৩৮ বছরে পা রেখেছেন লিওনেল মেসি। মাঠেই তাকে জন্মদিনের উপহার দেওয়ার পট তৈরি করেছিল ইন্টার মায়ামির ফুটবলাররা। কিন্তু মায়ামিকে হতাশ করেছে ব্রাজিলের ক্লাব পালমেইরাস।

মেসিনহো খ্যাত পালমেইরাসের বিপক্ষে  ইন্টার মায়ামি জয়ের একদম কাছে ছিল তারা। ২-০ গোলের লিড নিয়েছিল। কিন্তু শেষ দিকে দারুণ কামব্যাকে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিলের ক্লাবটি। 

এই সমতায় ৫ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে থেকে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে পালমেইরাস। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে এক গোলের ব্যবধানে দুইয়ে থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। ইউরোপের ক্লাব পোর্ত তিন ম্যাচের দুটিতে সমতা করে ও একটি হেরে গ্রুপ পর্বে বিদায় নিয়েছে। 

মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৬ মিনিটে প্রথম লিড নেয় ইন্টার মায়ামি। পালমেইরাসের আক্রমণ রুখে দারুণ এক কাউন্টার অ্যাটাক করে টাডিও অ্যালেনডে স্বাগতিক দলকে প্রথম লিড এনে দেন। তাকে গোলে সহায়তা দেন লুইস সুয়ারেজ।

গোল শোধের চেষ্টা করে ব্যর্থ হওয়া পালমেইরাস দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ে। ওই গোলটি করেন সুয়ারেজ। সাবেক বার্সা তারকা একাধিক পালমেইরাস ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করে বুঝিয়ে দিয়েছেন- বুড়ো হয়েছেন বটে তবে এখনো ফুরিয়ে যাননি।

পালমেইরাস ম্যাচে ফেরে ৮০ মিনিটে। বদলি নামা ফুটবলার গোল করেন। সাত মিনিট পরই কামব্যাক সম্পন্ন করেন বদলি নামা আরেক ফুটবলার মাউরিসিও। গ্রুপের অপর ম্যাচে পোর্ত আল আহলির বিপক্ষে ৪-৪ গোলের সমতা করেছে। 

গ্রুপে দুইয়ে থাকায় ইন্টার মায়ামি শেষ ষোলোয় পিএসজির মুখোমুখি হবে। ম্যাচটি ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে গড়াবে। ওদিকে পালমেইরাস পেয়েছে আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোকে। ২৮ জুন বাংলাদেশ সময় রাত ১০টার নকআউট ম্যাচে ব্রাজিলের এক ক্লাব বিদায় নেবে। অন্য ক্লাবে শেষ আটে চলে যাবে।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইন ট র ম য ম ক ল ব ব শ বক প ইন ট র ম য় ম

এছাড়াও পড়ুন:

পুলিশের প্রত্যেক সদস্যকে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহার করতে হবে: স্বরাষ্ট্রসচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি বলেছেন, পুলিশের প্রত্যেক সদস্যকে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহার করতে হবে। অহংকার, লোভ, হিংসা, পরচর্চা ও অন্ধ আনুগত্য বর্জন করে আরও উদ্ভাবনী কার্যক্রম হাতে নিতে হবে।

আজ শুক্রবার বিকেল চারটার দিকে রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকা’ শীর্ষক বিশেষ ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

প্রধান অতিথির বক্তব্যে সচিব নাসিমুল গনি সুরা সোয়াদ-এর ২৬ নম্বর আয়াত উল্লেখ করে বলেন, ‘হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, সুতরাং মানুষের মাঝে ন্যায়বিচার করো এবং ব্যক্তিগত খেয়ালখুশির অনুসরণ করো না, নইলে তা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে।’

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশ পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসন্ন নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাজ্জাত আলী আরও উল্লেখ করেন, গত বছরে বিশেষ করে মহানগর পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একসময় যে ভঙ্গুর অবস্থায় পুলিশ চলে গিয়েছিল, তা থেকে এখন অনেকটাই পেশাদারত্বে ফিরে এসেছে। এই পেশাদারত্ব আরও উন্নত করে দেশ ও জাতির সেবা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে পুলিশের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বক্তব্য দেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ। অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদবির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ