হেডিংলিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ভারতের তিন ব্যাটারে আলাদা করে নজর ছিল। একজন নতুন টেস্ট নেতৃত্বভার পাওয়া শুভমন গিল। অন্য দু’জন টেস্ট অভিষেক হওয়া সাই সুদর্শন এবং আট বছর পর ভারতের টেস্ট একাদশে ঢোকা করুন নায়ার। এর মধ্যে অধিনায়ক গিল ঝকঝকে এক সেঞ্চুরি করলেও ডাক মেরেছেন বাকি দু’জন।
ভারতের হয়ে গিল ছাড়াও ওপেনার জশস্বী জয়সোয়াল ও উইকেটরক্ষক ঋষভ পান্ত দাপুটে সেঞ্চুরি করেছেন। টেস্টের প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করে তিন সেঞ্চুরির পরও সফরকারী দল অলআউট হয়েছে ৪৭১ রানে।
ভারত প্রথম সেশনের কঠিন চ্যালেঞ্জ পার করে ওপেনিং জুটিতে ৯১ রান যোগ করেন। ওপেনিংয়ে ফেরা কেএল রাহুল ৪২ রান করে ফিরে যান। অন্য ওপেনার জয়সোয়াল ১৫৯ বলে ১০১ রান করে আউট হন। তিনি ১৬টি চারের সঙ্গে একটি ছক্কা মারেন।
তিনে নামা সুদর্শন শূন্য করার পর জয়সোয়াল ও গিল ১২৯ রানের জুটি গড়েন। জয়সোয়াল ফেরার পর ২০৯ রান যোগ করেন গিল ও পান্ত। এর মধ্যে গিল ফিরে যান ২২৭ বল খেলে ১৪৭ রান করে। তিনি ১৯টি বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে ওই রান করেন। পান্ত ১৭৮ বলে ১৩৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১২টি চার ও ছয়টি ছক্কা আসে।
পান্ত দলের ৪৫৩ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন। বাকি ১৮ রান যোগ হতেই সাজঘরে ফেরেন শেষের ৪ ব্যাটার। ইংল্যান্ডের হয়ে জস টাঙ ও অধিনায়ক বেন স্টোকস চারটি করে উইকেট নিয়েছেন। ব্রাইডন কার্স ও শোয়েব বাশির নিয়েছেন বাকি দুই উইকেট।
.উৎস: Samakal
কীওয়ার্ড: শ ভমন গ ল ঋষভ প ন ত র ন কর
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।
পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি এখন সারানো হয়েছে।
ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।
ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’
ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’
ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে