আর্সেনালের কোচ হয়ে বড় কোন শিরোপা জিততে পারেননি মিকেল আর্তেতা। দু’বার প্রিমিয়ার লিগে রানার্স আপ হয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্নও ভেঙেছে সেমিফাইনালে। তবে প্রজেক্ট দাঁড় করাতে একের পর এক ফুটবলার কিনেছেন তিনি।

এবার কিছু ফুটবলার বেচে দলে ভারসাম্য আনতে চায় গানাররা। নতুন ফুটবলার কিনতে হলে আর্থিক কাঠামোতেও আনতে হবে ভারসাম্য, কমাতে হবে বেতনের বোঝা। সেজন্য লন্ডনের ক্লাবটি আপাতত পাঁচ ফুটবলার বিক্রি করে দেওয়ার চিন্তা করছে। 

ওই তালিকায় আছেন আর্সেনালের লেফট উইঙ্গার ও ব্রাজিল জাতীয় দলে খেলা গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। অবশ্য তাকে বিক্রি করে রদ্রিগো গোয়েসের মতো একজন উইঙ্গার কেনার কথাও ভাবছে গানাররা। মার্টিনেল্লিকে আবার কিনতে আগ্রহী জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। 

সংবাদ মাধ্যম বিল্ড দাবি করেছে, বায়ার্ন মিউনিখ স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো বিলবাও-এর নিকো উইলিয়ামসকে কিনতে চেয়েছিল। কিন্তু তিনি বার্সায় যোগ দিচ্ছেন। এবার তাই বাভারিয়ানরা চোখ রাখছে মার্টিনেল্লির ওপর। এর বাইরে লিভারপুলের কোডি গাকপো ও লুইস দিয়াজে আগ্রহী ক্লাবটি। লিগ প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডের জেমি গিটেনসও আছেন বায়ার্ন মিউনখের পরিকল্পনায়। 

সংবাদ মাধ্যম দি টাইমস দাবি করেছে, মার্টিনেল্লির প্রতি আগ্রহ দেখানো ক্লাবের কাছে ৫০ মিলিয়ন ইউরো দাম চাইবে আর্সেনাল। কাছাকাছি দামে রাজি হলেই কেবল ব্রাজিলিয়ান উইঙ্গারকে ছাড়বে তারা। মার্টিনেল্লি ২০১৯ সালে গানার শিবিরে যোগ দেন। ক্লাবের সঙ্গে তার ২০২৭ সাল পর্যন্ত চুক্তি আছে। ভালো দাম পেতে আসন্ন মৌসুম তাকে ছেড়ে দেওয়ার সেরা সময়।  

এছাড়া বেতনের বোঝা কমাতে ওলেক্সজান্ডার জিনচেঙ্কো, রেইস নেলসন, জ্যাকুব কিউইঅর এবং আলবার্ট সাম্বি লোকোনগাকে বেচে দিতে চায় আর্সেনাল। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল দলবদল আর স ন ল আর স ন ল ফ টবল র

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ