সুখস্মৃতি। যেখানে প্রথম ইনিংসেই শতক হাঁকিয়েছিলেন রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকার। ভারতও সেই ম্যাচে জয় পেয়েছিল।

টেস্টের প্রথম দিনের পারফরম্যান্সে মুগ্ধ শচীন টেন্ডুলকার। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘রাহুল ও যশস্বী ভালো সূচনা এনে দেয়ার পর দারুণ একটি দিন গেল। জয়সোয়াল ও গিলকে সেঞ্চুরির জন্য অভিনন্দন। রিশভ পন্তও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।’

এরপর ২০০২ সালের সেই ঐতিহাসিক টেস্টের স্মৃতিচারণ করে শচীন লেখেন, ‘ভারতের ব্যাটিং আমাকে হেডিংলির সেই দিনের কথা মনে করিয়ে দিল, যখন রাহুল, সৌরভ আর আমি প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলাম ও ম্যাচ জিতেছিলাম। আজ যশস্বী ও শুভমান তাদের কাজটা করেছে। এবার তৃতীয় সেঞ্চুরি কার হবে?’

শচীনের পোস্টে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও। তার আশা, সেঞ্চুরির সংখ্যা চারটি হবে! এক্স-এ (সাবেক টুইটার) সৌরভ লেখেন, ‘হাই চ্যাম্প.

..এই পিচে চারটা সেঞ্চুরি হতে পারে। পন্ত তো আছেই, হয়তো করুনও পারবে। ২০০২ সালের চেয়েও আজকের উইকেটটা অনেক ভালো মনে হচ্ছে।’

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ভমন গ ল প রথম

এছাড়াও পড়ুন:

কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সিংড়া পাটকোল এলাকায় আকরামকে মারধর করা হয়। বিকেল ৪টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫

নিহত আকরাম হোসেন উপজেলা পার সিংড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

ওসি মমিনুজ্জামান জানান, এক সপ্তাহে আগে সিংড়া পাটকোল এলাকার মিঠুর কবুতরের খামার থেকে কবুতর চুরি করে পালিয়ে যান আকরাম। গতকাল শুক্রবার দুপুরে আবারো কবুতর চুরি করতে গেছেন এমন সন্দেহে আকরামকে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। গুরুতর অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান। 

তিনি আরো জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ