শামীম ওসমানের জমি-প্লট ও ব্যাংক হিসাব ক্রোকের আদেশ
Published: 22nd, June 2025 GMT
নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন।
আদালতে জমা দেওয়া দুদকের প্রতিবেদন অনুযায়ী, পূর্বাচলে শামীম ওসমানের নামে থাকা একটি প্লট ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া উত্তরায় শামীম ওসমানের নামে থাকা ৯ কাঠা জমি ক্রোক করারও আদেশ দিয়েছেন আদালত।
এর বাইরে শামীম ওসমানের নামে থাকা ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
দুদক আদালতের কাছে লিখিতভাবে অভিযোগ করেছে, শামীম ওসমান তাঁর স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনের পরিকল্পনা করছেন। তদন্তের স্বার্থে এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা প্রয়োজন। শুনানি নিয়ে আদালত শামীম ওসমানের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ দেন।
এর আগে গত ১৫ জানুয়ারি দুদক শামীম ওসমান, তাঁর স্ত্রী সালমা ওসমান ও শ্যালক তানভীর আহমেদের নামে মামলা করে। মামলায় ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ মার্কিন ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুনস্ত্রী-সন্তানসহ জাহাঙ্গীর কবির ও শামীম ওসমানের বিরুদ্ধে দুদকের মামলা১৫ জানুয়ারি ২০২৫ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে যান। শামীম ওসমানও দেশ থেকে পালিয়ে যান। এরপর শামীম ওসমানের বিরুদ্ধে ছাত্র–জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে একাধিক মামলা হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ম ম ওসম ন র
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ