মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক
Published: 23rd, June 2025 GMT
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। আজ সোমবার পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে প্রায় ৫০ মিনিট ধরে তাঁরা বৈঠক করেন। এ সময় কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব মনোজ পন্থ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বাংলাদেশের উপহাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎ এটি। মুখ্যমন্ত্রী তাঁর পক্ষ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা পৌঁছে দিতে হাইকমিশনারকে অনুরোধ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধকেন্দ্রিক আত্মিক সম্পর্ক রয়েছে, তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ঊর্ধ্বে বলে উল্লেখ করেন। তিনি ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
নাম প্রকাশ না করার শর্তে বৈঠকের প্রধান আলোচ্য বিষয় নিয়ে অবহিত এক কর্মকর্তাকে প্রথম আলোকে বলেন, ‘আমরা ভাবতেই পারিনি এতটা আন্তরিক, এতটা আবেগপূর্ণ আলোচনা হবে, যেখানে মুখ্যমন্ত্রী বললেন,“দেখুন, আমরা দুই দিকের বাঙালি মিলে পৃথিবীর অন্যতম বৃহত্তম ভাষাগোষ্ঠী। যেখানে যাই পরিবর্তন হোক, আমাদের সম্পর্কটা তো নাড়ির সম্পর্ক। ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদি নিয়ে আমরা সব সময়ই কাজ করতে পারি।”’
এ সময় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশ থেকে আনা শাড়ি, মিষ্টি এবং চারটি বই তুলে দেন মুখ্যমন্ত্রীর হাতে। বইগুলো ছিল বাংলাদেশে মনসাপূজা, রাসমেলা, সোমপুরের বৌদ্ধবিহারের পোড়ামাটির শিল্পকলা এবং বাংলাদেশের লাঠিখেলা নিয়ে।
বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নত করতে গবেষণার স্তরে কীভাবে আদান-প্রদান বাড়ানো যায়, তা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে বৈঠকে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আদান-প্রদান বাড়ানোর প্রসঙ্গ নিয়েও কথা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দেন, এসব বিষয় নিয়ে আগামী দিনে আলোচনা এগোবে। দুই দেশের যেহেতু ‘নাড়ির সম্পর্ক’, তাই আদান-প্রদান থেমে থাকবে না। কিছু সময়ের পরে আবার সম্পর্কের যে ইতিবাচক দিক, সেগুলো সামনে আসবে, নতুন জোয়ার সৃষ্টি হবে। ‘মুখ্যমন্ত্রী বলেন, দেখা যাক আগামী দিনে কী হয়। আশা রাখি, (বাংলাদেশে) যে নতুন সরকার আসবে, সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে।’
বাংলাদেশের অবৈধ নাগরিক অভিযোগ এনে ভারত থেকে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া চলছে, সে সম্পর্কেও দুই পক্ষের মধ্যে কিছু আলোচনা হয়েছে বলে সরকারি এক কর্মকর্তা জানান। তবে এ বিষয়ে তিনি নির্দিষ্টভাবে কোনো মন্তব্য করতে চাননি।
সূত্রটি আরও জানিয়েছে, বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের হাইকমিশনারকে গাড়িতে তুলে দেন। সে সময় তিনি বাংলাদেশের মানুষ এবং অধ্যাপক ইউনূসের প্রতি তাঁর শ্রদ্ধার কথা জানান। হাইকমিশনার হামিদুল্লাহও মুখ্যমন্ত্রীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বন দ য প ধ য য ম খ যমন ত র
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্যে নিষিদ্ধ ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের পক্ষে বিক্ষোভকালে গ্রেপ্তার ৩৬৫
লন্ডনের ওয়েস্টমিনস্টারে পার্লামেন্ট স্কয়ারে এক বিক্ষোভ থেকে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত অন্তত ৩৬৫ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। যুক্তরাজ্যে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের একটি গ্রুপকে নিষিদ্ধ করার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপ এ বিক্ষোভের আয়োজন করে বলে বিবিসির খবরে বলা হয়।
রয়টার্সের খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পুলিশ জানিয়েছে, পার্লামেন্ট স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর পক্ষে সমর্থন জানানোয় তাঁদের গ্রেপ্তার করা হয়।
প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা