অটিজমে আক্রান্ত শিশুদের জন্য ৫০০ কোটি ওন (কোরীয় মুদ্রা) দান করলেন বিটিএস তারকা সুগা (আসল নাম মিন ইউন গি)। এই অর্থে সিউলের সেভেরান্স হাসপাতালে সুগার নামে—মিন ইউন-গি ট্রিটমেন্ট সেন্টার—একটি চিকিৎসাকেন্দ্র তৈরি করা হবে।

হাসপাতালটি জানায়, কেন্দ্রটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে চালু হবে। এখানে অটিজমে আক্রান্ত শিশু ও কিশোরদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে। সুগা এর আগেও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেছেন।

গত শনিবার সামরিক প্রশিক্ষণ শেষে ফিরছেন সুগা। সেনাবাহিনীতে যোগদানের পরই স্বাস্থ্যের সমস্যায় সুগাকে সামরিক প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে তাঁকে সামাজিক সেবা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন আরএম, জিন, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক। আগামী বছরের মার্চে গানে ফিরছে বিটিএস।

আরও পড়ুনএবার ফিরছেন সুগা১৮ জুন ২০২৫

হাইবের এক কর্মকর্তা বলেছেন, বিটিএস মার্চে ফিরবে। এ ছাড়া বিদেশি আরও দুটি সূত্রও বলেছে, নতুন বছরে বিটিএস পুরো দল নিয়ে কাজ শুরু করবে। একটি সূত্র জানিয়েছে, মার্চের মাঝামাঝি সময়ে ফিরতে পারে ব্যান্ডটি।

বিটিএসের ম্যানেজমেন্ট সংস্থা বিগ হিট বলছে, এখনো আনুষ্ঠানিক কোনো তারিখ ঠিক হয়নি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ট এস

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ