হেডিংলিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ভারতের তিন ব্যাটারে আলাদা করে নজর ছিল। একজন নতুন টেস্ট নেতৃত্বভার পাওয়া শুভমন গিল। অন্য দু’জন টেস্ট অভিষেক হওয়া সাই সুদর্শন এবং আট বছর পর ভারতের টেস্ট একাদশে ঢোকা করুন নায়ার। এর মধ্যে অধিনায়ক গিল ঝকঝকে এক সেঞ্চুরি করলেও ডাক মেরেছেন বাকি দু’জন।
ভারতের হয়ে গিল ছাড়াও ওপেনার জশস্বী জয়সোয়াল ও উইকেটরক্ষক ঋষভ পান্ত দাপুটে সেঞ্চুরি করেছেন। টেস্টের প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করে তিন সেঞ্চুরির পরও সফরকারী দল অলআউট হয়েছে ৪৭১ রানে।
ভারত প্রথম সেশনের কঠিন চ্যালেঞ্জ পার করে ওপেনিং জুটিতে ৯১ রান যোগ করেন। ওপেনিংয়ে ফেরা কেএল রাহুল ৪২ রান করে ফিরে যান। অন্য ওপেনার জয়সোয়াল ১৫৯ বলে ১০১ রান করে আউট হন। তিনি ১৬টি চারের সঙ্গে একটি ছক্কা মারেন।
তিনে নামা সুদর্শন শূন্য করার পর জয়সোয়াল ও গিল ১২৯ রানের জুটি গড়েন। জয়সোয়াল ফেরার পর ২০৯ রান যোগ করেন গিল ও পান্ত। এর মধ্যে গিল ফিরে যান ২২৭ বল খেলে ১৪৭ রান করে। তিনি ১৯টি বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে ওই রান করেন। পান্ত ১৭৮ বলে ১৩৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১২টি চার ও ছয়টি ছক্কা আসে।
পান্ত দলের ৪৫৩ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন। বাকি ১৮ রান যোগ হতেই সাজঘরে ফেরেন শেষের ৪ ব্যাটার। ইংল্যান্ডের হয়ে জস টাঙ ও অধিনায়ক বেন স্টোকস চারটি করে উইকেট নিয়েছেন। ব্রাইডন কার্স ও শোয়েব বাশির নিয়েছেন বাকি দুই উইকেট।
.উৎস: Samakal
কীওয়ার্ড: শ ভমন গ ল ঋষভ প ন ত র ন কর
এছাড়াও পড়ুন:
কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা
নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সিংড়া পাটকোল এলাকায় আকরামকে মারধর করা হয়। বিকেল ৪টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
সিংড়া থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২
সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫
নিহত আকরাম হোসেন উপজেলা পার সিংড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।
ওসি মমিনুজ্জামান জানান, এক সপ্তাহে আগে সিংড়া পাটকোল এলাকার মিঠুর কবুতরের খামার থেকে কবুতর চুরি করে পালিয়ে যান আকরাম। গতকাল শুক্রবার দুপুরে আবারো কবুতর চুরি করতে গেছেন এমন সন্দেহে আকরামকে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। গুরুতর অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।
তিনি আরো জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/আরিফুল/মাসুদ