বিবর্জিত মনুষ্যত্ব
তুহীন বিশ্বাস
আমি নর্দমার পাশ দিয়েই হেঁটে যাই
যেখানে সব পরিত্যক্ত, পচা দুর্গন্ধময়,
তবুও আড়চোখে তাকিয়ে দেখি কীট;
পরিবর্তিত পোশাকেও নষ্ট চারিত্রিক ছাপ।
সানগ্লাস রঙে রাঙানো অতীত বসন্ত;
অন্ধত্ব বরণকারী মনুষ্যত্ব বিবর্জিত সময়,
সম্মুখ উচ্ছ্বাসে বুঁদ হওয়া কলঙ্কিত অধ্যায়
ঘোর কাটে একাকীত্বের নিঃস্ব আমিতে।
বন্দি পাখি
আলমগীর কবির
ভাবনা তোমার মিছে
দূরে সরে গেলেই দূরে থাকা যায়!
দেখো না
রূপবতী চাঁদ কতদূরে থেকে কেমন করে
আলোর ফোয়ারায় সাজায় ঘরের কোণ।
চাইলেই কি জোসনা ফিরিয়ে দেওয়া যায়?
ভাবনা তোমার মিছে
একা ছুটে যাবে নদীর মতো।
দেখো না নদী চলতে চলতে
কত নতুন বাঁক পেরিয়ে
শেষে মিলে মোহনায়।
মাটি
রফিকুল নাজিম
আকাশের ওই গাঁয়ে মেঘেদের বাড়ি
মেঘে মেঘের নৃত্য বিজলির আড়ি।
আকাশটা রেগে গিয়ে মেঘকে বলে,
‘বিতাড়িত হ রে তুই- বৃষ্টির জলে।’
মাটি শুনে বলে, ‘ওহে মেঘের দল,
বুকেতে পুষি আমি ব্যথার অনল।
নেমে এসো তবে- ঢালো যত জল
আমার বুকে আছে সায়র অতল!’
বিতাড়িত বৃষ্টি ঝরে মাটির অই বুকে
জলে জলে থাকে জল জলজ সুখে।
পৃথিবীর তরুলতা পশুপাখি কু’জন
মাটিতে দাঁড়ায় সব– মাটিতেই গোপন!
নিঃশব্দে বিষণ্ণতা
শারমিন নাহার ঝর্ণা
কিছু কথা ছুটে যায় বাঁধভাঙ্গা
নদীর মতো সত্য ন্যায়ের পক্ষে,
বুকের ভেতর তুমুল ঝড় ওঠে
বলতে না পারার যন্ত্রণায় ক্ষত বিক্ষত
হৃদয়ে রক্তবন্যা বয়ে যায় অগোচরে।
কিছু কথা পাহাড়ের মতো হৃদয়ে গেঁড়ে বসে
চোখে লবণাক্ত ঝর্ণা হয়ে ঝরে অবিরত।
কিছু কথা নির্দ্বিধায় বলা যায় মুখে না বলেও,
একটি বিশ্বাসী চোখ থাকা চাই।
ঐ চোখে চেয়ে নিঃশব্দে বিষণ্নতা ভরা রাত
জেগে জেগে কাটিয়ে দেয়া যায়।
শূন্যতার এক প্রান্ত হতে অপর প্রান্ত
কথা না বলেও পরিপূর্ণ করা যায়।
সমুদ্র অথবা একাকিত্ব
নিজাম উদ্দিন আল সুমন
আমার একাকি রাতের একাকিত্ব সমুদ্র অথবা
একান্ত আশা-নিরাশার সাম্পান তরী,
হাজার ঢেউয়ের ফেনীল মুক্তোঝরানো সৈকতে
নিকট দূরের লক্ষ তারাদের আকাশে
সাদাকালো মেঘেদের লুকোচুরি!
ভালোলাগা কবিতার মতো তুমি কেন যেন
ফিরে আসো শিহরিত শেষ রাতে!
দেখো, এখানে কতশত রুপালি কাঁকড়ার
ঝলমলে ছুটে চলা,
দূরে তুমি ডাকছো যেন ভালোবাসার ইশারাতে!!
না। তীব্র গতির দক্ষিণি হাওয়ার ফিসফিসানি
আর রাতের প্রহরীদের হুইসেল–
তোমাকে নিয়ে আর ভাবতে দেয় না!
আমি ফিরে যাচ্ছি গতকালের হিসাবের খাতায়,
জমা-খরচের জটিল সমীকরণের পাতায়.
পুতুলবাজি
আসাদুজ্জামান খান মুকুল
রক্তিম রবি স্তিমিত যখন
আবিরের আভা মেখে,
দেখি ক্রমে ক্রমে আঁধার রজনি
ধরণী দিয়েছে ঢেকে।
প্রভাতের রবি দিয়েছিল উঁকি
যবে জীবনের পর,
কলরোল কল কোলাহলে মাতি
বাঁধতে সুখের ঘর।
শূন্যের ঘড়া পূর্ণের তরে
সর্বদা রত থাকি,
ভাবিনি তো কভু সোনালি আলোক
তমসায় দিবে ঢাকি।
জীবনযুদ্ধে করেছি লড়াই
উন্নত রেখে শির,
আজিকে আমার ত্রাসে কাঁপে বুক
ছাড়তে হবে যে নীড়!
আলোর ভুবনে বিমোহিত হয়ে
খেলেছি রঙের খেলা,
পুতুলবাজির খেলায় কেবল
ফুরায় দিবস বেলা।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফায়ারফক্সে আসছে এআই উইন্ডো
কৃত্রিমবুদ্ধিমত্তা বা এআইকেন্দ্রিক ব্রাউজারের বাজার দিন দিন বিস্তৃত হচ্ছে। এই প্রতিযোগিতার মধ্যেই ফায়ারফক্সে নতুন এআই উইন্ডো নামের বিশেষ সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে মজিলা। সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েবসাইট ব্রাউজ করার সময় প্রয়োজন অনুসারে একটি সমন্বিত এআই সহকারীর সাহায্য নিতে পারবেন। পুরো প্রক্রিয়াই থাকবে ব্যবহারকারীর নিয়ন্ত্রণে।
এক ব্লগ বার্তায় মজিলা জানায়, এআই উইন্ডো ব্রাউজিংয়ে ক্ষেত্রে এআই নির্দেশনা ও ব্যক্তিগত সহায়তার সুবিধা দেবে। সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে না। আগ্রহী ব্যবহারকারীরা চাইলে নিজে থেকেই চালু করবেন। যেকোনো সময় বন্ধ করা যাবে। এআইনির্ভর এই সুবিধা ওপেন সোর্স প্রযুক্তির ভিত্তিতে তৈরি করা হচ্ছে।
ফিচারটি পরীক্ষামূলক সংস্করণ কিছু ব্যবহারকারীর কাছে উপলব্ধ হয়েছে। মজিলা জানিয়েছে, যে কেউ চাইলে আগের মতোই ফায়ারফক্স ব্যবহার করে নিজের পছন্দমতো কাস্টমাইজড অভিজ্ঞতা পাবেন। আরও বেশি গোপনীয়তা চাইলে প্রাইভেট উইন্ডো ব্যবহার করতে পারবেন। এআই উইন্ডো ব্রাউজিংকে আরও ব্যক্তিগত উপায়ে ব্যবহারের সুযোগ দেবে।
এআই চালিত ব্রাউজারের ব্যবহার বাড়তে থাকায় বিভিন্ন প্রযুক্তি কোম্পানি এখন সার্চবারের জায়গায় চ্যাটবট যুক্ত করা বা সম্পূর্ণ এআইনির্ভর ব্রাউজার তৈরিতে মনোযোগ দিচ্ছে। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি অ্যাটলাস বা পারপ্লেক্সিটির কমেট পুরোপুরি এআই এজেন্টকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।
ভবিষ্যতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলনির্ভর ব্রাউজারের বড় সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতার মধ্যেও ভিন্ন অবস্থান তৈরি করতে চেষ্টা করছে মজিলা। তারা বলছে, স্বচ্ছতা, জবাবদিহি ও ব্যবহারকারীর স্বাধীনতা—এই তিন নীতি সামনে রেখে ব্রাউজিং অভিজ্ঞতা দেওয়া হচ্ছে। ওয়েবকে সবার জন্য উন্মুক্ত, মুক্ত ও নিরাপদ রাখতে চায় মজিলা। মজিলার ভাষ্য অনুযায়ী, ফায়ারফক্সে কোনো একক ইকোসিস্টেমে ব্যবহারকারীকে আটকে রাখা হবে না। এআই ব্যবহারের ওপর কোনো বাধ্যবাধকতাও থাকবে না। কখন, কীভাবে বা আদৌ এটি ব্যবহার করবেন কি না, এমন সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যবহারকারীর।
এ বছরের জুনে ফায়ারফক্সের অ্যাড্রেসবারে থাকা ইউনিফায়েড সার্চ সুবিধায় সরাসরি পারপ্লেক্সিটি এআইয়ের মাধ্যমে অনুসন্ধানের অপশন যুক্ত করে মজিলা। নতুন এআই উইন্ডো ফিচার যুক্ত হলে ব্রাউজিং অভিজ্ঞতা আরও বহুমাত্রিক হয়ে উঠবে বলে মনে করছে সংস্থাটি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস