হেডিংলিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ভারতের তিন ব্যাটারে আলাদা করে নজর ছিল। একজন নতুন টেস্ট নেতৃত্বভার পাওয়া শুভমন গিল। অন্য দু’জন টেস্ট অভিষেক হওয়া সাই সুদর্শন এবং আট বছর পর ভারতের টেস্ট একাদশে ঢোকা করুন নায়ার। এর মধ্যে অধিনায়ক গিল ঝকঝকে এক সেঞ্চুরি করলেও ডাক মেরেছেন বাকি দু’জন।
ভারতের হয়ে গিল ছাড়াও ওপেনার জশস্বী জয়সোয়াল ও উইকেটরক্ষক ঋষভ পান্ত দাপুটে সেঞ্চুরি করেছেন। টেস্টের প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করে তিন সেঞ্চুরির পরও সফরকারী দল অলআউট হয়েছে ৪৭১ রানে।
ভারত প্রথম সেশনের কঠিন চ্যালেঞ্জ পার করে ওপেনিং জুটিতে ৯১ রান যোগ করেন। ওপেনিংয়ে ফেরা কেএল রাহুল ৪২ রান করে ফিরে যান। অন্য ওপেনার জয়সোয়াল ১৫৯ বলে ১০১ রান করে আউট হন। তিনি ১৬টি চারের সঙ্গে একটি ছক্কা মারেন।
তিনে নামা সুদর্শন শূন্য করার পর জয়সোয়াল ও গিল ১২৯ রানের জুটি গড়েন। জয়সোয়াল ফেরার পর ২০৯ রান যোগ করেন গিল ও পান্ত। এর মধ্যে গিল ফিরে যান ২২৭ বল খেলে ১৪৭ রান করে। তিনি ১৯টি বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে ওই রান করেন। পান্ত ১৭৮ বলে ১৩৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১২টি চার ও ছয়টি ছক্কা আসে।
পান্ত দলের ৪৫৩ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন। বাকি ১৮ রান যোগ হতেই সাজঘরে ফেরেন শেষের ৪ ব্যাটার। ইংল্যান্ডের হয়ে জস টাঙ ও অধিনায়ক বেন স্টোকস চারটি করে উইকেট নিয়েছেন। ব্রাইডন কার্স ও শোয়েব বাশির নিয়েছেন বাকি দুই উইকেট।
.উৎস: Samakal
কীওয়ার্ড: শ ভমন গ ল ঋষভ প ন ত র ন কর
এছাড়াও পড়ুন:
ফায়ারফক্সে আসছে এআই উইন্ডো
কৃত্রিমবুদ্ধিমত্তা বা এআইকেন্দ্রিক ব্রাউজারের বাজার দিন দিন বিস্তৃত হচ্ছে। এই প্রতিযোগিতার মধ্যেই ফায়ারফক্সে নতুন এআই উইন্ডো নামের বিশেষ সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে মজিলা। সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েবসাইট ব্রাউজ করার সময় প্রয়োজন অনুসারে একটি সমন্বিত এআই সহকারীর সাহায্য নিতে পারবেন। পুরো প্রক্রিয়াই থাকবে ব্যবহারকারীর নিয়ন্ত্রণে।
এক ব্লগ বার্তায় মজিলা জানায়, এআই উইন্ডো ব্রাউজিংয়ে ক্ষেত্রে এআই নির্দেশনা ও ব্যক্তিগত সহায়তার সুবিধা দেবে। সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে না। আগ্রহী ব্যবহারকারীরা চাইলে নিজে থেকেই চালু করবেন। যেকোনো সময় বন্ধ করা যাবে। এআইনির্ভর এই সুবিধা ওপেন সোর্স প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা হচ্ছে।
ফিচারটি পরীক্ষামূলক সংস্করণ কিছু ব্যবহারকারীর কাছে উপলব্ধ হয়েছে। মজিলা জানিয়েছে, যে কেউ চাইলে আগের মতোই ফায়ারফক্স ব্যবহার করে নিজের পছন্দমতো কাস্টমাইজড অভিজ্ঞতা পাবেন। আরও বেশি গোপনীয়তা চাইলে প্রাইভেট উইন্ডো ব্যবহার করতে পারবেন। এআই উইন্ডো ব্রাউজিংকে আরও ব্যক্তিগত উপায়ে ব্যবহারের সুযোগ দেবে।
এআই চালিত ব্রাউজারের ব্যবহার বাড়তে থাকায় বিভিন্ন প্রযুক্তি কোম্পানি এখন সার্চবারের জায়গায় চ্যাটবট যুক্ত করা বা সম্পূর্ণ এআইনির্ভর ব্রাউজার তৈরিতে মনোযোগ দিচ্ছে। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি অ্যাটলাস বা পারপ্লেক্সিটির কমেট পুরোপুরি এআই এজেন্টকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।
ভবিষ্যতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলনির্ভর ব্রাউজারের বড় সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতার মধ্যেও ভিন্ন অবস্থান তৈরি করতে চেষ্টা করছে মজিলা। তারা বলছে, স্বচ্ছতা, জবাবদিহি ও ব্যবহারকারীর স্বাধীনতা—এই তিন নীতি সামনে রেখে ব্রাউজিং অভিজ্ঞতা দেওয়া হচ্ছে। ওয়েবকে সবার জন্য উন্মুক্ত, মুক্ত ও নিরাপদ রাখতে চায় মজিলা। মজিলার ভাষ্য অনুযায়ী, ফায়ারফক্সে কোনো একক ইকোসিস্টেমে ব্যবহারকারীকে আটকে রাখা হবে না। এআই ব্যবহারের ওপর কোনো বাধ্যবাধকতাও থাকবে না। কখন, কীভাবে বা আদৌ এটি ব্যবহার করবেন কি না, এমন সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যবহারকারীর।
এ বছরের জুনে ফায়ারফক্সের অ্যাড্রেসবারে থাকা ইউনিফায়েড সার্চ সুবিধায় সরাসরি পারপ্লেক্সিটি এআইয়ের মাধ্যমে অনুসন্ধানের অপশন যুক্ত করে মজিলা। নতুন এআই উইন্ডো ফিচার যুক্ত হলে ব্রাউজিং অভিজ্ঞতা আরও বহুমাত্রিক হয়ে উঠবে বলে মনে করছে সংস্থাটি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস