Samakal:
2025-10-03@03:56:06 GMT

এশিয়া কাপের স্বপ্ন মেয়েদের

Published: 23rd, June 2025 GMT

এশিয়া কাপের স্বপ্ন মেয়েদের

জর্ডানে ত্রিদেশীয় সিরিজে ভালো করার পর আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। র‍্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকা জর্ডান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্রয়ে নতুন স্বপ্নের জাল বুনেছে পিটার বাটলারের দল। নারী ফুটবলের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপে খেলার স্বপ্ন দেখছে মেয়েরা। সেই স্বপ্ন বাস্তবায়নে আগে পাড়ি দিতে হবে বাছাই পর্বের গণ্ডি। বাংলাদেশের এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের শুরু ২৯ জুন। গ্রুপ ‘সি’তে সেরা হতে পারলেই এশিয়া কাপের মূল পর্বে খেলার স্বপ্নপূরণের উচ্ছ্বাসে ভাসবেন আফেইদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা।

ব্রিটিশ কোচের অধীনে সকাল-বিকাল অনুশীলনে ঘাম ঝরাচ্ছে মেয়েরা। কঠিন চ্যালেঞ্জ জয়ের জন্য সব প্রস্তুতিই নিচ্ছে তারা। ইতিহাস হাতছানি দিচ্ছে বলে মেয়েদের নানাভাবে উৎসাহ দিচ্ছে কোচিং প্যানেল। মিয়ানমারে বাছাই পর্বে গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষের মধ্যে একমাত্র তুর্কমেনিস্তান (১৪১) র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে। বাংলাদেশের অবস্থান ১২৮, স্বাগতিক মিয়ানমার ৫৫তম ও বাহরাইন ৯২তম। গ্রুপে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী মিয়ানমার। গ্রুপ সেরা হতে হলে লাল-সবুজের দলটিকে চ্যালেঞ্জে ফেলতে পারে মিয়ানমার। 

তবে বাংলাদেশ নারী দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বলের বিশ্বাস মিয়ানমারকে হারাতে পারবেন তারা, ‘আমার কেন যেন মনে হচ্ছে এবার আমরা এশিয়া কাপে খেলব। আমাদের মূল প্রতিদ্বন্দ্বী মিয়ানমার। তবে তাদের খেলা দেখে মনে হয়েছে আমরা জিততে পারব। জর্ডান, ইন্দোনেশিয়ার মতো দলের সঙ্গে ড্রয়ে দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। এশিয়ান কাপ বাছাই পর্ব নিয়ে আমরা খুব আশাবাদী।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ছ ই পর ব

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।

আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।

আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।

কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ

সম্পর্কিত নিবন্ধ